ETV Bharat / bharat

Go First to Suspend Flights: তীব্র আর্থিক সংকট, 3 ও 4 মে সব উড়ান বন্ধ রাখছে গো ফার্স্ট - তহবিল সংকট

প্রবল আর্থিক সংকটের মধ্যে থাকা গো ফার্স্ট বিমান সংস্থা আগামী 3 ও 4 মে অস্থায়ী ভাবে সব বিমান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ৷

Go First ETV Bharat
গো ফার্স্ট
author img

By

Published : May 2, 2023, 5:20 PM IST

Updated : May 2, 2023, 5:34 PM IST

মুম্বই, 2 মে: তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে সস্তার বিমান সংস্থা গো ফার্স্টের ৷ সেই কারণে অস্থায়ী ভাবে দু দিন এই সংস্থার সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ভবিষ্যতের কথা ভেবে মাথায় হাত পড়েছে কর্মীদের ৷

তীব্র আর্থিক সংকটের মধ্যেই আগামী 3 ও 4 মে অস্থায়ী ভাবে সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন গো ফার্স্ট ৷ এই বিমান সংস্থার প্রধান কৌশিক খোনা মঙ্গলবার এ কথা জানিয়েছেন । গো ফার্স্টের 5,000 এরও বেশি কর্মী রয়েছে । এরই পাশাপাশি এই বাজেট ক্যারিয়ার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-র কাছে স্বেচ্ছায় দেউলিয়াত্ব সমাধানের প্রক্রিয়ার জন্য একটি আবেদনও দাখিল করেছে এই সংস্থা ।

সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, কৌশিক খোনা জানান যে, প্র্যাট অ্যান্ড হুইটনি (পিএন্ডডব্লিউ) ইঞ্জিন সরবরাহ না করার কারণে বিমান সংস্থাটি 28টি বিমানকে গ্রাউন্ডেড করেছে, যা তার বহরের অর্ধেকেরও বেশি । এর ফলে তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে ।

খোনা বলেন, "এটি একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত (স্বেচ্ছাসেবী দেউলিয়া সমাধান প্রক্রিয়ার জন্য আবেদন করা), কিন্তু এটি কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য করা হয়েছে ৷" বিমান সংস্থাটি সরকারকে যাবতীয় গতিবিধি সম্পর্কে জানিয়েছে এবং এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর কাছে এ বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দেবে ।"

আগামী 3 এবং 4 মে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ফ্লাইটগুলি স্থগিত করা হবে বলে জানানো হয়েছে । একবার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আবেদনটি স্বীকার করে নিলে, তারপর এই সংস্থার উড়ানগুলি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন গো ফার্স্টের প্রধান কৌশিক খোনা ৷

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে গো ফার্স্টের দুই যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল ৷ 6 জানুয়ারির সেই ঘটনায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্ত দুই যাত্রীকে ৷

আরও পড়ুন: অভব্য আচরণের অভিযোগ, গো ফার্স্টের বিমান থেকে নামানো হল 2 বিদেশিকে

মুম্বই, 2 মে: তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে সস্তার বিমান সংস্থা গো ফার্স্টের ৷ সেই কারণে অস্থায়ী ভাবে দু দিন এই সংস্থার সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ভবিষ্যতের কথা ভেবে মাথায় হাত পড়েছে কর্মীদের ৷

তীব্র আর্থিক সংকটের মধ্যেই আগামী 3 ও 4 মে অস্থায়ী ভাবে সব উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন গো ফার্স্ট ৷ এই বিমান সংস্থার প্রধান কৌশিক খোনা মঙ্গলবার এ কথা জানিয়েছেন । গো ফার্স্টের 5,000 এরও বেশি কর্মী রয়েছে । এরই পাশাপাশি এই বাজেট ক্যারিয়ার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)-র কাছে স্বেচ্ছায় দেউলিয়াত্ব সমাধানের প্রক্রিয়ার জন্য একটি আবেদনও দাখিল করেছে এই সংস্থা ।

সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময়, কৌশিক খোনা জানান যে, প্র্যাট অ্যান্ড হুইটনি (পিএন্ডডব্লিউ) ইঞ্জিন সরবরাহ না করার কারণে বিমান সংস্থাটি 28টি বিমানকে গ্রাউন্ডেড করেছে, যা তার বহরের অর্ধেকেরও বেশি । এর ফলে তীব্র তহবিল সংকট দেখা দিয়েছে ।

খোনা বলেন, "এটি একটি দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত (স্বেচ্ছাসেবী দেউলিয়া সমাধান প্রক্রিয়ার জন্য আবেদন করা), কিন্তু এটি কোম্পানির স্বার্থ রক্ষা করার জন্য করা হয়েছে ৷" বিমান সংস্থাটি সরকারকে যাবতীয় গতিবিধি সম্পর্কে জানিয়েছে এবং এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর কাছে এ বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দেবে ।"

আগামী 3 এবং 4 মে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ফ্লাইটগুলি স্থগিত করা হবে বলে জানানো হয়েছে । একবার দিল্লির ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল আবেদনটি স্বীকার করে নিলে, তারপর এই সংস্থার উড়ানগুলি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন গো ফার্স্টের প্রধান কৌশিক খোনা ৷

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে গো ফার্স্টের দুই যাত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল ৷ 6 জানুয়ারির সেই ঘটনায় বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্ত দুই যাত্রীকে ৷

আরও পড়ুন: অভব্য আচরণের অভিযোগ, গো ফার্স্টের বিমান থেকে নামানো হল 2 বিদেশিকে

Last Updated : May 2, 2023, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.