ETV Bharat / bharat

Road Accident in Ambala: অম্বালার খালে গাড়ি পড়ে মৃত্যু 4 জনের, 24 ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ

অম্বালা জেলার নরওয়ানা ব্রাঞ্চ খালে একটি গাড়ি পড়ে চার জনের মৃত্যু হয়েছে (Car Fell into Narwana Branch Canal in Ambala) ৷ উদ্ধারকাজ শুরু হতে সময় লেগে গেল 24 ঘণ্টা!

four-people-of-a-family-of-punjab-died-after-car-fell-into-narwana-branch-canal-in-ambala
four-people-of-a-family-of-punjab-died-after-car-fell-into-narwana-branch-canal-in-ambala
author img

By

Published : Dec 6, 2022, 11:44 AM IST

অম্বালা, 6 ডিসেম্বর: হরিয়ানার অম্বালা জেলায় পথ দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে (Four People of A Family of Punjab Died) ৷ রবিবার বেলা 11টা নাগাদ অম্বালা জেলার নরবানা ব্রাঞ্চ খালে একটি গাড়ি পড়ে যায় (Car Fell into Narwana Branch Canal in Ambala) ৷ কিন্তু, গাড়ি-সহ দেহ উদ্ধার হয় দুর্ঘটনার 24 ঘণ্টারও বেশি সময় পরে ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনার খবর সোমবার সকালে পুলিশ পেয়েছে ৷ ঘটনায় এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং দুই সন্তান প্রাণ হারিয়েছেন ৷ মৃতেরা পঞ্জাবের টিবানা গ্রামের বাসিন্দা ৷ পুলিশ চারজনের দেহ উদ্ধার করেছে ৷

নাগাল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বছর 40-এর কুলবীর সিং নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার ওই গাড়িতে ছিলেন ৷ নরবানা ব্রাঞ্চ খালের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় (Road Accident in Ambala) ৷ তবে, পুলিশের কাছে এই দুর্ঘটনার কোনও খবর ছিল না ৷ সোমবার সকালে নাগাল পুলিশের কাছে খবর যায়, নরবানা ব্রাঞ্চ খালে একটি গাড়ি পড়ে রয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ সেখানে গিয়ে প্রায় 3 ঘণ্টার চেষ্টায় খাল থেকে গাড়িটি বের করা হয় ৷ তখনই পুলিশ দেখতে পায়, গাড়ির ভিতরে 4 জনের দেহ রয়েছে ৷

আরও পড়ুন: শবরীমালা দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু 4 পুণ্যার্থীর

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবেই 4 জনের মৃত্যু হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য অম্বালা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ কুলবীর সিং ছাড়াও তাঁর স্ত্রী কমলজিৎ কৌর, বড় মেয়ে জশনপ্রীত কৌর এবং ছোট মেয়ে খুশদীপ কৌরের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

অম্বালা, 6 ডিসেম্বর: হরিয়ানার অম্বালা জেলায় পথ দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে (Four People of A Family of Punjab Died) ৷ রবিবার বেলা 11টা নাগাদ অম্বালা জেলার নরবানা ব্রাঞ্চ খালে একটি গাড়ি পড়ে যায় (Car Fell into Narwana Branch Canal in Ambala) ৷ কিন্তু, গাড়ি-সহ দেহ উদ্ধার হয় দুর্ঘটনার 24 ঘণ্টারও বেশি সময় পরে ৷ জানা গিয়েছে, এই দুর্ঘটনার খবর সোমবার সকালে পুলিশ পেয়েছে ৷ ঘটনায় এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং দুই সন্তান প্রাণ হারিয়েছেন ৷ মৃতেরা পঞ্জাবের টিবানা গ্রামের বাসিন্দা ৷ পুলিশ চারজনের দেহ উদ্ধার করেছে ৷

নাগাল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বছর 40-এর কুলবীর সিং নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার ওই গাড়িতে ছিলেন ৷ নরবানা ব্রাঞ্চ খালের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় (Road Accident in Ambala) ৷ তবে, পুলিশের কাছে এই দুর্ঘটনার কোনও খবর ছিল না ৷ সোমবার সকালে নাগাল পুলিশের কাছে খবর যায়, নরবানা ব্রাঞ্চ খালে একটি গাড়ি পড়ে রয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ সেখানে গিয়ে প্রায় 3 ঘণ্টার চেষ্টায় খাল থেকে গাড়িটি বের করা হয় ৷ তখনই পুলিশ দেখতে পায়, গাড়ির ভিতরে 4 জনের দেহ রয়েছে ৷

আরও পড়ুন: শবরীমালা দর্শন করে ফেরার পথে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে মৃত্যু 4 পুণ্যার্থীর

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবেই 4 জনের মৃত্যু হয়েছে ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য অম্বালা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ কুলবীর সিং ছাড়াও তাঁর স্ত্রী কমলজিৎ কৌর, বড় মেয়ে জশনপ্রীত কৌর এবং ছোট মেয়ে খুশদীপ কৌরের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.