ETV Bharat / bharat

এবিভিপি'র ছায়ায় উত্থান, তেলেঙ্গানায় কংগ্রেসের প্রথম মুখ্যমন্ত্রী সম্ভবত সেই রেভান্ত রেড্ডিই - কংগ্রেসের মুখ্যমন্ত্রী

Revanth Reddy From ABVP member to Cong CM: রেভান্তের রাজনৈতিক পথের চলার শুরু এবিভিপি-এর সঙ্গে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৷ ঘুষের অভিযোগের জেরে মধ্যে কিছু সময়ের জন্য জেলেও যেতে হয়েছিল তাঁকে ৷ 56 বছর বয়সী কংগ্রেস নেতা-সহ অভিজ্ঞ রাজনীতিবিদ, পার্টিম্যান হিসাবে পরিচিত এবং জনগণের মধ্যে তাঁর ইতিবাচক মনোভাবের জন্য পরিচিত রেভান্ত। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও-এর তীব্র সমালোচক, তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান রেভান্ত রেড্ডি প্রায়ই বিআরএস এবং এআইএমআইএম-এর রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন রেভান্ত।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 7:34 PM IST

Updated : Dec 3, 2023, 11:02 PM IST

রেভান্ত রেড্ডি

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: চব্বিশের লোকসভার আগে চার রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় ৷ এরই মধ্যে অবশ্য তেলেঙ্গানায় বিআরএস-এর থেকে কুর্সি ছিনিয়ে নিয়েছে 'হাত' ৷ আর এর পিছনে যার পরিশ্রম কার্যত অনস্বীকার্য, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডি ৷ বিজেপি যে দক্ষিণের এই রাজ্যকে একেবারে খোলা ময়দান ছেড়ে রেখেছিল তাও একেবারে নয় ৷ কর্ণাটকের হারের পর দল রাজ্যের সভাপতি বান্ডি সঞ্জয়কে পর্যন্ত সরিয়ে দেওয়া হয় ৷ সেই জায়গায় কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী কিষাণ রেড্ডিকে রাজ্যে দলের দায়িত্ব দেওয়া হয় ৷ তার পরও অবশ্য ভোটের ফলে অনেকটাই পিছিয়ে থাকল গেরুয়া শিবির ৷ অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রচার, বিআরএস-এর 'সেন্টিমেন্ট'-এর সঙ্গে লড়াই করে কংগ্রেসকে দক্ষিণের আরও একটি রাজ্য উপহার দিলেন রেভান্ত ৷ আর তিনিই যে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তাও একপ্রকার নিশ্চিত ৷

তবে রেভান্তের রাজনৈতিক পথের চলার শুরু এবিভিপি-এর সঙ্গে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৷ ঘুষের অভিযোগের জেরে মধ্যে কিছু সময়ের জন্য জেলেও যেতে হয়েছিল তাঁকে ৷ 56 বছর বয়সী কংগ্রেস নেতা পরিচিত অভিজ্ঞ রাজনীতিবিদ, পার্টিম্যান হিসাবে ৷ জনগণের মধ্যে তাঁর ইতিবাচক মনোভাবের জন্য সুবিদিত রেভান্ত। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের তীব্র সমালোচক, তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান রেভান্ত রেড্ডি প্রায়ই বিআরএস এবং এআইএমআইএম-এর রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন। 2015 সালে 'ভোটের জন্য নগদ ঘুষ' মামলার বিষয়ে এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর 'এজেন্ট' হওয়ার অভিযোগে বিআরএস নেতারা তাঁকে তীব্র আক্রমণ করেন ৷ এরপর দল পরিবর্তন করেন রেভান্ত ৷ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারেও এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি তাঁর এবিভিপি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেভান্তকে নিশানা করেছেন।

এর আগে 2007 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের আইন পরিষদে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন রেভান্ত রেড্ডি। এরপর রেড্ডি টিডিপিতে যোগ দিয়েছিলেন ৷ দ্রুত দলের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আস্থাভাজনও হয়ে উঠেছিলেন। পরে 2014 সালে যখন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়, সে সময় তিনি টিডিপির টিকিটে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। পরে অবশ্য, 2015 সালে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন রেভান্ত ৷ আইন পরিষদ নির্বাচনে টিডিপির পক্ষে ভোট দেওয়ার জন্য মনোনীত বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছিলেন তিনি। গ্রেফতার হয়েছিলেন রেভান্ত ৷ পরে অবশ্য জামিন পান তিনি ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিআরএস প্রার্থীর কাছে হেরেও যান রেভান্থ ৷ ওই বছরেই দিল্লিতে রাহুল গান্ধির হাত ধরে টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন রেভান্ত।

