সিরোহি, 12 নভেম্বর: সিরোহি এলাকার রোহিদা থানা এলাকায় এক প্রৌঢ়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে (Gang rape incident in Sirohi) । জানা গিয়েছে, চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকে চারজন দুষ্কৃতী ৷ প্রথমে তারা চুরি করে ৷ এরপর প্রৌঢ়ার স্বামীকে বেঁধে তাঁর সামনেই চারজন মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ (Thieves Gangraped in Sirohi)। বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ তৎপর হয় এবং তদন্ত শুরু করে ৷ এই ঘটনায় ইতিমধ্যে তিন অভিযুক্তকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বুধবার রাতের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে (Humanity shamed in Sirohi) ।
ঘটনার পর অভিযুক্তরা প্রৌঢ়ার পরিবারকে হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, যার জেরে ওই দম্পতি দু'দিন ঘর থেকেও বের হননি । দু'দিন পর শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি ।
রোহিদা থানার অফিসার দেবরাম জানান, চারজন দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে ঢোকে ৷ সেখান থেকে তারা প্রথমে রুপোর গহনা এবং নগদ 1 হাজার 400 টাকা নিয়ে যায় । এরপর বাড়িতে উপস্থিত এক প্রৌঢ়াকে তাঁর স্বামীর সামনে গণধর্ষণ করে (Gang of Thieves rape woman) । ঘটনার দু'দিন পর শুক্রবার দম্পতি এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেন । ওই চারজন দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর
সিরোহির পুলিশ সুপার মমতা গুপ্তা, ডিএসপি জেঠুসিংহ কার্নোট এবং স্টেশন অফিসার দেবরাম মে জাবতা ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেন । একইসঙ্গে মমতা গুপ্তার নির্দেশে রোহিদা ও স্বরূপগঞ্জ পুলিশের পৃথক দল গঠন করা হয়েছে । পুলিশ তিন অভিযুক্তকে হেফাজতে নিয়েছে । এছাড়া একজন পলাতক ৷ তার খোঁজে তল্লাশি চলছে (Sirohi crime news) ।