ETV Bharat / bharat

G-20 Meetings in Punjab: পঞ্জাবে জি-20 গোষ্ঠীর বৈঠক সূচি মেনেই, জানাল মান প্রশাসন

নির্ধারিত সূচি মেনেই হবে পঞ্জাবে জি-20 বৈঠক ৷ বৈঠক বাতিলের খবর ভুল, দাবি সরকারের (Punjab G 20 meet) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 5, 2023, 7:55 PM IST

অমৃতসর, 5 মার্চ: পঞ্জাবের অমৃতসরে নির্ধারিত সূচি মেনেই হবে জি-20 গোষ্ঠীর বৈঠক ৷ নিরাপত্তার কারণে পঞ্জাবে এই সম্মেলনের বৈঠক বাতিল হতে পারে বলে খবর রটানো হয়েছে তা ঠিক নয় ৷ রবিবার এই কথা জানানো হয়েছে আপ-শাসিত পঞ্জাব সরকারের তরফ থেকে ৷ এদিন পঞ্জাবের মুখ্যসচিব ভিকে জানুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সূচি মেনেই জি-20 এর বৈঠকগুলি হচ্ছে, তবে কেউ কেউ এই নিয়ে গুজব ছড়াচ্ছে ৷ এর আগে জানা গিয়েছিল আঞ্জালা এলাকায় পুলিশের সঙ্গে ওয়ারিস পঞ্জাব দে বলে একটি সংগঠনের সদস্যদের যে সংঘর্ষ হয়েছিল তার কারণে অমৃতসরে জি-20 এর আসন্ন বৈঠক বাতিল হতে পারে (Punjab G-20 meetings) ৷

বিষয়টি নিয়ে এদিন একটি টুইট করেন আপ সাংসদ বিক্রমজিৎ সিং ৷ সেই টুইটে তিনি লেখেন, "জি-20 গোষ্ঠীর বৈঠক সূচি মেনেই 15-17 মার্চ অমৃতসরে হবে ৷ বিচ্ছিন্ন একটি ঘটনা কখনও রাজ্যের সামগ্রিক অবস্থার প্রতিফলন হতে পারে না ৷" এই ধরনের ভুল খবর পঞ্জাবের আপ সরকারকে বদনামের চেষ্টা বলেই দেখছে অরবিন্দ কেজরিওয়ালের দল (G-20 Summit in India) ৷

আরও পড়ুন: 60 শতাংশ ভোটার মুখ ফেরালেন কেন ? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মানিকের

জি-20'র ওয়াই-20 বৈঠক আগামী 15 থেকে 17 মার্চ অমৃতসরে হওয়ার কথা ৷ এই বৈঠকে শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা ৷ আবার 19-20 মার্চ পঞ্জাবে এল-20 বৈঠক হওয়ার কথা ৷ সেই বৈঠকে শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ৷ সূত্রের খবর, এই বৈঠকগুলি যাতে পঞ্জাব থেকে সরানো না-হয় তার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সাংসদ যশবীর সিং ডিম্পা সর্বদলীয় বৈঠক ডাকারও পরামর্শ দেন ৷ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লেখার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ আঞ্জালা এলাকার এই ঘটনার পর পঞ্জাবে 2 হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে পাঠানো হয়েছে ৷

অমৃতসর, 5 মার্চ: পঞ্জাবের অমৃতসরে নির্ধারিত সূচি মেনেই হবে জি-20 গোষ্ঠীর বৈঠক ৷ নিরাপত্তার কারণে পঞ্জাবে এই সম্মেলনের বৈঠক বাতিল হতে পারে বলে খবর রটানো হয়েছে তা ঠিক নয় ৷ রবিবার এই কথা জানানো হয়েছে আপ-শাসিত পঞ্জাব সরকারের তরফ থেকে ৷ এদিন পঞ্জাবের মুখ্যসচিব ভিকে জানুজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সূচি মেনেই জি-20 এর বৈঠকগুলি হচ্ছে, তবে কেউ কেউ এই নিয়ে গুজব ছড়াচ্ছে ৷ এর আগে জানা গিয়েছিল আঞ্জালা এলাকায় পুলিশের সঙ্গে ওয়ারিস পঞ্জাব দে বলে একটি সংগঠনের সদস্যদের যে সংঘর্ষ হয়েছিল তার কারণে অমৃতসরে জি-20 এর আসন্ন বৈঠক বাতিল হতে পারে (Punjab G-20 meetings) ৷

বিষয়টি নিয়ে এদিন একটি টুইট করেন আপ সাংসদ বিক্রমজিৎ সিং ৷ সেই টুইটে তিনি লেখেন, "জি-20 গোষ্ঠীর বৈঠক সূচি মেনেই 15-17 মার্চ অমৃতসরে হবে ৷ বিচ্ছিন্ন একটি ঘটনা কখনও রাজ্যের সামগ্রিক অবস্থার প্রতিফলন হতে পারে না ৷" এই ধরনের ভুল খবর পঞ্জাবের আপ সরকারকে বদনামের চেষ্টা বলেই দেখছে অরবিন্দ কেজরিওয়ালের দল (G-20 Summit in India) ৷

আরও পড়ুন: 60 শতাংশ ভোটার মুখ ফেরালেন কেন ? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন মানিকের

জি-20'র ওয়াই-20 বৈঠক আগামী 15 থেকে 17 মার্চ অমৃতসরে হওয়ার কথা ৷ এই বৈঠকে শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা ৷ আবার 19-20 মার্চ পঞ্জাবে এল-20 বৈঠক হওয়ার কথা ৷ সেই বৈঠকে শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা ৷ সূত্রের খবর, এই বৈঠকগুলি যাতে পঞ্জাব থেকে সরানো না-হয় তার জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সাংসদ যশবীর সিং ডিম্পা সর্বদলীয় বৈঠক ডাকারও পরামর্শ দেন ৷ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লেখার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ আঞ্জালা এলাকার এই ঘটনার পর পঞ্জাবে 2 হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.