রেড্ডি 2019 সালের লোকসভায ভোটে মালকাজগিরি থেকে নির্বাচিত হয়েছিলেন ৷ কংগ্রেসে অনেকটাই নবীন হওয়া সত্ত্বেও রেড্ডিকে 2021 সালে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়। শেষমেশ রবিবার তার পরিণাম পেল দল ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. 3 রাজ্যে জয় উদযাপনে সোমে বিধানসভায় বিজয়োল্লাস বিজেপির, হবে মিষ্টি বিতরণ: শুভেন্দু
  2. তিন রাজ্যে গেরুয়া ঝড়কে জনতার মনোভাবের সঙ্গে জুড়লেন মোদি, মনে করালেন উন্নয়নের কথা
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'

রেভান্ত রেড্ডি

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: চব্বিশের লোকসভার আগে চার রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় ৷ এরই মধ্যে অবশ্য তেলেঙ্গানায় বিআরএস-এর থেকে কুর্সি ছিনিয়ে নিয়েছে 'হাত' ৷ আর এর পিছনে যার পরিশ্রম কার্যত অনস্বীকার্য, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডি ৷ বিজেপি যে দক্ষিণের এই রাজ্যকে একেবারে খোলা ময়দান ছেড়ে রেখেছিল তাও একেবারে নয় ৷ কর্ণাটকের হারের পর দল রাজ্যের সভাপতি বান্ডি সঞ্জয়কে পর্যন্ত সরিয়ে দেওয়া হয় ৷ সেই জায়গায় কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী কিষাণ রেড্ডিকে রাজ্যে দলের দায়িত্ব দেওয়া হয় ৷ তার পরও অবশ্য ভোটের ফলে অনেকটাই পিছিয়ে থাকল গেরুয়া শিবির ৷ অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রচার, বিআরএস-এর 'সেন্টিমেন্ট'-এর সঙ্গে লড়াই করে কংগ্রেসকে দক্ষিণের আরও একটি রাজ্য উপহার দিলেন রেভান্ত ৷ আর তিনিই যে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তাও একপ্রকার নিশ্চিত ৷

তবে রেভান্তের রাজনৈতিক পথের চলার শুরু এবিভিপি-এর সঙ্গে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ৷ ঘুষের অভিযোগের জেরে মধ্যে কিছু সময়ের জন্য জেলেও যেতে হয়েছিল তাঁকে ৷ 56 বছর বয়সী কংগ্রেস নেতা পরিচিত অভিজ্ঞ রাজনীতিবিদ, পার্টিম্যান হিসাবে ৷ জনগণের মধ্যে তাঁর ইতিবাচক মনোভাবের জন্য সুবিদিত রেভান্ত। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের তীব্র সমালোচক, তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান রেভান্ত রেড্ডি প্রায়ই বিআরএস এবং এআইএমআইএম-এর রাজনৈতিক আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন। 2015 সালে 'ভোটের জন্য নগদ ঘুষ' মামলার বিষয়ে এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর 'এজেন্ট' হওয়ার অভিযোগে বিআরএস নেতারা তাঁকে তীব্র আক্রমণ করেন ৷ এরপর দল পরিবর্তন করেন রেভান্ত ৷ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারেও এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি তাঁর এবিভিপি ব্যাকগ্রাউন্ড নিয়ে রেভান্তকে নিশানা করেছেন।

এর আগে 2007 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের আইন পরিষদে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন রেভান্ত রেড্ডি। এরপর রেড্ডি টিডিপিতে যোগ দিয়েছিলেন ৷ দ্রুত দলের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আস্থাভাজনও হয়ে উঠেছিলেন। পরে 2014 সালে যখন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়, সে সময় তিনি টিডিপির টিকিটে বিধায়ক হিসাবে নির্বাচিত হন। পরে অবশ্য, 2015 সালে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন রেভান্ত ৷ আইন পরিষদ নির্বাচনে টিডিপির পক্ষে ভোট দেওয়ার জন্য মনোনীত বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছিলেন তিনি। গ্রেফতার হয়েছিলেন রেভান্ত ৷ পরে অবশ্য জামিন পান তিনি ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিআরএস প্রার্থীর কাছে হেরেও যান রেভান্থ ৷ ওই বছরেই দিল্লিতে রাহুল গান্ধির হাত ধরে টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন রেভান্ত।

রেড্ডি 2019 সালের লোকসভায ভোটে মালকাজগিরি থেকে নির্বাচিত হয়েছিলেন ৷ কংগ্রেসে অনেকটাই নবীন হওয়া সত্ত্বেও রেড্ডিকে 2021 সালে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়। শেষমেশ রবিবার তার পরিণাম পেল দল ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. 3 রাজ্যে জয় উদযাপনে সোমে বিধানসভায় বিজয়োল্লাস বিজেপির, হবে মিষ্টি বিতরণ: শুভেন্দু
  2. তিন রাজ্যে গেরুয়া ঝড়কে জনতার মনোভাবের সঙ্গে জুড়লেন মোদি, মনে করালেন উন্নয়নের কথা
  3. ফলাফলে হতাশ খাড়গে, রাহুল বললেন 'আদর্শের লড়াই চলবে'
Last Updated : Dec 3, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.