জম্মু, 6 নভেম্বর: সেনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ জম্মু-কাশ্মীরের কলেজ পড়ুয়া ছাত্রীদের ৷ রবিবার এখানকার ডোডা জেলায় অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেনার তরফে ৷ এই প্রদর্শনী দেখতে এসেই দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে কলেজ পড়ুয়ারা (girl students want to join Army) ৷
উপত্যকার তরুণ প্রজন্মকে দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে উৎসাহ দিতে এদিন সেনার ডেল্টা ফোর্সের তরফে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ সেনার দাবি, এই প্রদর্শনীতে এসে বাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে চেনাব ভ্যালি অঞ্চলের কলেজ পড়ুয়া তরুণীরা ৷ ইরতিকা বানু নামে 13 বছরের এক পড়ুয়া জানিয়েছে, প্রদর্শনীতে এসে ও আগ্নেয়াস্ত্রগুলি চোখের সামনে দেখে তার ভালো লেগেছে ৷ দেশকে রক্ষা করতে ভবিষ্যতে সেনায় যোগদানের ইচ্ছে তার (Jammu and Kashmir college students) ৷
আরও পড়ুন: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির
এদিন চেনাব ভ্যালির ডোডা, রামবান, কিস্তওয়ারের মতো এলাকা ও উধমপুর, রাজৌরি, পুঞ্জ ও জম্মুর 12টি কলেজ থেকে 275 জন কলেজ ছাত্রী এই প্রদর্শনী দেখতে আসে (weapon display by Indian Army) ৷ প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা সেনায় যোগ দিতে বেশি উৎসাহী বলে দাবি করেছে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ ৷ ছাত্রীরা জানিয়েছে, আগে তারা ভাবত সেনায় শুধুমাত্র ছেলেরাই যোগ দিতে পারে ৷ কিন্তু এই প্রদর্শনীতে এসে তাদের সেই ধারণা ভেঙে গিয়েছে ৷ দেশের সেবায় তারাও সেনা বাহিনীতে যোগ দিতে চায় ৷