ETV Bharat / bharat

Accident in Jammu: জম্মুতে সেতু থেকে আশি ফুট নীচে পড়ে গেল ট্রাক, মৃত 4

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 1:19 PM IST

Four persons die in truck accident in Jammu: জম্মুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে আশি ফুট নীচে পড়ে গেল একটি ট্রাক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের ৷

Accident in Jammu
জম্মুতে সেতু থেকে আশি ফুট নীচে পড়ে গেল ট্রাক

জম্মু, 20 অক্টোবর: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা ৷ সেতু থেকে নীচে পড়ে গেল একটি ট্রাক ৷ আজ সকালে জম্মুতে একটি ট্রাক সেতুর ডিভাইডারে ধাক্কা দিয়ে প্রায় আশি ফুট উপর থেকে নীচে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের ৷

শুক্রবার জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ৷ আধিকারিকরা জানান যে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর থেকে নীচে পড়ে যায় ট্রাকটি ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল চার জনের ৷ আধিকারিকরা জানান, ঝাজ্জারকোটলিতে ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেতুর ডিভাইডারে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে সেই ডিভাইডার ভেঙে সেতুর নীচে পড়ে যায় ট্রাকটি ৷ আধিকারিকদের মতে, আনুমানিক আশি ফুট উচ্চতা থেকে ছিটকে গিয়ে নীচে পড়ে যায় ট্রাকটি ৷ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকের চালক ও কন্ডাক্টরও রয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ক্যাম্পাসে বাইক দুর্ঘটনায় জেএনইউ ছাত্রের মৃত্যু, আহত 3

দুর্ঘটনাটি ঝাজ্জারকোটলিতে 44 নং জাতীয় সড়কের উপর ঘটে ৷ ট্রাকটির নিবন্ধন নম্বর RJ13GB/5654 ৷ পুলিশের দল ঘটনাস্থলে আসার পর আরও দুটি প্রাণহীন দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে ৷ তবে তাঁরা ওই ট্রাকেই ছিলেন, নাকি ট্রাকের ধাক্কায় তাঁরাও দুর্ঘটনার কবলে পড়েন, তা এখনও স্পষ্ট নয় ৷

একজন আধিকারিক জানিয়েছেন যে, এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ নিহতদের পরিচয় এখনও জানা যায়নি । তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং দেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে ৷

জম্মু, 20 অক্টোবর: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা ৷ সেতু থেকে নীচে পড়ে গেল একটি ট্রাক ৷ আজ সকালে জম্মুতে একটি ট্রাক সেতুর ডিভাইডারে ধাক্কা দিয়ে প্রায় আশি ফুট উপর থেকে নীচে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের ৷

শুক্রবার জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ৷ আধিকারিকরা জানান যে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর থেকে নীচে পড়ে যায় ট্রাকটি ৷ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল চার জনের ৷ আধিকারিকরা জানান, ঝাজ্জারকোটলিতে ট্রাকটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেতুর ডিভাইডারে ধাক্কা মারে ৷ সঙ্গে সঙ্গে সেই ডিভাইডার ভেঙে সেতুর নীচে পড়ে যায় ট্রাকটি ৷ আধিকারিকদের মতে, আনুমানিক আশি ফুট উচ্চতা থেকে ছিটকে গিয়ে নীচে পড়ে যায় ট্রাকটি ৷ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকের চালক ও কন্ডাক্টরও রয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ক্যাম্পাসে বাইক দুর্ঘটনায় জেএনইউ ছাত্রের মৃত্যু, আহত 3

দুর্ঘটনাটি ঝাজ্জারকোটলিতে 44 নং জাতীয় সড়কের উপর ঘটে ৷ ট্রাকটির নিবন্ধন নম্বর RJ13GB/5654 ৷ পুলিশের দল ঘটনাস্থলে আসার পর আরও দুটি প্রাণহীন দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে ৷ তবে তাঁরা ওই ট্রাকেই ছিলেন, নাকি ট্রাকের ধাক্কায় তাঁরাও দুর্ঘটনার কবলে পড়েন, তা এখনও স্পষ্ট নয় ৷

একজন আধিকারিক জানিয়েছেন যে, এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ নিহতদের পরিচয় এখনও জানা যায়নি । তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং দেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.