নয়াদিল্লি, 15 অক্টোবর: ওয়ার্ল্ড হাঙ্গার ইনডেক্স (GHI) বা বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় 121টি দেশের মধ্যে ভারতের স্থান 107 নম্বরে (India Ranks 107 out of 121 Countries in GHI) ৷ এর মাধ্যমে গোটা পৃথিবীর বিভিন্ন আঞ্চলের ক্ষুধার্ত মানুষদের সংখ্যা-সহ বিভিন্ন তথ্য জানা যায় ৷ এই তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ভারতের থেকে খারাপ পরিস্থিতি একমাত্র আফগানিস্তানে ৷ তাদের অবস্থান 109 নম্বরে ৷
প্রসঙ্গত, ক্ষুধা সূচক (Global Hunger Index 2022) নির্ধারণ হয় চারটি উপাদান সূচকের মানের উপর ভিত্তি করে ৷ অপুষ্টি (Malnutrition), শিশুদের উচ্চতা, শিশুদের রোগা হওয়া এবং শিশুমৃত্যুর হার থেকে গোটা বিষয়টি ব্যাখ্যা করা হয় । জিএইআর বা বিশ্ব ক্ষুধা সূচকের মাত্রা 100-পয়েন্ট স্কেলে গণনা করা হয় যা ক্ষুধার পরিস্থিতিকে নির্ণয় করে ৷ যেখানে শূন্যকে সেরা ধরা হয় ৷ কিন্তু, এখানে ভারতে ক্ষুধা সূচকে সেই মাত্রা 29.1 ৷ যা গুরুতর বলে বিবেচিত হয় বিশ্ব ক্ষুধা সূচকে ৷ দক্ষিণ এশিয়ার দেশ হিসাবে ভারতের থেকে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান 99, বাংলাদেশ 84, নেপাল 81 এবং শ্রীলঙ্কা 64 ৷ চিন 1 থেকে 17 ব়্যাঙ্কের দেশগুলির মধ্যে রয়েছে ৷ এই ব়্যাঙ্কের মধ্যে থাকা দেশগুলির ক্ষুধা সূচকের মাত্রা 1-5 এর মধ্যে থাকে ৷
আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশেরও পেছনে ভারত, মোদিকে কটাক্ষ সিবালের