আড়াহা (বিহার), 15 মার্চ: বিহারের ভোজপুর জেলার সোন নদীতে বুধবার সকালে ডুবে গেল চার শিশু । 8 থেকে 12 বছরের মধ্যে বয়স শিশুগুলির (four children drowned in Sone river) ৷ নদী থেকে বালি উত্তোলনের জায়গায় তারা স্থান করতে গিয়েছিল । নিহত শিশুরা ভোজপুর জেলার আজাইমবাবাদ থানার অন্তর্গত নুরপুর গ্রামের বাসিন্দা ।
গ্রামবাসীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে শিশুগুলির মৃত্যু হয়েছে । বালি উত্তোলনের ফলে শিশুরা জলভরতি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন । নিহতের পরিবারের অভিযোগ, মাফিয়ারা ট্রাকে বোঝাই করার জন্য নদীর তলদেশ থেকে বালি তোলার জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে । নদীর ঘাট খননের ফলে বড় আকারের গর্ত তৈরি হয়েছে ৷ যার জেরে এই মর্মান্তিক ঘটনা বলে দাবি মৃতের পরিবারের । চার শিশু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পিছলে একটি গর্তে পড়ে যায় ৷ যার ফলে তাদের মৃত্যু হয় ।
মৃত শিশুরা হল অমিত কুমার (12), রোহিত কুমার (8), শুভম কুমার (10) এবং 9 বছর বয়সি রোহিত কুমার । পুলিশ জানায়, ডুবে যাওয়া শিশুদের মধ্যে দু'জন ভাই এবং বাকি দু'জন প্রতিবেশী । ঘটনাটিতে গ্রামে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন । স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াহা সদর হাসপাতালে পাঠায় ।
এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় অবৈধ বালি উত্তোলন কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ৷ যা বেশ কিছু বছর ধরে গ্রামবাসীদের ঘুম উড়িয়েছে । গ্রামবাসীরা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে ৷ তারা অভিযোগ করেছে, এর ফলে নদীর তলদেশ হ্রাস পেয়েছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে । এদিনের ঘটনার পর ফের অবৈধ বালি উত্তোলনের বিষয়টিকে সামনে এসেছে ৷ অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ।