ETV Bharat / bharat

Sadhus Assaulted by Mob: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে মারধরের অভিযোগ, গ্রেফতার 6 - বাচ্চা চোর

শিশু চোর সন্দেহে (Suspicion of Being Child Lifters) উত্তরপ্রদেশের 4 সাধুকে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে (Sadhus Assaulted By Mob) ৷ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে ৷ 6 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷

Four Sadhus Assaulted By Mob on Suspicion of Being Child Lifters in Maharashtra
Four Sadhus Assaulted By Mob on Suspicion of Being Child Lifters in Maharashtra
author img

By

Published : Sep 14, 2022, 3:01 PM IST

Updated : Sep 14, 2022, 4:22 PM IST

সাঙ্গলি (মহারাষ্ট্র), 14 সেপ্টেম্বর: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে গণপিটুনির অভিযোগ (Sadhus Assaulted By Mob) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে ৷ সাধুদের মারধরের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ওই সাধুদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ মহারাষ্ট্র পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত সাধুদের মারধর এবং তাঁদের সম্মানহানির অভিযোগে 6 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ওই 4 সাধু উত্তরপ্রদেশের ‘আখাড়া’র সদস্য ৷ তাঁরা কর্নাটকের বিজাপুর থেকে সাঙ্গলির মন্দিরনগরী পান্ধারপুরে যাচ্ছিলেন ৷ পথে লাভানার একটি মন্দিরে তাঁরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন ৷ সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে (Suspicion of Being Child Lifters) ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷

অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি তাঁদের একজনের আধার কার্ড দেখেন ৷ এর পরেই গাড়িতে বসে থাকা একসাধুকে টেনে নামানো হয় ৷ তাঁকে বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ ৷ এর পর বাকি তিন সাধুকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় ৷ মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম ঘটনার নিন্দা করেছেন ৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, মহারাষ্ট্র সরকার সাধুদের সঙ্গে এমন দুর্ব্যবহার কখনও মেনে নেবে না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: পালঘরের গণপিটুনির ঘটনায় ধৃত আরও 24

বিধায়ক রাম কদম 2020 সালের পালগড়ের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের সময় পালগড়ে সাধুদের হত্যার ঘটনায় অবিচার করা হয়েছিল ৷ কিন্তু, বর্তমান সরকার সাধুদের সঙ্গে কোনও অবিচার মেনে নেবে না ৷’’ সাঙ্গলি পুলিশ এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ৷

সাঙ্গলি (মহারাষ্ট্র), 14 সেপ্টেম্বর: ছেলেধরা সন্দেহে 4 সাধুকে গণপিটুনির অভিযোগ (Sadhus Assaulted By Mob) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার লাভানা গ্রামে ৷ সাধুদের মারধরের সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ওই সাধুদের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ মহারাষ্ট্র পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ৷ এখনও পর্যন্ত সাধুদের মারধর এবং তাঁদের সম্মানহানির অভিযোগে 6 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে ওই 4 সাধু উত্তরপ্রদেশের ‘আখাড়া’র সদস্য ৷ তাঁরা কর্নাটকের বিজাপুর থেকে সাঙ্গলির মন্দিরনগরী পান্ধারপুরে যাচ্ছিলেন ৷ পথে লাভানার একটি মন্দিরে তাঁরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন ৷ সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে (Suspicion of Being Child Lifters) ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷

অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি তাঁদের একজনের আধার কার্ড দেখেন ৷ এর পরেই গাড়িতে বসে থাকা একসাধুকে টেনে নামানো হয় ৷ তাঁকে বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ ৷ এর পর বাকি তিন সাধুকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় ৷ মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম ঘটনার নিন্দা করেছেন ৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, মহারাষ্ট্র সরকার সাধুদের সঙ্গে এমন দুর্ব্যবহার কখনও মেনে নেবে না ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: পালঘরের গণপিটুনির ঘটনায় ধৃত আরও 24

বিধায়ক রাম কদম 2020 সালের পালগড়ের ঘটনার উদাহরণ দিয়ে বলেন, ‘‘মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের সময় পালগড়ে সাধুদের হত্যার ঘটনায় অবিচার করা হয়েছিল ৷ কিন্তু, বর্তমান সরকার সাধুদের সঙ্গে কোনও অবিচার মেনে নেবে না ৷’’ সাঙ্গলি পুলিশ এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ৷

Last Updated : Sep 14, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.