নয়াদিল্লি, 19 জুলাই: সাম্প্রতিক অতীতে লাগাতার বিমান বিভ্রাটের জেরে রবিবার দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে স্পাইসজেটের বিরুদ্ধে ৷ ওইদিনই শারজা-হায়দরাবাদ ইন্ডিগোর আন্তর্জাতিক বিমান জরুরি অবতরণ করে করাচিতে ৷ সেই উদ্বেগের মধ্যেই এবার যান্ত্রিক ত্রুটির কবলে গো-এয়ার ৷ মঙ্গলবার জরুরি অবতরণ করল সংস্থার জোড়া বিমান (Go Air flights grounded after technical glitches on same day) ৷ ইঞ্জিনে ত্রুটির কারণে এদিন মুম্বই থেকে লেহগামী গো-এয়ার এ320 এয়ারক্র্যাফটের বিমান প্রথমে জরুরি অবতরণ করে দিল্লি বিমানবন্দরে ৷
পরবর্তীতে এ320 এয়ারক্র্যাফটেরই শ্রীনগর-দিল্লি বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় শ্রীনগর বিমানবন্দরে ফিরে আসে ৷ কারণ ভিন্ন হলেও জোড়া বিমানের জরুরি অবতরণের ক্ষেত্রেই ইঞ্জিন বিকল হওয়ার তথ্য সামনে এসেছে ৷ উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টরেট জেনারেল জোড়া ঘটনার তদন্ত শুরু করেছে ৷ নিয়ন্ত্রণাধীন সংস্থার অনুমতি না-পাওয়া পর্যন্ত বিমান দু'টি পুনরায় আকাশে উড়তে পারবে না ৷
এদিকে লাগাতার বিমান পরিবহণ সংস্থাগুলো যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হতে থাকায় নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও ৷ সোমবারই সমস্ত বিমান পরিবহণ সংস্থাগুলোর সিইও-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে প্রত্যেক সংস্থার জন্য বরাদ্দ ছিল 30 মিনিট করে ৷ সেখানে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে ৷ ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে ৷