ETV Bharat / bharat

পলাতক চোক্সি এবার নিখোঁজ অ্যান্টিগায়, খোঁজ নিচ্ছে সিবিআই

মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগরওয়াল জানিয়েছেন, তাঁর মক্কেল নিখোঁজ ৷ চোক্সির পরিবার তাঁকে খুঁজছে ৷ অ্যান্টিগা পুলিশ ইতিমধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে ৷

fugitive-diamantaire-mehul-choksi-missing-in-antigua-says-lawyer
fugitive-diamantaire-mehul-choksi-missing-in-antigua-says-lawyer
author img

By

Published : May 25, 2021, 12:06 PM IST

অ্যান্টিগা, 25 মে : 14 হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত বাষট্টি বছরের শিল্পপতি মেহুল চোক্সিকে হেফাজতে পেতে মরিয়ে সিবিআই ৷ যদিও মেহুল 2018 সাল থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘাঁটি গেড়েছেন ৷ পলাতক মেহুল এবার নিখোঁজ হলেন ৷ বর্তমানে তিনি যেখানকার বাসিন্দা সেই অ্যান্টিগা ও বারবুডা থেকেই নিখোঁজ হয়েছেন বলে খবর ৷

মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগরওয়াল জানিয়েছেন, তাঁর মক্কেল নিখোঁজ ৷ চোক্সির পরিবার তাঁকে খুঁজছে ৷ অ্যান্টিগা পুলিশ ইতিমধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে ৷ সূত্রের খবর, অ্যান্টিগার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে চোক্সির নিখোঁজ সংবাদকে নিশ্চিত করতে চাইছে সিবিআই ৷ বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ এদিকে চোক্সির আইনজীবী নিখোঁজের কথা বললেও চোক্সি ঘনিষ্ঠ ও অ্যান্টিগার গোয়েন্দারা মনে করছেন, মেহুল চোক্সি কুইবায় পালিয়ে যেতে পারেন ৷ যেহেতু সেখানেও তাঁর সম্পত্তি রয়েছে ৷

একটি সংবাদ মাধ্যমের মতে, স্থানীয় সময় রবিবার বিকেল সওয়া 5টায় বিশেষ কারও সঙ্গে নৈশভোজ সারতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মেহুল চোক্সি । রাত গড়িয়ে গেলেও ফেরেননি । খোঁজাখুঁজি শুরু হলে গভীর রাতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় । চোক্সির কোনও হদিশ মেলেনি ।

অ্যান্টিগা, 25 মে : 14 হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত বাষট্টি বছরের শিল্পপতি মেহুল চোক্সিকে হেফাজতে পেতে মরিয়ে সিবিআই ৷ যদিও মেহুল 2018 সাল থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘাঁটি গেড়েছেন ৷ পলাতক মেহুল এবার নিখোঁজ হলেন ৷ বর্তমানে তিনি যেখানকার বাসিন্দা সেই অ্যান্টিগা ও বারবুডা থেকেই নিখোঁজ হয়েছেন বলে খবর ৷

মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগরওয়াল জানিয়েছেন, তাঁর মক্কেল নিখোঁজ ৷ চোক্সির পরিবার তাঁকে খুঁজছে ৷ অ্যান্টিগা পুলিশ ইতিমধ্যে একটি নিখোঁজ ডায়েরি করেছে ৷ সূত্রের খবর, অ্যান্টিগার ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে চোক্সির নিখোঁজ সংবাদকে নিশ্চিত করতে চাইছে সিবিআই ৷ বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷ এদিকে চোক্সির আইনজীবী নিখোঁজের কথা বললেও চোক্সি ঘনিষ্ঠ ও অ্যান্টিগার গোয়েন্দারা মনে করছেন, মেহুল চোক্সি কুইবায় পালিয়ে যেতে পারেন ৷ যেহেতু সেখানেও তাঁর সম্পত্তি রয়েছে ৷

একটি সংবাদ মাধ্যমের মতে, স্থানীয় সময় রবিবার বিকেল সওয়া 5টায় বিশেষ কারও সঙ্গে নৈশভোজ সারতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মেহুল চোক্সি । রাত গড়িয়ে গেলেও ফেরেননি । খোঁজাখুঁজি শুরু হলে গভীর রাতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় । চোক্সির কোনও হদিশ মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.