জামনগর, 4 জুন: ব্যর্থ হল দীর্ঘ 21 ঘণ্টার চেষ্টা । কুয়োয় পড়ে যাওয়া 3 বছরের শিশুকন্যাকে জীবিত উদ্ধার করা গেল না। শেষমেশ উদ্ধার হল তার নিথর দেহ। রবিবার এই ঘটনাটি ঘটেছে গুজরাতের জামনগর জেলার তামাচান গ্রামে ৷ স্থানীয় সূত্রে প্রশাসন জানতে পেরেছে, শনিবার সকাল 9টা নাগাদ তামাচান গ্রামের একটি ক্ষেতের মাঝে থাকা কুয়োতে পড়ে যায় শিশুটি ৷ খবর পেয়ে প্রথমে দমকল এবং পরবর্তী সময়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে ৷ কিন্তু এতকিছু করেও শেষরক্ষা হল না। শিশুটিকে জীবিত উদ্ধার করতে পারলেন না উদ্ধারকারীরা ৷
উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ক্ষেতের মধ্যে থাকা কুয়োটি অনেকটাই গভীর ছিল ৷ আর শিশুটি প্রায় 20 ফুট নিচে গিয়ে আটকে যায় ৷ পাশপাশি কুয়োটির ব্যাস বা চওড়ায় সরু হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয় ৷ তাই আর্থমুভার দিয়ে মাটি কেটে তাকে উদ্ধারের কাজ শুরু করে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ প্রথমদিকে উদ্ধারকারী দল কুয়োয় শিশুর হাত দেখতে পেয়েছিল ৷ তাকে বাঁচিয়ে রাখার জন্য সেই ফাঁক দিয়েই অক্সিজেন সাপ্লাই করা হয় ৷ এমনকী শিশুটিকে উদ্ধার করতে রোবটের সাহায্য নিয়েছিল এনডিআরএফ ৷ পরে সেনাও সেখানে পৌঁছায় ৷ তবে কাজে এল না কোনও চেষ্টাই।
আরও পড়ুন: সন্তানদের বাঁচাতে কুয়োয় ঝাঁপ মহিলার, মধ্যপ্রদেশ মৃত দুই শিশু-সহ 3
সেনা ও এনডিআরএফ যৌথভাবে শেষ পর্যন্ত কাজ করে যায় শিশুকন্যাকে উদ্ধার করতে ৷ আর্থমুভার গিয়ে কুয়োর পাশে মাটি খোঁড়া শুরু করে উদ্ধারকারী দল ৷ শনিবার সকাল থেকে শুরু হওয়া উদ্ধারকাজ রাতভর চলে ৷ জানা গিয়েছে 21 ঘণ্টার বেশি সময় ধরে ওই কুয়োর ভিতরে শিশুটি আটকে ছিল ৷ সকালে যখন শিশুটিকে উদ্ধার করা হয়, ততক্ষণে সে মারা গিয়েছে ৷ ঘটনাস্থলেও মেডিক্যাল টিমকে তৈরি রাখা হয়েছিল ৷