ETV Bharat / bharat

Ganesh Chaturthi 2022: হুবাবলির ইদগাহ মাঠে গণেশ পুজোর অনুমতি বহাল রাখল কর্নাটক হাইকোর্ট - Ganesh Chaturthi 2022

ধরওয়াদ পৌরনিগমের সিদ্ধান্তকে বহাল রাখল কর্নাটক হাইকোর্ট (Karnataka HC Upholds Authorities Decision ) ৷ মঙ্গলবার মধ্যরাতের শুনানিতে হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে গণেশ চতুর্থীর অনুমতি দিল আদালত (Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka) ৷

Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka HC Upholds Authorities Decision
Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka HC Upholds Authorities Decision
author img

By

Published : Aug 31, 2022, 11:59 AM IST

বেঙ্গালুরু, 31 অগস্ট: হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে গণেশ চতুর্থী করার অনুমতি বহাল রাখল কর্নাটক হাইকোর্ট (Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka) ৷ মধ্যরাতের শুনানিতে কর্নাটক হাইকোর্ট ধরওয়াদ পৌরনিগমের সিদ্ধান্তকেই বহাল রেখেছে ৷ প্রসঙ্গত, ওই জমি নিয়ে বিবাদ রয়েছে, এই দাবিতে গণেশ পুজো (Ganesh Chaturthi 2022) করার অনুমতির বিরুদ্ধে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে পুজোর অনুমতি বহাল রেখেছে ৷

বিচারপতি অশোক এস কিনাগী এই সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়েছেন ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে পুজো যে অনুমতি হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে দেওয়া হয়েছিল, তা বহাল রেখেছেন ৷ আদালতে রায়ে বলা হয়েছে, ‘‘জমি নিয়ে সমস্যা থাকলে তা প্রশাসনের ভাবনার বিষয় ৷ কিন্তু, তারা সেখানে প্রায় নানান কর্মসূচি পালন করছে ৷ তাই আবেদনকারী পুজোর ক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করেছেন, তার কোনও ভিত্তি নেই এবং সেই কারণে তা খারিজ করা হচ্ছে ৷’’

প্রসঙ্গত, কয়েকটি সংগঠন ইদগাহর মাঠে গণেশ মূর্তি বসিয়ে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিল ৷ ধরওয়াদ পৌরসভার কমিশনার সেই আবেদন মঞ্জুর করেন । কিন্তু, পৌরনিগমের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ কিন্তু, সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে ৷

আরও পড়ুন: হরিদ্বার থেকে ভুবনেশ্বর, ভারত 2022 সালের গণেশ চতুর্থীর জন্য প্রস্তুতি নিচ্ছে

এই রায় নিয়ে গণেশ উৎসবের আয়োজকদের তরফে জানানো হয়েছে, তারা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন ৷ ইদগাহর রানি চেন্নাম্মা ময়দান পৌরসভার অন্তর্গত ৷ তাই তারা স্মৃতি মহামণ্ডলের তরফে গণেশ উৎসব করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন ৷ পৌরনিগম তাদের জমিতে পুজোর অনুমতি দিয়েছে ৷ সেখানে কারও কোনও আপত্তি থাকতে পারে না ৷ আর আদালতও সেই কথাই বলেছে ।

বেঙ্গালুরু, 31 অগস্ট: হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে গণেশ চতুর্থী করার অনুমতি বহাল রাখল কর্নাটক হাইকোর্ট (Ganesh Chaturthi Rituals at Hubballi Eidgah Karnataka) ৷ মধ্যরাতের শুনানিতে কর্নাটক হাইকোর্ট ধরওয়াদ পৌরনিগমের সিদ্ধান্তকেই বহাল রেখেছে ৷ প্রসঙ্গত, ওই জমি নিয়ে বিবাদ রয়েছে, এই দাবিতে গণেশ পুজো (Ganesh Chaturthi 2022) করার অনুমতির বিরুদ্ধে আবেদন করা হয়েছিল ৷ কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে পুজোর অনুমতি বহাল রেখেছে ৷

বিচারপতি অশোক এস কিনাগী এই সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়েছেন ৷ সেই সঙ্গে প্রশাসনের তরফে পুজো যে অনুমতি হুবাবলি-ধরওয়াদের ইদগাহ মাঠে দেওয়া হয়েছিল, তা বহাল রেখেছেন ৷ আদালতে রায়ে বলা হয়েছে, ‘‘জমি নিয়ে সমস্যা থাকলে তা প্রশাসনের ভাবনার বিষয় ৷ কিন্তু, তারা সেখানে প্রায় নানান কর্মসূচি পালন করছে ৷ তাই আবেদনকারী পুজোর ক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করেছেন, তার কোনও ভিত্তি নেই এবং সেই কারণে তা খারিজ করা হচ্ছে ৷’’

প্রসঙ্গত, কয়েকটি সংগঠন ইদগাহর মাঠে গণেশ মূর্তি বসিয়ে পুজো করার অনুমতি চেয়ে আবেদন করেছিল ৷ ধরওয়াদ পৌরসভার কমিশনার সেই আবেদন মঞ্জুর করেন । কিন্তু, পৌরনিগমের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ কিন্তু, সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে ৷

আরও পড়ুন: হরিদ্বার থেকে ভুবনেশ্বর, ভারত 2022 সালের গণেশ চতুর্থীর জন্য প্রস্তুতি নিচ্ছে

এই রায় নিয়ে গণেশ উৎসবের আয়োজকদের তরফে জানানো হয়েছে, তারা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছেন ৷ ইদগাহর রানি চেন্নাম্মা ময়দান পৌরসভার অন্তর্গত ৷ তাই তারা স্মৃতি মহামণ্ডলের তরফে গণেশ উৎসব করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন ৷ পৌরনিগম তাদের জমিতে পুজোর অনুমতি দিয়েছে ৷ সেখানে কারও কোনও আপত্তি থাকতে পারে না ৷ আর আদালতও সেই কথাই বলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.