ETV Bharat / bharat

নীরব মোদির প্রত্য়র্পণে সবুজ সঙ্কেত ব্রিটিশ সরকারের - প্রত্যর্পণ

পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত, হিরে ব্য়বসায়ী নীরব মোদিকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে অবশেষে রাজি হল ব্রিটিশ প্রশাসন ৷ সূত্রের খবর, নীরবের প্রত্য়র্পণ নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে সেদেশের সরকার ৷ পলাতক হিরে ব্য়বসায়ীকে ভারতে ফিরিয়ে আনতে পারলে তা নিঃসন্দেহে নরেন্দ্র মোদি সরকারের বড় সাফল্য হবে ৷

Fugitive billionaire Nirav Modi's extradition to India cleared by UK government
নীরব মোদির প্রত্য়ার্পণে সবুজ সঙ্কেত ব্রিটিশ সরকারের
author img

By

Published : Apr 16, 2021, 5:59 PM IST

Updated : Apr 16, 2021, 7:03 PM IST

নয়া দিল্লি, 16 এপ্রিল : পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত, পলাতক হিরে ব্য়বসায়ী নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত ব্রিটেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সেদেশের হোম সেক্রেটারি প্রীতি প্য়াটেল নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করে দিয়েছেন ৷

তথ্য বলছে, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ নীরবের ‘ঘরে ফেরা’র সম্ভাবনা ত্বরান্বিত করলেও এখনও জটিলতা পুরোপুটি কাটেনি ৷ কারণ, ব্রিটেনের আইন অনুসারে, চাইলে এখনও সেদেশের হাইকোর্টে এ নিয়ে আবেদন করতে পারেন নীরব ৷ প্রত্যর্পণের নির্দেশিকা স্বাক্ষরের 28 দিনের মধ্যে এই প্রক্রিয়াকে চ্য়ালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷ সেক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি শেষ হতে কয়েক মাস, এমনকী কয়েক বছরও কেটে যেতে পারে ৷ ঠিক যেমনটা হয়েছে আর এক কোটিপতি পলাতক ভারতীয়, মদের কারবারি বিজয় মালিয়ার ক্ষেত্রে ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসেই মালিয়ার প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করা হয় ৷ ব্রিটিশ সরকারের সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ৷ তারপর থেকে এখনও পর্যন্ত রফা হয়নি সেই মামলার ৷

আরও পড়ুন : প্রবাসী ভারতীয়দের ওসিআই কার্ডের নবীকরণের প্রক্রিয়া সহজ করল কেন্দ্র

প্রসঙ্গত, এর আগে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার আদালত নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত আবেদনটি হোম সেক্রেটারির কাছে পাঠিয়ে দেয় ৷ নীরবের বিরুদ্ধে 14 হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক থেকে এই টাকা ধার নিয়েছিলেন তিনি ৷ পরে সেই ঋণ শোধ না করেই পালিয়ে যান এই হিরে ব্য়বসায়ী ৷ দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর লন্ডনে তাঁর হদিশ পায় সংবাদমাধ্যম ৷ জানা যায়, সেখানে পেন্টহাউস ভাড়া করে বহাল তবিয়তেই দিন কাটাচ্ছেন এই জালিয়াত ৷ এরপর থেকেই নীরবকে ভারতে ফেরানোর চেষ্টা শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ আলোচনা শুরু হয় ব্রিটিশ সরকারের সঙ্গে ৷

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ভারত সরকার যদি নীরবকে দেশে ফেরাতে সক্ষম হয়, তবে তা নরেন্দ্র মোদি সরকারের অন্যতম সাফল্য হিসাবেই গণ্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

নয়া দিল্লি, 16 এপ্রিল : পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত, পলাতক হিরে ব্য়বসায়ী নীরব মোদিকে ভারতের হাতে তুলে দিতে প্রস্তুত ব্রিটেন ৷ সূত্রের খবর, ইতিমধ্যেই সেদেশের হোম সেক্রেটারি প্রীতি প্য়াটেল নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করে দিয়েছেন ৷

তথ্য বলছে, ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ নীরবের ‘ঘরে ফেরা’র সম্ভাবনা ত্বরান্বিত করলেও এখনও জটিলতা পুরোপুটি কাটেনি ৷ কারণ, ব্রিটেনের আইন অনুসারে, চাইলে এখনও সেদেশের হাইকোর্টে এ নিয়ে আবেদন করতে পারেন নীরব ৷ প্রত্যর্পণের নির্দেশিকা স্বাক্ষরের 28 দিনের মধ্যে এই প্রক্রিয়াকে চ্য়ালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি ৷ সেক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি শেষ হতে কয়েক মাস, এমনকী কয়েক বছরও কেটে যেতে পারে ৷ ঠিক যেমনটা হয়েছে আর এক কোটিপতি পলাতক ভারতীয়, মদের কারবারি বিজয় মালিয়ার ক্ষেত্রে ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসেই মালিয়ার প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশিকায় স্বাক্ষর করা হয় ৷ ব্রিটিশ সরকারের সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ৷ তারপর থেকে এখনও পর্যন্ত রফা হয়নি সেই মামলার ৷

আরও পড়ুন : প্রবাসী ভারতীয়দের ওসিআই কার্ডের নবীকরণের প্রক্রিয়া সহজ করল কেন্দ্র

প্রসঙ্গত, এর আগে ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার আদালত নীরব মোদির প্রত্যর্পণ সংক্রান্ত আবেদনটি হোম সেক্রেটারির কাছে পাঠিয়ে দেয় ৷ নীরবের বিরুদ্ধে 14 হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক থেকে এই টাকা ধার নিয়েছিলেন তিনি ৷ পরে সেই ঋণ শোধ না করেই পালিয়ে যান এই হিরে ব্য়বসায়ী ৷ দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর লন্ডনে তাঁর হদিশ পায় সংবাদমাধ্যম ৷ জানা যায়, সেখানে পেন্টহাউস ভাড়া করে বহাল তবিয়তেই দিন কাটাচ্ছেন এই জালিয়াত ৷ এরপর থেকেই নীরবকে ভারতে ফেরানোর চেষ্টা শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ আলোচনা শুরু হয় ব্রিটিশ সরকারের সঙ্গে ৷

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ভারত সরকার যদি নীরবকে দেশে ফেরাতে সক্ষম হয়, তবে তা নরেন্দ্র মোদি সরকারের অন্যতম সাফল্য হিসাবেই গণ্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

Last Updated : Apr 16, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.