ETV Bharat / bharat

Crime Against Women: প্রেমিকার 'প্ররোচনা'য় স্ত্রীকে বেধড়ক মার, ভিডিয়ো কলে সব দেখলেন তরুণী ! - উত্তরপ্রদেশ

প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কল (Video Call) করতে করতেই স্ত্রীকে বেধড়ক মার (Husband is allegedly beating Wife) ! প্রেমিকার প্ররোচনাতেই এমন কাণ্ড বলে অভিযোগ ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরা (Agra) শহরের ঘটনা ৷

Girlfriend allegedly advised man to beat wife over Video Call
Crime Against Women: প্রেমিকার 'প্ররোচনা'য় স্ত্রীকে বেধড়ক মার, ভিডিয়ো কলে সব দেখলেন প্রেমিকা !
author img

By

Published : Nov 25, 2022, 1:50 PM IST

আগরা, 25 নভেম্বর: প্রেমিকা ও তাঁর মায়ের নির্দেশে স্ত্রীকে বেধড়ক মারধর (Husband is allegedly beating Wife) ! অন্যদিকে, ভিডিয়ো কলে (Video Call) পুরো ঘটনার সাক্ষী থাকলেন অভিযুক্ত ব্যক্তির প্রেমিকা ! এমনটাই দাবি করেছেন এক মহিলা ৷ ঘটনাটি (Crime Against Women) ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায় (Agra) ৷

অভিযোগকারিণী তাঁর অভিযোগপত্রে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামীর নাম রবিন ৷ তাঁদের বিয়ের বয়স 10 বছর ৷ সুখের সংসার বলতে যা বোঝায়, এতদিন সেটাই দেখে এসেছেন ওই মহিলা ৷ ছন্দপতন হয় কিছুদিন আগে ৷ হরিপর্বতের বাসিন্দা এক মহিলার সঙ্গে আলাপ হয় রবিনের ৷ ওই মহিলা ব্যক্তিগত কারণে রবিনের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার চান ৷ রবিন তাঁকে সেই টাকা দিয়েও দেন ৷

আরও পড়ুন: সন্তানদের বিষ সৎ মায়ের ! মৃত এক ছেলে, আশঙ্কাজনক অপরজন

অভিযোগকারিণীর দাবি, এই ঘটনার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয় ৷ হরিপর্বতের বাসিন্দা ওই মহিলা নিয়মিত রবিনকে ফোন করতে শুরু করেন ৷ পরবর্তীতে শুরু হয় ভিডিয়ো কল ৷ এরপর ওই মহিলা রবিনকে তাঁর সঙ্গে থাকতে বলেন ৷ রবিনকে মহিলা বলেন, তিনি যেন তাঁর স্ত্রী ও মেয়েদের ছেড়ে বোধা এলাকায় ঘরভাড়া নিয়ে তাঁর সঙ্গে থাকেন ৷

রবিনের স্ত্রী এর বিরোধিতা করতেই শুরু হয় মারধর ৷ ক্রমশ অত্যাচার বাড়তে থাকে ৷ অভিযোগকারিণীর দাবি, মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত হয়ে পড়েন তাঁর স্বামী ৷ প্রেমিকা ও তাঁর মায়ের নির্দেশে মোবাইলের ক্যামেরার সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর করেন ৷ সেই নিগ্রহ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন প্রেমিকা ও তাঁর মা ! এমনকী, স্ত্রী ও মেয়েদের টাকাপয়সা দেওয়াও বন্ধ করেন দেন রবিন ৷ এরপর একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷

অভিযোগকারিণীর দাবি, তাঁর স্বামীর সঙ্গে যে মহিলার সম্পর্ক রয়েছে, সেই মহিলা ও তাঁর মা এর আগেও অনেককে এভাবে ফাঁসিয়েছেন ৷ মা-মেয়ের ওই জুটি নাকি প্রথমে অবস্থাপন্ন পুরুষদের চিহ্নিত করে ৷ তারপর তাঁদের থেকে নানাভাবে টাকা আদায় করে ৷ এমনকী, 'শিকার' বেঁকে বসলে সেইসব ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তাঁদের বিপদেও ফেলেন মা-মেয়ে ৷ এর আগে এভাবেই বোধা এলাকার এক স্বাস্থ্যকর্মী, এক নাপিত এবং আরও একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরা ! এই ঘটনায় ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত রবিন, তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মাকে গ্রেফতার করা হতে পারে বলে দাবি সূত্রের ৷

