ETV Bharat / bharat

Love Story in Load-shedding: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকের সঙ্গে অভিসারে তরুণী, ধরা পড়তেই চলল গণধোলাই - ট্রান্সফরমারের তার কেটে

অন্ধকারে প্রেম করবে তারা দু'জন ৷ তাতে কি বিদ্যুৎ বাধা হতে পারে ! তাই রোজ রাতে ট্রান্সফরমারের তার কেটে দিতেন প্রেমিকা ৷ তারপর চলত তাঁদের প্রেম পর্ব ৷ একদিন ধরা পড়লেন গ্রামবাসীদের হাতে, তারপর...

Love Story
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম
author img

By

Published : Jul 18, 2023, 12:43 PM IST

Updated : Jul 18, 2023, 1:53 PM IST

বেতিয়া (বিহার), 18 জুলাই: প্রেমের পথে বাধা পরিবার নয়, বরং বিদ্যুৎ ৷ তাই প্রেমিকের সঙ্গে দেখা করতে অভিনব পন্থা অবলম্বন করলেন এক তরুণী ৷ সন্ধে হলেই সারা গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন তিনি ৷ তারপরে চুপিসারে রাতের অন্ধকারে চলত প্রেমিকের সঙ্গে দেদার প্রেম ৷ তবে একদিন পড়লেন গ্রামবাসীদের হাতে ধরা ৷ এরপর চলল গাছে বেঁধে যুগলকে গণধোলাই ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ঘটনাটি বিহারের বেতিয়া জেলার নওতান থানা এলাকার একটি গ্রামের ৷ জানা গিয়েছে, ওই গ্রামে কয়েকদিন ধরে প্রায় রোজ রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত ৷ এই বস্তাপচা গরমে গ্রামবাসীরা বুঝে উঠতে পারত না কেন এমনটা হচ্ছে ৷ তারা এর জন্য বিদ্যুৎ দফতরকেই দুষত ৷ তবে গ্রামবাসীরা প্রায়শই দেখত ট্রান্সফরমারের তার কাটা ৷ এরপরেই এর কারণ খুঁজতে শুরু করল এলাকাবাসীরা ৷ সেসময় একদিন তরুণী ফের ট্রান্সফরমারের তার কেটে গেলেন প্রেমিকের সঙ্গে অভিসারে ৷ বেশ আর রক্ষে নেই ৷ হাতেনাতে তাঁদের ধরে ফেললেন গ্রামবাসীরা ৷ গরমের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম করা ! গ্রামবাসীরা যুগলকে ধরে চলল মারধর।

গ্রামবাসীদের অভিযোগ, তারা যুগলকে আপত্তিকর অবস্থায় ধরেছে ৷ মেয়েটির কারণে পুরো গ্রামের ভোগান্তি হয়েছে । এই গরমে তাদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছে ৷ এমনকী চারিদিক অন্ধকারে থাকার ফলে গ্রামে প্রায়শই ঘটছে চুরির ঘটনা । গ্রাম থেকে এখন পর্যন্ত দু'টি বাইক, অনেক ছাগল ও মোটর চুরি হয়ে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি ।

আরও পড়ুন: বর্ধমানের সংশোধনাগারে আলাপ থেকে প্রেম, প্যারোলে হল বিয়ে; এবার মুক্তির অপেক্ষায় বন্দি দম্পতি

মারধরের ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা যুবক ও তরুণীকে বেল্ট দিয়ে মারধর করছে । এই মারধরের প্রতিবাদ করেন মেয়েটি ৷ তিনি হুমকি দেন প্রশাসনের দ্বারস্থ হওয়ার ৷ তারপর মোবাইল নিয়ে কাউকে ফোন করার ভান করে তরুণী । এরপরে তাঁদেরকে আরও মারধর করা হয় ৷ ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার খবর গিয়ে পৌঁছয় পুলিশের কাছে ৷ তারা তৎপর হয়ে ওঠে । নওতান থানার পুলিশ এয়ে যুগলকে উদ্ধার করে এবং তাঁদের নিয়ে থানায় পৌঁছয় । যুবক ও তরুণীর পরিবারকে ডেকে পাঠানো হয় ৷ উভয়পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে ঠিক হয়েছে ৷ এরপরেই পুলিশ হেফাজতে নেওয়া যুগলকে ছেড়ে দেয় । বিষয়টি মিটমাট হয়ে গেলেই ভাইরাল ভিডিয়োর জেরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

