মুম্বই, 7 জুন: গার্লস হস্টেলে নিজের ঘর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধে 6 টার দিকে মুম্বইয়ের মেরিন ড্রাইভের সাবিত্রীবাই ফুলে গার্লস হোস্টেলে ৷ মেয়েটির বয়স 19 বছর ৷ সন্দেহের তির হস্টেলের কর্মচারীর দিকে ৷ পরে হস্টেলের কর্মচারীর দেহ উদ্ধার হয় রেলস্টেশন থেকে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷
জানা গিয়েছে, ছাত্রীর ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল । পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে । এ ব্যাপারে মেরিন ড্রাইভ থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে । এসিপি অভিনব দেশমুখ জানিয়েছেন, পুলিশের সন্দেহ অভিযুক্ত হস্টেলেই কর্মরত একজন ব্যক্তি ।
সূত্রের খবর, বাইরে থেকে ঘরে তালা বন্ধ অবস্থায় গলায় ওড়না দিয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । এই ঘটনায় হস্টেলে কর্মরত নিরাপত্তারক্ষী পলাতক । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ফরেনসিক দল ছাত্রীর ঘর থেকে জিনিসপত্র থেকে নমুনা নিয়েছে । এসিপি অভিনব দেশমুখ জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে হোস্টেলে কর্মরত ওই কর্মচারী সন্দেহজনকভাবে নিখোঁজ রয়েছেন । পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত করছে । শিগগিরই তাঁকে গ্রেফতার করে এই খুনের কিনারা করা হবে ।
আরও পড়ুন: ঘর থেকে নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
অন্যদিকে পরে ছাত্রাবাস থেকে পলাতক কর্মচারী ওমপ্রকাশ কানোজিয়াকে চার্নি রোড রেল স্টেশনে মৃত অবস্থায় পাওয়া যায় । তিনি ধরা পড়ার ভয়ে লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের সন্দেহ ৷ ওমপ্রকাশ উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি ওই মেয়েদের হোস্টেলে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন ৷ তাঁর দেহ সনাক্ত করতে হাসপাতালে পৌঁছেছেন ওমপ্রকাশ কানোজিয়ার আত্মীয়রা। ছাত্রী ও ব্যক্তির মৃত্যুতে সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত করছে ৷