ETV Bharat / bharat

Asaram Bapu Convicted: শিষ্যাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত আশারাম বাপু, মঙ্গলবার সাজা ঘোষণা - আশারাম বাপু

ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন আশারাম বাপু ৷ মঙ্গলবার তার সাজা ঘোষণা করবে গান্ধিনগরের সেশন কোর্ট (Asaram Bapu)৷

ETV Bharat
আশারাম বাপু
author img

By

Published : Jan 30, 2023, 11:04 PM IST

গান্ধিনগর, 30 জানুয়ারি: এক শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু ৷ 2013 সালে আশারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা ৷ সোমবার গুজরাতের গান্ধিনগরের একটি আদালত আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করে ৷ তবে এদিন সাজা ঘোষণা করেননি ওই সেশন কোর্টের বিচারক ডিকে সোনি ৷ মঙ্গলবার সাজা ঘোষণা হওয়ার কথা (rape convicted Asaram Bapu)৷

তবে এই মামলা থেকে মুক্তি পেয়েছেন আরও 6 অভিযুক্ত ৷ যাঁদের মধ্যে রয়েছেন আশারামের স্ত্রী ৷ প্রমাণের অভাবে তাঁদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হল বলে বিচারক জানিয়েছেন ৷ উল্লেখ্য, 2013 সালে আমেদাবাদের চন্দখেড়া পুলিশ স্টেশনে আশারাম বাপুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ৷ তাঁর অভিযোগ ছিল, 2001 সাল থেকে 2006 সালের মধ্যে যখন তিনি আশারামের আশ্রমে ছিলেন তখন তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় (self styled godman Asaram Bapu) ৷

আরও পড়ুন: সন্ত তুকারামকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বাগেশ্বর বাবার

সরকারি আইনজীবী আরসি কোদেকার জানিয়েছেন, এই অভিযোগের প্রমাণ রয়েছে বলে এদিন রায় দিয়েছেন বিচারক ৷ ভারতীয় দণ্ডবিধির 376 (2), 377 ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই স্বঘোষিত ধর্মগুরু ৷ বেআইনিভাবে আটকে রাখার অভিযোগও ছিল তার বিরুদ্ধে ৷ অন্য একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে যোধপুরের এক জেলে বন্দি রয়েছেন ওই স্বঘোষিত ধর্মগুরু ৷ সেই মামলায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ তবে অন্যদুটি যৌন হেনস্থার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও পেয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু ৷ এরআগে অন্য একটি মামলায় তার সাজা কমানোর আরজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল আশারাম বাপুর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি অত্যন্ত গুরুতর ৷ তাই সাজা কমানো যাবে না ৷

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা

গান্ধিনগর, 30 জানুয়ারি: এক শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু ৷ 2013 সালে আশারামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ওই মহিলা ৷ সোমবার গুজরাতের গান্ধিনগরের একটি আদালত আশারাম বাপুকে দোষী সাব্যস্ত করে ৷ তবে এদিন সাজা ঘোষণা করেননি ওই সেশন কোর্টের বিচারক ডিকে সোনি ৷ মঙ্গলবার সাজা ঘোষণা হওয়ার কথা (rape convicted Asaram Bapu)৷

তবে এই মামলা থেকে মুক্তি পেয়েছেন আরও 6 অভিযুক্ত ৷ যাঁদের মধ্যে রয়েছেন আশারামের স্ত্রী ৷ প্রমাণের অভাবে তাঁদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হল বলে বিচারক জানিয়েছেন ৷ উল্লেখ্য, 2013 সালে আমেদাবাদের চন্দখেড়া পুলিশ স্টেশনে আশারাম বাপুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা ৷ তাঁর অভিযোগ ছিল, 2001 সাল থেকে 2006 সালের মধ্যে যখন তিনি আশারামের আশ্রমে ছিলেন তখন তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় (self styled godman Asaram Bapu) ৷

আরও পড়ুন: সন্ত তুকারামকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বাগেশ্বর বাবার

সরকারি আইনজীবী আরসি কোদেকার জানিয়েছেন, এই অভিযোগের প্রমাণ রয়েছে বলে এদিন রায় দিয়েছেন বিচারক ৷ ভারতীয় দণ্ডবিধির 376 (2), 377 ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ওই স্বঘোষিত ধর্মগুরু ৷ বেআইনিভাবে আটকে রাখার অভিযোগও ছিল তার বিরুদ্ধে ৷ অন্য একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে যোধপুরের এক জেলে বন্দি রয়েছেন ওই স্বঘোষিত ধর্মগুরু ৷ সেই মামলায় ইতিমধ্যেই তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ তবে অন্যদুটি যৌন হেনস্থার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও পেয়েছেন স্বঘোষিত এই ধর্মগুরু ৷ এরআগে অন্য একটি মামলায় তার সাজা কমানোর আরজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল আশারাম বাপুর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সেগুলি অত্যন্ত গুরুতর ৷ তাই সাজা কমানো যাবে না ৷

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আব্বাসিকে মৃত্যুদণ্ডের সাজা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.