ETV Bharat / bharat

Ghulam Nabi Azad on Rahul: রাহুলের সাংসদ পদ বাতিল করা ঠিক হয়নি, সরব গুলাম নবি আজাদ - Ghulam Nabi Azad reacts on Rahul Gandhi

ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পর শুক্রবার খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধির সাংসদ পদ ৷ রাহুলের পদ খারিজের সিদ্ধান্ত ভুল বলে রবিবার মন্তব্য করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 26, 2023, 9:03 PM IST

কাঠুয়া (জম্মু-কাশ্মীর), 26 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল নিয়ে মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন রাহুলের পদ বাতিলের সিদ্ধান্ত সঠিক নয় ৷ দেশের গণতন্ত্রের পক্ষে এই ধরণের পদক্ষেপ শুভ বার্তা দেয় না ৷ এভাবে রাহুলের পদ বাতিলের আগে তাঁকে আইনের সবরকম সাহায্য নিতে দেওয়া উচিত ছিল বলে মনে করেন আজাদ (Ghulam Nabi Azad) ৷

গত বছরই কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি নামে নিজের আলাদা দল তৈরি করেছেন আজাদ ৷ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমি এর বিরুদ্ধে ৷ রাহুল গান্ধি হোন, লালুপ্রসাদ যাদব হোন বা অন্য কোনও সাংসদ বা বিধায়ক ৷ একজন বিচারক রায় দিচ্ছেন আর পরের দিনই একজন বিধায়ক বা সাংসদের পদ চলে যাচ্ছে, এ ধরণের পদক্ষেপ স্বাভাবিক ন্যায় বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী ৷ "

রাহুলের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করে আজাদের আরও দাবি, আগে নিয়ম ছিল যতক্ষণ না পর্যন্ত অন্তিম অইনি লড়াই পর্যন্ত একজন জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাঁর পদ বাতিল করা যায় না ৷ সর্বোচ্চ আদালতে যাওয়ার আগেও অনেক পদক্ষেপ করতে হয় ৷ এটা গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয় ৷ এভাবে চলতে থাকলে একদিন গোটা সাংসদ ও বিধানসভাগুলি খালি হয়ে যাবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রাক্তন এই কংগ্রেস নেতা (Rahul Gandhi disqualification) ৷

আরও পড়ুন: করণ জোহরের ফিল্মে অভিনয় শুরু করা উচিত গান্ধি পরিবারের, কটাক্ষ বিবেকের

উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ নীরব মোদি, ললিত মোদির প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন,"কেন সব চোরেদের পদবী মোদি হয় ৷" প্রায় 4 বছর আগে করা এই মন্তব্যের কারণেই বিপাকে পড়েছেন রাহুল ৷ ফৌজদারি মানহানি মামলায় বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের এক নিম্ন আদালত ৷ 2 বছর কারাদণ্ডের নির্দেশ হয় তাঁর ৷ এরপরেই জনপ্রতিনিধিত্ব আইন মেনে শুক্রবার তাঁর লোকসভার সদস্য পদ কেড়ে নেন স্পিকার ওম বিড়লা ৷ এই রায়ের ফলে কারাদণ্ডের 2 বছর ও তার পরের 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রাহুল গান্ধি ৷

কাঠুয়া (জম্মু-কাশ্মীর), 26 মার্চ: রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল নিয়ে মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ৷ জম্মু-কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন রাহুলের পদ বাতিলের সিদ্ধান্ত সঠিক নয় ৷ দেশের গণতন্ত্রের পক্ষে এই ধরণের পদক্ষেপ শুভ বার্তা দেয় না ৷ এভাবে রাহুলের পদ বাতিলের আগে তাঁকে আইনের সবরকম সাহায্য নিতে দেওয়া উচিত ছিল বলে মনে করেন আজাদ (Ghulam Nabi Azad) ৷

গত বছরই কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি নামে নিজের আলাদা দল তৈরি করেছেন আজাদ ৷ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমি এর বিরুদ্ধে ৷ রাহুল গান্ধি হোন, লালুপ্রসাদ যাদব হোন বা অন্য কোনও সাংসদ বা বিধায়ক ৷ একজন বিচারক রায় দিচ্ছেন আর পরের দিনই একজন বিধায়ক বা সাংসদের পদ চলে যাচ্ছে, এ ধরণের পদক্ষেপ স্বাভাবিক ন্যায় বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী ৷ "

রাহুলের সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করে আজাদের আরও দাবি, আগে নিয়ম ছিল যতক্ষণ না পর্যন্ত অন্তিম অইনি লড়াই পর্যন্ত একজন জনপ্রতিনিধি দোষী সাব্যস্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাঁর পদ বাতিল করা যায় না ৷ সর্বোচ্চ আদালতে যাওয়ার আগেও অনেক পদক্ষেপ করতে হয় ৷ এটা গণতন্ত্রের পক্ষে ভালো লক্ষণ নয় ৷ এভাবে চলতে থাকলে একদিন গোটা সাংসদ ও বিধানসভাগুলি খালি হয়ে যাবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রাক্তন এই কংগ্রেস নেতা (Rahul Gandhi disqualification) ৷

আরও পড়ুন: করণ জোহরের ফিল্মে অভিনয় শুরু করা উচিত গান্ধি পরিবারের, কটাক্ষ বিবেকের

উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ নীরব মোদি, ললিত মোদির প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন,"কেন সব চোরেদের পদবী মোদি হয় ৷" প্রায় 4 বছর আগে করা এই মন্তব্যের কারণেই বিপাকে পড়েছেন রাহুল ৷ ফৌজদারি মানহানি মামলায় বৃহস্পতিবার তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের এক নিম্ন আদালত ৷ 2 বছর কারাদণ্ডের নির্দেশ হয় তাঁর ৷ এরপরেই জনপ্রতিনিধিত্ব আইন মেনে শুক্রবার তাঁর লোকসভার সদস্য পদ কেড়ে নেন স্পিকার ওম বিড়লা ৷ এই রায়ের ফলে কারাদণ্ডের 2 বছর ও তার পরের 6 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রাহুল গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.