ETV Bharat / bharat

Gangrape: রাজস্থানে রতনগড়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ - Gang Rape With Minor Girl

রাজস্থানের রতনগড়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ ৷ অভিযুক্তকে পাঁচজন ৷ চারজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা ৷ মেয়েটি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Gangrape
স্কুলছাত্রীকে গণধর্ষণ
author img

By

Published : Dec 24, 2022, 3:31 PM IST

রতনগড় (রাজস্থান), 24 ডিসেম্বর: টিফিনের সময় স্কুল থেকে বাড়িতে আসার সময় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের রতনগড়ে (Ratangarh Gang Rape) ৷ অভিযোগ, পাঁচজন অভিযুক্ত ওই নাবালিকাকে জানায় যে তার বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ মেয়েটিকে গাড়িতে করে হাসপাতালে যেতে বলে ৷ মেয়েটির তাদের সঙ্গে যায় ৷ তার পর নির্জন এলাকায় গিয়ে ওই পাঁচজন মেয়েটিকে ধর্ষণ করে (Gang Rape With Minor Girl) ৷

এদিকে অভিযুক্তরা যখন মেয়েটিকে নিয়ে যাচ্ছিল, তখন তার ভাই ঘটনাটি দেখে ফেলে । পরে বাড়িতে পৌঁছে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় সে । পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে বছর 15-র ওই নাবালিকার খোঁজ শুরু করেন ৷

পরে নির্যাতিতাকে তার আত্মীয়রা পড়িহার বিমানঘাঁটির কাছে অচেতন অবস্থায় দেখতে পান । তাঁরা নির্যাতিতাকে পড়িহার হাসপাতালে ভর্তি করেন ৷ সেখান থেকে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয় । ওই হাসপাতালে আপাতত মেয়েটি চিকিৎসাধীন ৷ সে এখনও কিছু জানাতে পারেনি ৷ এখনও তার জ্ঞান ফেরেনি ৷

তার কাকার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা নবম শ্রেণির ছাত্রী । নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হবে ৷ তার পরেই ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে ।

অন্যদিকে এই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ যুবকের মধ্যে চার জনকে ধাওয়া করে ধরে ফেলেন পরিবারের সদস্যরা । বর্তমানে চারজনকে পুলিশ আটক করেছে ৷ মেয়েটির কাকার অভিযোগ, অভিযুক্তরা মেয়েটির অশ্লীল ভিডিয়ো তৈরি করে । পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন: কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন ! কাঠগড়ায় 2 নাবালক

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.