নয়াদিল্লি, 22 মার্চ : করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ় দেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ আজ কেন্দ্রের তরফে এ নিয়ে একটি নির্দেশিকা প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারের কাছে পাঠানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, এখন থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ় দেওয়ার 6-8 সপ্তাহ পরে গিয়ে দ্বিতীয় ডোজ় দিতে হবে ৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনিজ়েশনের দুই সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মতো এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে এও বলা হয়েছে, এতে করে ভ্যাকসিনের থেকে শরীরে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় ৷
প্রসঙ্গত, এখনও পর্যন্ত যত জনকে কোভিশিল্ডের ডোজ় দেওয়া হয়েছে, তাঁদের প্রথম ডোজ়ের পর দ্বিতীয় ডোজ় 28 দিনের মাথায় দেওয়া হয়েছে ৷ দীর্ঘদিনের বৈজ্ঞানিক গবেষণার পরিপ্রেক্ষিতে, কোভিশিল্ডের দু’টি ডোজ়ের মধ্যে এই সময়ের ব্যবধানে মান্যতা দিয়েছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনিজ়েশন ৷ পরবর্তীকালে করোনার জন্য জাতীয় বিশেষজ্ঞ প্রতিষেধক কমিটি তাদের কুড়ি তম বৈঠকে 6-8 সপ্তাহের এই ব্যবধানে ছাড়পত্র দিয়েছে ৷ যার পরেই বিশেজ্ঞদের নিয়ে তৈরি প্যানেল কোভিশিল্ডের প্রথম ডোজ়ের পর দ্বিতীয় ডোজ়ের মধ্য়ে ব্যবধান 6-8 সপ্তাহ করার নির্দেশ দিয়েছে ৷ যা আগে 4-6 সপ্তাহ ছিল ৷
আরও পড়ুন :কোভিশিল্ডের কারণেই মৃত্যু ? খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর
পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক এও স্পষ্ট করে দিয়েছে, যে এই সময়ের ব্যবধান কেবলমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে নয় ৷ রাজ্য় এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনের কাছে নির্দেশিকায় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ‘‘বৈজ্ঞানিক গবেষণার পর বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, 6-8 সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় নিলে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় ৷ তবে, সেটা কখনই 8 সপ্তাহ যাতে না পেরিয়ে যায়, তা খেয়াল রাখতে হবে ৷’’ বিশেষজ্ঞ কমিটির এই সুপারিশকে গুরুত্ব দিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব ৷ পাশাপাশি কোভ্যাক্সিনের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজ়ের মাঝের সময়সীমা 28 দিনই থাকবে ৷