ETV Bharat / bharat

Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসের শুক্রবারের সূচি - Tokyo Olympics

টোকিও অলিম্পিকসের সপ্তম দিনে ভারতীয়দের প্রতিযোগিতার সময়।

টোকিয়ো অলিম্পিকসের শুক্রবারের সূচি
টোকিয়ো অলিম্পিকসের শুক্রবারের সূচি
author img

By

Published : Jul 29, 2021, 8:06 PM IST

টোকিয়ো, 29 জুলাই : টোকিও অলিম্পিকসের সপ্তম দিনে লড়াইয়ে নামছে দেশের আর্চারি, অ্যাথলেটিক্স, রিলে রেস, ব্যাডমিন্টন, বক্সিং,ইকুএস্ট্রেইন,গল্ফ, হকি, সেইলিং, শুটিংয়ের খেলোয়াড়রা ৷

30 জুলাইয়ের খেলা -

আর্চারি :

সকাল 6:00 -দীপিকা কুমারি বনাম সেনিয়া পেরোভা (মহিলা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ) ৷

অ্যাথলেটিক্স :

সকাল 6:17 -অভিনাশ সাবলে পুরুষ বিভাগে 300 মিটার স্পিটলচেস। (রাউন্ড 1 হিট 2)।

সকাল 8:27-এম পি জাবির (পুরুষ 400 মিটা হার্ডল)। (রাউন্ড 1 হিট 5)।

সকাল 8:45-দ্যুতি চাঁদ (মহিলা 100 মিটার রাউন্ড) ৷ (1 হিট)

রিলে রেস :

বিকাল 4:42-মিক্সড (4×400 মিটার ) (রাউন্ড 1 হিট 2)।

ব্যাডমিন্টন :

দুপুর 1:15-পিভি সিন্ধু বনাম আকানে ইয়ামাগুচি (জাপান) (মহিলা কোয়ার্টার ফাইনাল ম্যাচ)।

বক্সিং :

সকাল 8:18-সিমরনজিৎ কর বনাম সুদাপর্ন সিসন্দি (থাইল্যান্ড)। (মহিলা 60 কেজি রাউন্ড)।

ইকুএস্ট্রেইন:

দুপুর 2:00-ফওয়াদ মির্জা (ড্রেসেজ ইভেন্ট ডে 1 সেশান 2)।

গল্ফ :

ভোর 4:00-অনির্বাণ লাহিড়ী এবং উদায়ান মানে (পুরুষ স্ট্রোক প্লে রাউন্ড)।

হকি :

সকাল 8:15-ভারত বনাম আয়ারল্যান্ড (মহিলা পুল A ম্যাচ)।

বিকাল 3:00-ভারত বনাম জাপান (পুরুষ পুল A ম্যাচ)।

সেইলিং :

সকাল 8:15-কেসি গণপতি এবং বরুণ ঠাক্কার (পুরুষ স্কিফ রেস 7,8 ও 9)।

সকাল 8:35-নেথ্রা কুমানান (মহিলা লেজার রেডিয়াল রেস 9 ও10)।

সকাল 11:05-বিষ্ণু সারাভানান (পুরুষ লেজার রেস 9 এবং10)।

শুটিং :

ভোর 5:30-মানু ভাকের এবং রানী সারনোবাত (মহিলা 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশন ব়্যাপিড)।

সকাল 10:30-মহিলাদের 25 মিটার পিস্তল ফাইনাল।

টোকিয়ো, 29 জুলাই : টোকিও অলিম্পিকসের সপ্তম দিনে লড়াইয়ে নামছে দেশের আর্চারি, অ্যাথলেটিক্স, রিলে রেস, ব্যাডমিন্টন, বক্সিং,ইকুএস্ট্রেইন,গল্ফ, হকি, সেইলিং, শুটিংয়ের খেলোয়াড়রা ৷

30 জুলাইয়ের খেলা -

আর্চারি :

সকাল 6:00 -দীপিকা কুমারি বনাম সেনিয়া পেরোভা (মহিলা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ) ৷

অ্যাথলেটিক্স :

সকাল 6:17 -অভিনাশ সাবলে পুরুষ বিভাগে 300 মিটার স্পিটলচেস। (রাউন্ড 1 হিট 2)।

সকাল 8:27-এম পি জাবির (পুরুষ 400 মিটা হার্ডল)। (রাউন্ড 1 হিট 5)।

সকাল 8:45-দ্যুতি চাঁদ (মহিলা 100 মিটার রাউন্ড) ৷ (1 হিট)

রিলে রেস :

বিকাল 4:42-মিক্সড (4×400 মিটার ) (রাউন্ড 1 হিট 2)।

ব্যাডমিন্টন :

দুপুর 1:15-পিভি সিন্ধু বনাম আকানে ইয়ামাগুচি (জাপান) (মহিলা কোয়ার্টার ফাইনাল ম্যাচ)।

বক্সিং :

সকাল 8:18-সিমরনজিৎ কর বনাম সুদাপর্ন সিসন্দি (থাইল্যান্ড)। (মহিলা 60 কেজি রাউন্ড)।

ইকুএস্ট্রেইন:

দুপুর 2:00-ফওয়াদ মির্জা (ড্রেসেজ ইভেন্ট ডে 1 সেশান 2)।

গল্ফ :

ভোর 4:00-অনির্বাণ লাহিড়ী এবং উদায়ান মানে (পুরুষ স্ট্রোক প্লে রাউন্ড)।

হকি :

সকাল 8:15-ভারত বনাম আয়ারল্যান্ড (মহিলা পুল A ম্যাচ)।

বিকাল 3:00-ভারত বনাম জাপান (পুরুষ পুল A ম্যাচ)।

সেইলিং :

সকাল 8:15-কেসি গণপতি এবং বরুণ ঠাক্কার (পুরুষ স্কিফ রেস 7,8 ও 9)।

সকাল 8:35-নেথ্রা কুমানান (মহিলা লেজার রেডিয়াল রেস 9 ও10)।

সকাল 11:05-বিষ্ণু সারাভানান (পুরুষ লেজার রেস 9 এবং10)।

শুটিং :

ভোর 5:30-মানু ভাকের এবং রানী সারনোবাত (মহিলা 25 মিটার পিস্তল কোয়ালিফিকেশন ব়্যাপিড)।

সকাল 10:30-মহিলাদের 25 মিটার পিস্তল ফাইনাল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.