ETV Bharat / bharat

Accident in Shimla: সিমলায় খাদে গাড়ি পড়ে চারজনের মৃত্যু

author img

By

Published : Mar 8, 2023, 3:36 PM IST

হিমাচল প্রদেশের সিমলায় গাড়ি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে (Four Killed in Road Accident in Shimla) ৷ মৃতদের মধ্যে একজন সেনা জওয়ান ৷ বাকি তিনজন ছাত্র ৷

Accident in Shimla
Accident in Shimla

সিমলা (হিমাচল প্রদেশ), 8 মার্চ: খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের সিমলার চৌপালে (Car Fell into Ditch in Shimla) ৷ এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চারজনেরই মৃত্যু হয় । দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, বুধবার পুলিশ খবর পায় যে স্থানীয় নেরুভা বাজার থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে (Car Accident in Shimla) ৷ ঘটনাস্থল ডালটানালা গ্রাম পঞ্চায়েত কেডিতে । গাড়িটি প্রায় 200 মিটার নীচে নর্দমায় পড়ে যায় ৷ ওই গাড়িতে চারজন ছিলেন ৷ চারজনই গুরুতর জখম হন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে ৷ হিমাচল পুলিশের এএসপি সুনীল নেগি জানান, ঘটনাটি ঘটেছে সকালে । ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

প্রাথমিক তদন্তের পর মৃতদের পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ মৃতদের নাম - লাকি সিং ঠাকুর (23), অক্ষয় নানটা (23), আশিস সিং শর্মা ওরফে আশু (18) ও ঋত্বিক শর্মা (18) ৷ লাকি সেনাবাহিনীর জওয়ান৷ বাকিরা ছাত্র ৷ অক্ষয় কলেজে পড়াশোনা করতেন ৷ আশু ও ঋত্বিক স্কুলে পড়ছিলেন৷ চারজনই সিমলার নেরুভা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ৷

পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবারের কাছে খবর দেওয়া হয় ৷ তাঁরা মৃতদেহ শনাক্ত করেন ৷ আপাতত খতিয়ে দেখা হচ্ছে যে কীভাবে এই দুর্ঘটনা ঘটল ৷ প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ ৷ তবে তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে চারটি পরিবারে ৷ তরতাজা চারটে প্রাণ চলে যাওয়ায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ের সদ্যোজাত সন্তানকে খুনে অভিযুক্ত বাবা

সিমলা (হিমাচল প্রদেশ), 8 মার্চ: খাদে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশের সিমলার চৌপালে (Car Fell into Ditch in Shimla) ৷ এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন ৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চারজনেরই মৃত্যু হয় । দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, বুধবার পুলিশ খবর পায় যে স্থানীয় নেরুভা বাজার থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে (Car Accident in Shimla) ৷ ঘটনাস্থল ডালটানালা গ্রাম পঞ্চায়েত কেডিতে । গাড়িটি প্রায় 200 মিটার নীচে নর্দমায় পড়ে যায় ৷ ওই গাড়িতে চারজন ছিলেন ৷ চারজনই গুরুতর জখম হন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে ৷ হিমাচল পুলিশের এএসপি সুনীল নেগি জানান, ঘটনাটি ঘটেছে সকালে । ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

প্রাথমিক তদন্তের পর মৃতদের পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ মৃতদের নাম - লাকি সিং ঠাকুর (23), অক্ষয় নানটা (23), আশিস সিং শর্মা ওরফে আশু (18) ও ঋত্বিক শর্মা (18) ৷ লাকি সেনাবাহিনীর জওয়ান৷ বাকিরা ছাত্র ৷ অক্ষয় কলেজে পড়াশোনা করতেন ৷ আশু ও ঋত্বিক স্কুলে পড়ছিলেন৷ চারজনই সিমলার নেরুভা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা ৷

পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবারের কাছে খবর দেওয়া হয় ৷ তাঁরা মৃতদেহ শনাক্ত করেন ৷ আপাতত খতিয়ে দেখা হচ্ছে যে কীভাবে এই দুর্ঘটনা ঘটল ৷ প্রাথমিকভাবে অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করছে পুলিশ ৷ তবে তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ ৷ এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে চারটি পরিবারে ৷ তরতাজা চারটে প্রাণ চলে যাওয়ায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ের সদ্যোজাত সন্তানকে খুনে অভিযুক্ত বাবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.