নয়াদিল্লি, 2 মার্চ: কর ফাঁকি ও অসাধুভাবে শেয়ার বাজার নিয়ন্ত্রণ-সহ একাধিক অভিযোগ উঠেছে শিল্পপতি গৌতম আদানি এবং তাঁর সংস্থা আদানি গ্রুপের বিরুদ্ধে ৷ হিন্ডেনবার্গের সেই রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সুপ্রিম কোর্টের এই রায়কে বৃহস্পতিবার স্বাগত জানিয়েছেন গৌতম আদানি (Gautam Adani Welcomes Supreme Court Investigation Orders) ৷ টুইটে তিনি লিখেছেন, সঠিক সময়ে তদন্তের মাধ্যমে সত্যিটা সামনে আসবে ৷
এদিন গৌতম আদানি তাঁর টুইটে লেখেন, ‘‘মাননীয় সুপ্রিম কোর্টের রায়কে আদানি গ্রুপ স্বাগত জানায় ৷ এটা সঠিক সময়ে তদন্তের মাধ্যমে সত্যিটাকে সামনে নিয়ে আসবে ৷ সত্যের জয় হবেই ৷’’ এদিন সুপ্রিম কোর্টে ভারতের বাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা সেবি-কে 2 মাসের মধ্যে তদন্ত করে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের আনা অভিযোগের সত্যতা যাচাই করতে বলা হয়েছে ৷ এমনকি 6 সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷
এই কমিটি শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মবিধিগুলিকে পর্যালোচনা করবে ৷ সেই সঙ্গে হিন্ডেনবার্গের অভিযোগ অনুযায়ী, আদানি গোষ্ঠী শেয়ার বাজারকে বেআইনিভাবে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, তার তদন্তও করবে এই 6 সদস্যের বিচারবিভাগীয় কমিটি ৷ সুপ্রিম কোর্ট এই কমিটির নেতৃত্বে রেখেছেন শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এএম সাপরে ৷ তাঁর নেতৃত্বেই শেয়ার বাজারের কাজের ধরন ও তার নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রক্রিয়া খতিয়ে দেখা হবে ৷ এই কমিটি আদানি গ্রুপের শেয়ার নিয়ন্ত্রণে হাত ছিল কি না, এবং আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ারের পতন নিয়েও তদন্ত করবে প্রাক্তন বিচারপতি এএম সাপরের কমিটি ৷
আরও পড়ুন: আদানি ইস্যুতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, দু’মাসের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি বি পারদিওয়ালা জানিয়েছেন, প্যানেলের কাজ হবে বর্তমান পরিস্থিতিকে বিচার করে সঠিক পরামর্শ দান করা ৷ যাতে বিনিয়োগকারীরা সতর্ক হতে পারেন এবং শেয়ার বাজারের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাকে আরও পোক্ত করা যেতে পারে ৷ আর বিচারবিভাগীয় তদন্ত কমিটিকে সবরকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে সেবি চেয়ারপার্সনকে ৷