ETV Bharat / bharat

Aurangabad Accident: ঔরঙ্গাবাদে পথ দুর্ঘটনায় মৃত 4, আহত 5 - Ahmednagar highway

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4। আহত হয়েছেন আরও পাঁচজন ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের আহমেদনগর হাইওয়ের কাছে একটি জায়গায় (Four Dead By Accident on Aurangabad) ৷

Aurangabad Accident
ঔরঙ্গাবাদে পথ দুর্ঘটনায় মৃত 4, আহত 5
author img

By

Published : Nov 19, 2022, 10:39 AM IST

Updated : Nov 19, 2022, 11:07 AM IST

ঔরঙ্কাবাদ, 19 নভেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হল । আহত হয়েছেন আরও পাঁচজন (Four Dead By Accident on Aurangabad) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের আহমেদনগর হাইওয়ের কাছে ৷ জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ সূত্র খবর, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জানা গিয়েছে, কাইগাঁওয়ে একটি মারুতি এবং একটি ওয়াগন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে দুটি গাড়িই আক্ষরিক অর্থে দুমড়ে-মুচড়ে গিয়েছে । দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই প্রচন্ড গতিতে ছিল বলে খবর ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন । ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে । এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের বের করে আনা হয় । তবে চারজন ঘটনাস্থলেই মারা যান । আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: সোনারপুরে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

আহতরা হলেন, রাওসাহেব মতি (56), সুধীর পাতিল (45), রতন বেদওয়াল (38) ৷ সিদ্ধার্থ জংলি (15), ছায়া হেমন্ত জংলি (40), শকুন্তলা জংলি (70) ৷ এরা অমরাবতীর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

ঔরঙ্কাবাদ, 19 নভেম্বর: ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হল । আহত হয়েছেন আরও পাঁচজন (Four Dead By Accident on Aurangabad) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে ঔরঙ্গাবাদের আহমেদনগর হাইওয়ের কাছে ৷ জানা গিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ সূত্র খবর, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জানা গিয়েছে, কাইগাঁওয়ে একটি মারুতি এবং একটি ওয়াগন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে দুটি গাড়িই আক্ষরিক অর্থে দুমড়ে-মুচড়ে গিয়েছে । দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই প্রচন্ড গতিতে ছিল বলে খবর ৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন । ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে । এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহতদের বের করে আনা হয় । তবে চারজন ঘটনাস্থলেই মারা যান । আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন: সোনারপুরে বন্ধুর বাড়ি থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ দেহ

আহতরা হলেন, রাওসাহেব মতি (56), সুধীর পাতিল (45), রতন বেদওয়াল (38) ৷ সিদ্ধার্থ জংলি (15), ছায়া হেমন্ত জংলি (40), শকুন্তলা জংলি (70) ৷ এরা অমরাবতীর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

Last Updated : Nov 19, 2022, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.