আগরা, 25 নভেম্বর: প্রেমিকা ও তাঁর মায়ের নির্দেশে স্ত্রীকে বেধড়ক মারধর (Husband is allegedly beating Wife) ! অন্যদিকে, ভিডিয়ো কলে (Video Call) পুরো ঘটনার সাক্ষী থাকলেন অভিযুক্ত ব্যক্তির প্রেমিকা ! এমনটাই দাবি করেছেন এক মহিলা ৷ ঘটনাটি (Crime Against Women) ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগরায় (Agra) ৷

অভিযোগকারিণী তাঁর অভিযোগপত্রে পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামীর নাম রবিন ৷ তাঁদের বিয়ের বয়স 10 বছর ৷ সুখের সংসার বলতে যা বোঝায়, এতদিন সেটাই দেখে এসেছেন ওই মহিলা ৷ ছন্দপতন হয় কিছুদিন আগে ৷ হরিপর্বতের বাসিন্দা এক মহিলার সঙ্গে আলাপ হয় রবিনের ৷ ওই মহিলা ব্যক্তিগত কারণে রবিনের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার চান ৷ রবিন তাঁকে সেই টাকা দিয়েও দেন ৷

আরও পড়ুন: সন্তানদের বিষ সৎ মায়ের ! মৃত এক ছেলে, আশঙ্কাজনক অপরজন

অভিযোগকারিণীর দাবি, এই ঘটনার পর থেকেই তাঁদের সংসারে অশান্তি শুরু হয় ৷ হরিপর্বতের বাসিন্দা ওই মহিলা নিয়মিত রবিনকে ফোন করতে শুরু করেন ৷ পরবর্তীতে শুরু হয় ভিডিয়ো কল ৷ এরপর ওই মহিলা রবিনকে তাঁর সঙ্গে থাকতে বলেন ৷ রবিনকে মহিলা বলেন, তিনি যেন তাঁর স্ত্রী ও মেয়েদের ছেড়ে বোধা এলাকায় ঘরভাড়া নিয়ে তাঁর সঙ্গে থাকেন ৷

রবিনের স্ত্রী এর বিরোধিতা করতেই শুরু হয় মারধর ৷ ক্রমশ অত্যাচার বাড়তে থাকে ৷ অভিযোগকারিণীর দাবি, মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত হয়ে পড়েন তাঁর স্বামী ৷ প্রেমিকা ও তাঁর মায়ের নির্দেশে মোবাইলের ক্যামেরার সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর করেন ৷ সেই নিগ্রহ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন প্রেমিকা ও তাঁর মা ! এমনকী, স্ত্রী ও মেয়েদের টাকাপয়সা দেওয়াও বন্ধ করেন দেন রবিন ৷ এরপর একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷

অভিযোগকারিণীর দাবি, তাঁর স্বামীর সঙ্গে যে মহিলার সম্পর্ক রয়েছে, সেই মহিলা ও তাঁর মা এর আগেও অনেককে এভাবে ফাঁসিয়েছেন ৷ মা-মেয়ের ওই জুটি নাকি প্রথমে অবস্থাপন্ন পুরুষদের চিহ্নিত করে ৷ তারপর তাঁদের থেকে নানাভাবে টাকা আদায় করে ৷ এমনকী, 'শিকার' বেঁকে বসলে সেইসব ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তাঁদের বিপদেও ফেলেন মা-মেয়ে ৷ এর আগে এভাবেই বোধা এলাকার এক স্বাস্থ্যকর্মী, এক নাপিত এবং আরও একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরা ! এই ঘটনায় ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্ত রবিন, তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মাকে গ্রেফতার করা হতে পারে বলে দাবি সূত্রের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.