ETV Bharat / bharat

Woman Gang Raped: বিজয়ওয়াড়ায় চার বন্ধু মিলে তিনদিন ধরে মহিলাকে ধর্ষণ ! - তিন দিন ধরে ধর্ষণ মহিলাকে

বিজয়ওয়াড়ায় মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ (Woman Gang Raped) ৷ একটি ঘরে বন্দি করে তিনদিন ধরে নৃশংসতা চালানো হয় তাঁর ওপর বলে জানা গিয়েছে ৷

ফাইল চিত্র
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 20, 2022, 7:27 PM IST

বিজয়ওয়াড়া, 20 ডিসেম্বর: সোমবার রাতে সামনে এসেছে বিজয়ওয়াড়ায় (Vijayawada) একটি ঘটনা ৷ এক মহিলাকে ঘরে আটকে রেখে চারজন পুরুষ তিনদিন ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ (Four men gang raped Woman) । ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ওই মহিলাকে 17 ডিসেম্বর সুলভ কমপ্লেক্সে কর্মরত এক ব্যক্তি কানুরুর সনতনগরের একটি ঘরে নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় আরও তিন বন্ধু মিলে তিনদিন ধরে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । গুরুতর অবস্থায় সোমবার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে ৷ তারপরেই সামনে আসে এই নৃশংসতার ঘটনা ৷

আরও পড়ুন: ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ীর পুত্র ! মহেশতলায় ধুন্ধুমার

সূত্রে খবর, পেনামালুর পুলিশ এসে ওই মহিলার সঙ্গে কথা বলে হাসপাতালে । সোমবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন । অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ ৷

বিজয়ওয়াড়া, 20 ডিসেম্বর: সোমবার রাতে সামনে এসেছে বিজয়ওয়াড়ায় (Vijayawada) একটি ঘটনা ৷ এক মহিলাকে ঘরে আটকে রেখে চারজন পুরুষ তিনদিন ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ (Four men gang raped Woman) । ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷

ওই মহিলাকে 17 ডিসেম্বর সুলভ কমপ্লেক্সে কর্মরত এক ব্যক্তি কানুরুর সনতনগরের একটি ঘরে নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় আরও তিন বন্ধু মিলে তিনদিন ধরে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ । গুরুতর অবস্থায় সোমবার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে ৷ তারপরেই সামনে আসে এই নৃশংসতার ঘটনা ৷

আরও পড়ুন: ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ব্যবসায়ীর পুত্র ! মহেশতলায় ধুন্ধুমার

সূত্রে খবর, পেনামালুর পুলিশ এসে ওই মহিলার সঙ্গে কথা বলে হাসপাতালে । সোমবার রাতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন । অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.