নয়াদিল্লি, 18 নভেম্বর : বিভিন্ন হাই প্রোফাইল আর্থিক দুর্নীতির মামলায় যে অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করছে তাঁর সরকার ৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি জানিয়েছেন, এইসব রাঘব বোয়ালদের জালে ফেলতে সব ধরনের বিকল্প ব্যবহার করা হচ্ছে ৷ সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে এ নিয়ে কূটনৈতিক স্তরেও আলোচনা চলছে ৷ ক্রমে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে পলাতক ওই অভিযুক্তদের কাছে দেশে ফিরে আসা ছাড়া আর কোনও উপায় না থাকে ৷
আরও পড়ুন : Mamata-Modi : ফের মমতার দিল্লি সফরের সম্ভাবনা, দেখা করতে পারেন মোদির সঙ্গেও
এদিন ঋণের লভ্যতা ও অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক একটি সভায় যোগ দেন নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি বলেন, ‘‘বিভিন্ন অর্থনৈতিক দুর্নীতিতে অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে আমরা আমাদের নীতি ও আইনের উপরেই নির্ভর করছি ৷ এই বিষয়ে কূটনৈতিক স্তরেও সাহায্য নেওয়া হচ্ছে ৷ আমাদের বার্তা খুবই স্পষ্ট, নিজের দেশে ফিরুন ৷ আমরা এই বিষয়ে লাগাতার চেষ্টা করে চলেছি ৷’’ তবে এই প্রসঙ্গে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী ৷
সাম্প্রতিককালে একের পর এক হাই প্রোফাইল আর্থিক দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে নামী ব্যবসায়ী ও শিল্পপতিদের ৷ যাঁদের মধ্যে অন্যতম হলেন বিজয় মালিয়া (Vijay Mallya) ও নীরব মোদি (Nirav Modi) ৷ তথ্য বলছে, ইতিমধ্যেই সরকারের হস্তক্ষেপে লোপাট হওয়া প্রায় 5 লক্ষ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই ধরনের প্রক্রিয়াকে আরও সহজ করতে সম্প্রতি জাতীয় সম্পদ পুনর্গঠন কোম্পানি লিমিটেড (National Asset Reconstruction Company Limited) গঠন করা হয়েছে ৷
আরও পড়ুন : Modi-Mamata : বিএসএফ-র কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল; জানালেন সৌগত
প্রধানমন্ত্রীর দাবি, 2014 সালের তুলনায় এখন দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির অবস্থা অনেকটাই ভালো ৷ মোদির কথায়, ‘‘ভারতীয় অর্থনীতিতে নতুন শক্তি আনার ক্ষেত্রে দেশের ব্যাংকগুলি যথেষ্ট সক্ষম ৷’’ একইসঙ্গে ব্যংকগুলির প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘যাঁরা সম্পদ তৈরি করছেন, কর্মসংস্থান তৈরি করছেন, তাঁদের সমর্থন করার জন্য এটাই আপনাদের সেরা সময় ৷ এটাই হল আদর্শ সময়, যখন ব্যাংকগুলিকে তাদের ব্যালেন্স শিট দেখার পাশাপাশি দেশের ওয়েলথ শিট তৈরির দিকেও স্বতঃপ্রণোদিতভাবে নজর দিতে হবে ৷’’