ETV Bharat / bharat

Ganga Vilas Cruise: কম জলে মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস

গঙ্গা বিলাস ক্রুজ (Ganga Vilas Cruise) ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) 13 জানুয়ারি বারাণসী থেকে অই প্রমোদতরীর সূচনা করেছিলেন ৷ সোমবার বিহারের ছাপরা মাঝগঙ্গায় ওই প্রমোদতরী আটকে যায় ৷ জল কম থাকায় তা তীরে পৌঁছাতে পারেনি ।

Ganga Vilas Cruise
Ganga Vilas Cruise
author img

By

Published : Jan 16, 2023, 7:01 PM IST

কম জলে মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস

ছাপরা (বিহার), 16 জানুয়ারি: গত শুক্রবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে রওনা দিয়েছে গঙ্গা বিলাস ক্রুজ ৷ বিলাসবহুল এই প্রমোদতরী চড়ে পর্যটকদের আজ, সোমবার বিহারের ছাপড়ার ডরি গঞ্জের প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ চিরন্দের ধ্বংসাবশেষ (Chirand Archaeological Site) দেখার কথা ছিল ৷ কিন্তু ওই স্থানে গঙ্গায় কম জলের কারণে ক্রুজটি মাঝখানে আটকে যায় (Ganga Vilas Cruise Stuck in chapra Bihar) ৷ ফলে তা আর তীরে পৌঁছাতে পারেনি। তার পর ওই প্রমোদতরী মাঝগঙ্গাতেই নোঙর করে দেওয়া হয় ৷

মোটর বোটের মাধ্যমে পর্যটকরা তীরে আসেন: ক্রুজ পাড়ে আসতে না পারায় বিদেশি পর্যটকদের ছোট মোটর বোটের মাধ্যমে তীরে নিয়ে আসা হয় এবং প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ চিরন্দের ধ্বংসাবশেষ দেখানো হয় ৷ এই সময় স্থানীয় লোকজন গানের সুরে পর্যটকদের স্বাগত জানান । এর পরে সমস্ত পর্যটক ক্রুজে ফিরে আসেন । এই গঙ্গা বিলাসের প্রথম সফরে সুইজারল্যান্ডের 32 জন পর্যটক বারাণসী থেকে ডিব্রুগড় যাত্রা উপভোগ করছেন ।

বহু মানুষের ভিড়: এর আগে গঙ্গা বিলাস ক্রুজ ছাপরার ডোরিগঞ্জ চিরন্দ ঘাটের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ নিজেদের মতো করে স্বাগত জানান । ফুলের মালা দিয়ে ও ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় পর্যটকদের । ক্রুজ দেখতে শত শত স্থানীয় মানুষ ঘাটে উপস্থিত ছিলেন । সরকারি আধিকারিক থেকে শুরু করে বিজেপি কর্মী, স্কুলের ছেলেমেয়েদের মধ্যেও এই ক্রুজটি দেখতে প্রচুর উৎসাহ ছিল । এই ক্রুজটি ডোরিগঞ্জ চিরন্দ ঘাট হয়ে গিয়েছে ৷ যদিও এটির এখানে আনুষ্ঠানিক স্টপেজ ছিল না ।

50টি জায়গায় ক্রুজ থামবে: এই ক্রুজ থেকে 32 হাজার 100 কিলোমিটারের যাত্রাপথ প্রায় 51 দিনে শেষ করবে ৷ এটির দৈর্ঘ্য় 62.5 মিটার এবং 12.8 মিটার চওড়া ৷ এই প্রমোদতরীতে 40 হাজার লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে ৷ জলের ট্যাঙ্ক 60 হাজার লিটারের ৷ বক্সারের সুলতানপুর, ছাপরা, পটনা, মুঙ্গের এবং ভাগলপুর, বাংলা থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড় পৌঁছাবে ৷ এই যাত্রাপথে 50টি স্থানে থামার কথা রয়েছে এই ক্রুজের ৷

গঙ্গা বিলাস ক্রুজ সুবিধা: গঙ্গা বিলাসে 18টি কক্ষ এবং খোলা জায়গার বারান্দা, 40 আসনের রেস্টুরেন্ট রুম এবং স্টাডি রুম, এসি ইন্টারনেট গ্রুপ, স্পায়ের সুবিধা ও সেলুন রয়েছে । এছাড়া রোজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷

আরও পড়ুন: গঙ্গা বিলাসের প্যাকেজগুলি কী কী ? কোথায় ভ্রমণে কত খরচ ?