বেতিয়া (বিহার), 18 জুলাই: প্রেমের পথে বাধা পরিবার নয়, বরং বিদ্যুৎ ৷ তাই প্রেমিকের সঙ্গে দেখা করতে অভিনব পন্থা অবলম্বন করলেন এক তরুণী ৷ সন্ধে হলেই সারা গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন তিনি ৷ তারপরে চুপিসারে রাতের অন্ধকারে চলত প্রেমিকের সঙ্গে দেদার প্রেম ৷ তবে একদিন পড়লেন গ্রামবাসীদের হাতে ধরা ৷ এরপর চলল গাছে বেঁধে যুগলকে গণধোলাই ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ঘটনাটি বিহারের বেতিয়া জেলার নওতান থানা এলাকার একটি গ্রামের ৷ জানা গিয়েছে, ওই গ্রামে কয়েকদিন ধরে প্রায় রোজ রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত ৷ এই বস্তাপচা গরমে গ্রামবাসীরা বুঝে উঠতে পারত না কেন এমনটা হচ্ছে ৷ তারা এর জন্য বিদ্যুৎ দফতরকেই দুষত ৷ তবে গ্রামবাসীরা প্রায়শই দেখত ট্রান্সফরমারের তার কাটা ৷ এরপরেই এর কারণ খুঁজতে শুরু করল এলাকাবাসীরা ৷ সেসময় একদিন তরুণী ফের ট্রান্সফরমারের তার কেটে গেলেন প্রেমিকের সঙ্গে অভিসারে ৷ বেশ আর রক্ষে নেই ৷ হাতেনাতে তাঁদের ধরে ফেললেন গ্রামবাসীরা ৷ গরমের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম করা ! গ্রামবাসীরা যুগলকে ধরে চলল মারধর।

গ্রামবাসীদের অভিযোগ, তারা যুগলকে আপত্তিকর অবস্থায় ধরেছে ৷ মেয়েটির কারণে পুরো গ্রামের ভোগান্তি হয়েছে । এই গরমে তাদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছে ৷ এমনকী চারিদিক অন্ধকারে থাকার ফলে গ্রামে প্রায়শই ঘটছে চুরির ঘটনা । গ্রাম থেকে এখন পর্যন্ত দু'টি বাইক, অনেক ছাগল ও মোটর চুরি হয়ে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি ।

আরও পড়ুন: বর্ধমানের সংশোধনাগারে আলাপ থেকে প্রেম, প্যারোলে হল বিয়ে; এবার মুক্তির অপেক্ষায় বন্দি দম্পতি

মারধরের ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রামবাসীরা যুবক ও তরুণীকে বেল্ট দিয়ে মারধর করছে । এই মারধরের প্রতিবাদ করেন মেয়েটি ৷ তিনি হুমকি দেন প্রশাসনের দ্বারস্থ হওয়ার ৷ তারপর মোবাইল নিয়ে কাউকে ফোন করার ভান করে তরুণী । এরপরে তাঁদেরকে আরও মারধর করা হয় ৷ ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার খবর গিয়ে পৌঁছয় পুলিশের কাছে ৷ তারা তৎপর হয়ে ওঠে । নওতান থানার পুলিশ এয়ে যুগলকে উদ্ধার করে এবং তাঁদের নিয়ে থানায় পৌঁছয় । যুবক ও তরুণীর পরিবারকে ডেকে পাঠানো হয় ৷ উভয়পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে ঠিক হয়েছে ৷ এরপরেই পুলিশ হেফাজতে নেওয়া যুগলকে ছেড়ে দেয় । বিষয়টি মিটমাট হয়ে গেলেই ভাইরাল ভিডিয়োর জেরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

Last Updated : Jul 18, 2023, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.