ETV Bharat / bharat

Karnataka Murder Case: সম্পত্তি নিয়ে বিবাদ, পরিবারের 4 সদস্যকে কুপিয়ে খুন মহিলার ! - কুপিয়ে হত্যা

সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের জেরে একই পরিবারের 4 সদস্যকে হত্যার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ভাটকালে (Karnataka Murder Case) ৷ ঘটনায় মহিলা এবং তাঁর বাবাকে পুলিশ আটক করেছে ৷

Karnataka Murder Case ETV BHARAT
Karnataka Murder Case
author img

By

Published : Feb 25, 2023, 4:30 PM IST

ভাটকাল (কর্ণাটক), 25 ফেব্রুয়ারি: সম্পত্তি নিয়ে বিবাদের জের ৷ একই পরিবারের 4 সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে এক মহিলা এবং তাঁর বাবাকে আটক করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তরকান্নাড় জেলার ভাটকাল তালুকে ৷ ঘটনায় মৃত শম্ভু ভাট (65), তাঁর স্ত্রী মাদেবী ভাট (45), ছোট ছেলে রাজীব ভাট (34) এবং পুত্রবধূ কুসুমা ভাট (30)-এর দেহ হাদাভাল্লি গ্রামে শুক্রবার সকালে পাওয়া গিয়েছে (Four People of Same Family Brutally Murder in Karnataka) ৷ ঘটনা জড়িত বিনয় নামে আরেক অভিযুক্ত পলাতক ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শম্ভু ভাটের বড় ছেলে শ্রীধর ভাট অসুস্থতার কারণে মারা গিয়েছেন ৷ তখন থেকে তাঁর বড় পুত্রবধূ বিদ্যা ভাট তাঁর বাপের বাড়িতে থাকতেন ৷ সম্প্রতি তিনি শ্বশুর বাড়ির কাছে সম্পত্তির দাবি করেন ৷ সেই মতো শম্ভু ভাট তাঁর মৃত বড় ছেলের অংশ বিদ্যার নামে করে দেন ৷ কিন্তু, তারপরেও বিদ্যা এবং তাঁর বাপের বাড়ির লোকজন সম্পত্তির জন্য চাপ দিচ্ছিলেন ৷

এই অবস্থায় বৃহস্পতিবার শম্ভু ভাটের পরিবারের উপর হামলা চালায় বিদ্যা, তাঁর বাবা এবং ভাই বিনয় ৷ শম্ভু ভাট-সহ তাঁর পুরো পরিবারকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ তবে, প্রাণে বেঁচে যায় পরিবারের দুই শিশু ৷ তাদের একজন বাড়ির ভিতরে ঘুমোচ্ছিল এবং আরেকজন প্রতিবেশীর বাড়িতে ছিল ৷ এই ঘটনায় বিদ্যা এবং তাঁর বাবাকে আটক করেছে পুলিশ ৷ কিন্তু, তাঁর ভাই বিনয় ঘটনার পর থেকে পলাতক ৷ তাঁর খোঁজে ভাটকাল পুলিশ খোঁজ শুরু করেছে ৷

আরও পড়ুন: বান্ধবীর নগ্ন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, প্রতিশোধ নিতে বন্ধুকে খুন যুবকের !

প্রাথমিক তদন্তে পুরো বিষয়টি সম্পত্তির কারণে বলে অনুমান করছে পুলিশ ৷ বিদ্যা ভাট এবং তাঁর বাবাকে জেরা করছেন তদন্তকারীরা ৷ কিন্তু, তাঁরা খুনের অভিযোগ স্বীকার করেননি ৷ অন্যদিকে, চারটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

ভাটকাল (কর্ণাটক), 25 ফেব্রুয়ারি: সম্পত্তি নিয়ে বিবাদের জের ৷ একই পরিবারের 4 সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগে এক মহিলা এবং তাঁর বাবাকে আটক করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তরকান্নাড় জেলার ভাটকাল তালুকে ৷ ঘটনায় মৃত শম্ভু ভাট (65), তাঁর স্ত্রী মাদেবী ভাট (45), ছোট ছেলে রাজীব ভাট (34) এবং পুত্রবধূ কুসুমা ভাট (30)-এর দেহ হাদাভাল্লি গ্রামে শুক্রবার সকালে পাওয়া গিয়েছে (Four People of Same Family Brutally Murder in Karnataka) ৷ ঘটনা জড়িত বিনয় নামে আরেক অভিযুক্ত পলাতক ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শম্ভু ভাটের বড় ছেলে শ্রীধর ভাট অসুস্থতার কারণে মারা গিয়েছেন ৷ তখন থেকে তাঁর বড় পুত্রবধূ বিদ্যা ভাট তাঁর বাপের বাড়িতে থাকতেন ৷ সম্প্রতি তিনি শ্বশুর বাড়ির কাছে সম্পত্তির দাবি করেন ৷ সেই মতো শম্ভু ভাট তাঁর মৃত বড় ছেলের অংশ বিদ্যার নামে করে দেন ৷ কিন্তু, তারপরেও বিদ্যা এবং তাঁর বাপের বাড়ির লোকজন সম্পত্তির জন্য চাপ দিচ্ছিলেন ৷

এই অবস্থায় বৃহস্পতিবার শম্ভু ভাটের পরিবারের উপর হামলা চালায় বিদ্যা, তাঁর বাবা এবং ভাই বিনয় ৷ শম্ভু ভাট-সহ তাঁর পুরো পরিবারকে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ তবে, প্রাণে বেঁচে যায় পরিবারের দুই শিশু ৷ তাদের একজন বাড়ির ভিতরে ঘুমোচ্ছিল এবং আরেকজন প্রতিবেশীর বাড়িতে ছিল ৷ এই ঘটনায় বিদ্যা এবং তাঁর বাবাকে আটক করেছে পুলিশ ৷ কিন্তু, তাঁর ভাই বিনয় ঘটনার পর থেকে পলাতক ৷ তাঁর খোঁজে ভাটকাল পুলিশ খোঁজ শুরু করেছে ৷

আরও পড়ুন: বান্ধবীর নগ্ন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, প্রতিশোধ নিতে বন্ধুকে খুন যুবকের !

প্রাথমিক তদন্তে পুরো বিষয়টি সম্পত্তির কারণে বলে অনুমান করছে পুলিশ ৷ বিদ্যা ভাট এবং তাঁর বাবাকে জেরা করছেন তদন্তকারীরা ৷ কিন্তু, তাঁরা খুনের অভিযোগ স্বীকার করেননি ৷ অন্যদিকে, চারটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.