কম জলে মাঝগঙ্গায় আটকে গেল গঙ্গা বিলাস

ছাপরা (বিহার), 16 জানুয়ারি: গত শুক্রবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে রওনা দিয়েছে গঙ্গা বিলাস ক্রুজ ৷ বিলাসবহুল এই প্রমোদতরী চড়ে পর্যটকদের আজ, সোমবার বিহারের ছাপড়ার ডরি গঞ্জের প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ চিরন্দের ধ্বংসাবশেষ (Chirand Archaeological Site) দেখার কথা ছিল ৷ কিন্তু ওই স্থানে গঙ্গায় কম জলের কারণে ক্রুজটি মাঝখানে আটকে যায় (Ganga Vilas Cruise Stuck in chapra Bihar) ৷ ফলে তা আর তীরে পৌঁছাতে পারেনি। তার পর ওই প্রমোদতরী মাঝগঙ্গাতেই নোঙর করে দেওয়া হয় ৷

মোটর বোটের মাধ্যমে পর্যটকরা তীরে আসেন: ক্রুজ পাড়ে আসতে না পারায় বিদেশি পর্যটকদের ছোট মোটর বোটের মাধ্যমে তীরে নিয়ে আসা হয় এবং প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ চিরন্দের ধ্বংসাবশেষ দেখানো হয় ৷ এই সময় স্থানীয় লোকজন গানের সুরে পর্যটকদের স্বাগত জানান । এর পরে সমস্ত পর্যটক ক্রুজে ফিরে আসেন । এই গঙ্গা বিলাসের প্রথম সফরে সুইজারল্যান্ডের 32 জন পর্যটক বারাণসী থেকে ডিব্রুগড় যাত্রা উপভোগ করছেন ।

বহু মানুষের ভিড়: এর আগে গঙ্গা বিলাস ক্রুজ ছাপরার ডোরিগঞ্জ চিরন্দ ঘাটের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ নিজেদের মতো করে স্বাগত জানান । ফুলের মালা দিয়ে ও ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় পর্যটকদের । ক্রুজ দেখতে শত শত স্থানীয় মানুষ ঘাটে উপস্থিত ছিলেন । সরকারি আধিকারিক থেকে শুরু করে বিজেপি কর্মী, স্কুলের ছেলেমেয়েদের মধ্যেও এই ক্রুজটি দেখতে প্রচুর উৎসাহ ছিল । এই ক্রুজটি ডোরিগঞ্জ চিরন্দ ঘাট হয়ে গিয়েছে ৷ যদিও এটির এখানে আনুষ্ঠানিক স্টপেজ ছিল না ।

50টি জায়গায় ক্রুজ থামবে: এই ক্রুজ থেকে 32 হাজার 100 কিলোমিটারের যাত্রাপথ প্রায় 51 দিনে শেষ করবে ৷ এটির দৈর্ঘ্য় 62.5 মিটার এবং 12.8 মিটার চওড়া ৷ এই প্রমোদতরীতে 40 হাজার লিটারের জ্বালানি ট্যাঙ্ক রয়েছে ৷ জলের ট্যাঙ্ক 60 হাজার লিটারের ৷ বক্সারের সুলতানপুর, ছাপরা, পটনা, মুঙ্গের এবং ভাগলপুর, বাংলা থেকে বাংলাদেশ হয়ে ডিব্রুগড় পৌঁছাবে ৷ এই যাত্রাপথে 50টি স্থানে থামার কথা রয়েছে এই ক্রুজের ৷

গঙ্গা বিলাস ক্রুজ সুবিধা: গঙ্গা বিলাসে 18টি কক্ষ এবং খোলা জায়গার বারান্দা, 40 আসনের রেস্টুরেন্ট রুম এবং স্টাডি রুম, এসি ইন্টারনেট গ্রুপ, স্পায়ের সুবিধা ও সেলুন রয়েছে । এছাড়া রোজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ৷

আরও পড়ুন: গঙ্গা বিলাসের প্যাকেজগুলি কী কী ? কোথায় ভ্রমণে কত খরচ ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.