গুরুগ্রাম (হরিয়ানা), 1 মার্চ: এ কী কাণ্ড ! বিলাসবহুল গাড়ি নিয়ে এসে চুরি জি 20 সম্মেলনের জন্য রাখা ফুলের টব ৷ রাস্তার ধারে সাজিয়ে রাখা সেই ফুলের টব চুরি করলেন 50 বছর বয়সি এক ব্যক্তি (Man Steals Flower Pots) ৷ হাতেনাতে তিনি পড়েছেন ধরা ৷ তাঁর নাম মনমোহন বলে জানা গিয়েছে ৷ টবগুলি গাড়িতে তোলার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরাও ৷ সকলে বিভিন্ন মজার রিটুইট করেছে ৷ কেউ কেউ অভিযুক্তকে গাড়িতে জায়গা বাড়ানোর পরামর্শ দিয়েছেন যাতে আরও বেশি ফুলের টব চুরি করতে পারেন ৷
প্রসঙ্গত, গুরুগ্রামে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রকের বৈঠকে আগত বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানাতে ফুলের টবগুলি রাস্তার ধারে রাখা হয়েছিল ৷ ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন ব্যক্তি তার বিলাসবহুল গাড়িতে টবগুলি তুলছেন এবং অপর একজন টবগুলি তাঁর হাতে তুলে দিচ্ছেন । অভিযুক্তকে গুরুগ্রাম পুলিশ গ্রেফতার করেছে ৷ তাঁর বিরুদ্ধে ফুলের টব চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । এছাড়াও, পুলিশ এই ঘটনায় একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং চুরি যাওয়া ফুলের টবগুলি উদ্ধার করেছে ৷
মঙ্গলবার গুরুগ্রামে জি 20 সম্মেলনে জন্য রাখা ফুলের টব চুরি করার অভিযোগে দুই ব্যক্তির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (জিএমডিএ) এর জয়েন্ট সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) এস কে চাহাল বলেন, "এটি আমাদের নজরে এসেছে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"
উল্লেখ্য, পুলিশ রিপোর্ট অনুযায়ী, ছোট ছোট অপরাধের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । মাত্র কয়েক মাস আগে সুরাতে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল । বাসিন্দাদের বাড়ি থেকে ঘন ঘন গ্যাস সিলিন্ডার হারিয়ে যাওয়ার পরে পুলিশ অভিযুক্তদের খুজতে তল্লাশি চালায় ৷ তারপরই ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছিল । জিজ্ঞাসাবাদ করা হলে, চোর পুলিশকে জানায় বাসিন্দাদের ঘরের দরজা খোলার জন্য তিনি ডুপ্লিকেট চাবি ব্যবহার করতেন ৷ গ্যাস সিলিন্ডার অন্য কিছু চুরিও করেননি ৷ বাজারে গ্যাস সিলিন্ডারের দাম অনেক ৷ তাই তিনি চুরি করে সেগুলি বেচতেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় হল 1129 টাকা