ETV Bharat / bharat

Raipur Train Blast : রায়পুরে সিআরপিএফ স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, জখম 4

author img

By

Published : Oct 16, 2021, 9:48 AM IST

Updated : Oct 16, 2021, 11:19 AM IST

রায়পুর স্টেশনে সিআরপিএফ স্পেশাল ট্রেনে বিস্ফোরণ ৷ জখম হয়েছেন চারজন কর্মী ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷ ইগনাইটার সেটের বাক্স মাটিতে পড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে ৷

Raipur Blast
Raipur Blast

রায়পুর, 16 অক্টোবর : ট্রেনের ভিতর বিস্ফোরণ ! ছত্তিশগড়ের রায়পুর রেল স্টেশনে শনিবার সকালে সিআরপিএফ স্পেশাল ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ ঘটনায় জখম হয়েছেন চার সিআরপিএফ কর্মী ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷ হঠাৎ এই বিস্ফোরণের হইচই পড়ে যায় ৷ এটি কোনও নাশকতামূলক বিস্ফোরণ নয় বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ তবে তদন্ত শুরু করা হয়েছে ৷

শনিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ সিআরপিএফের 122 নম্বর ব্যাটেলিয়ন ট্রেনে ওঠার তোড়জোড় করছিলেন ৷ তাঁরা জম্মু যাচ্ছিলেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালপত্র কামরায় তোলার সময় ইগনাইটার সেটের একটি বাক্স কামরায় মেঝেতে পড়ে যায় ৷ তা থেকেই বিস্ফোরণটি ঘটে ৷

  • Chhattisgarh | Four CRPF personnel injured in an explosion caused after a box containing igniter set fell on the floor in a CRPF Special Train at Raipur railway station, says Raipur Police

    — ANI (@ANI) October 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিআরপিএফের এক প্রবীণ আধিকারিক জানান, দুর্ঘটনায় হেড কনস্টেবল বিকাশ চৌহান গুরুতর জখম হয়েছেন ৷ তিনিই ইগনাইটার সেটের বাক্সটি ধরে ছিলেন ৷ তাঁর হাত থেকেই বাক্সটি ভুলবশত পড়ে যায় ৷ তিনি ছাড়া বাকি তিন কর্মী হালকা জখম হয়েছেন ৷ তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিকাশ চৌহান ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা ওই ট্রেনেই জম্মু রওনা দিয়েছেন ৷

ঘটনার পর সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন ৷ তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

রায়পুর, 16 অক্টোবর : ট্রেনের ভিতর বিস্ফোরণ ! ছত্তিশগড়ের রায়পুর রেল স্টেশনে শনিবার সকালে সিআরপিএফ স্পেশাল ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ ঘটনায় জখম হয়েছেন চার সিআরপিএফ কর্মী ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ৷ হঠাৎ এই বিস্ফোরণের হইচই পড়ে যায় ৷ এটি কোনও নাশকতামূলক বিস্ফোরণ নয় বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ তবে তদন্ত শুরু করা হয়েছে ৷

শনিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ সিআরপিএফের 122 নম্বর ব্যাটেলিয়ন ট্রেনে ওঠার তোড়জোড় করছিলেন ৷ তাঁরা জম্মু যাচ্ছিলেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালপত্র কামরায় তোলার সময় ইগনাইটার সেটের একটি বাক্স কামরায় মেঝেতে পড়ে যায় ৷ তা থেকেই বিস্ফোরণটি ঘটে ৷

  • Chhattisgarh | Four CRPF personnel injured in an explosion caused after a box containing igniter set fell on the floor in a CRPF Special Train at Raipur railway station, says Raipur Police

    — ANI (@ANI) October 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সিআরপিএফের এক প্রবীণ আধিকারিক জানান, দুর্ঘটনায় হেড কনস্টেবল বিকাশ চৌহান গুরুতর জখম হয়েছেন ৷ তিনিই ইগনাইটার সেটের বাক্সটি ধরে ছিলেন ৷ তাঁর হাত থেকেই বাক্সটি ভুলবশত পড়ে যায় ৷ তিনি ছাড়া বাকি তিন কর্মী হালকা জখম হয়েছেন ৷ তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বিকাশ চৌহান ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা ওই ট্রেনেই জম্মু রওনা দিয়েছেন ৷

ঘটনার পর সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন ৷ তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

Last Updated : Oct 16, 2021, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.