ETV Bharat / bharat

Four Children Died in Fire: হিমাচলে ঝুপড়িতে আগুন, প্রাণ গেল 4 নাবালক-নাবালিকার - Una fire incident

হিমাচল প্রদেশের উনা জেলায় এক অগ্নিকাণ্ডে প্রাণ গেল 4 জনের (Una fire incident) ৷ সূত্রের খবর, মৃতদের বয়স 6 থেকে 17 বছরের মধ্যে ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 9, 2023, 10:46 AM IST

Updated : Feb 9, 2023, 11:31 AM IST

উনা (হিমাচল প্রদেশ), 9 ফেব্রুয়ারি: হিমাচল প্রদেশের উনা জেলার আম্ব এলাকায় দুটি ঝুপড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ সকলেই নাবালক- নাবালিকা ৷ এই চারজনের 3 জন সম্পর্কে ভাই-বোন ৷ তাদের বয়স 6 থেকে 17 বছরের মধ্যে ৷ পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে (Himachal Pradesh fire incident) ৷

পুলিশ জানিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যে ঝুপড়ি দুটিতে আগুন লাগে সেগুলিতে পরিযায়ী শ্রমিকরা থাকতেন বলে খবর ৷ মৃতরা প্রত্যেকেই বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ৷ রাতে যখন আগুন লাগে তখন বাচ্চাগুলি ঘুমাচ্ছিল, ফলে তারা আর বাইরে বেরিয়ে আসতে পারেনি ৷ মৃতরা হল শিবম কুমার (6), গোলু কুমার (7), নীতু কুমারী (14), সোনু কুমার (17) (Four children died in fire in Una) ৷

আরও পড়ুন: প্রতিদিন নয়া আক্রান্ত 3! ত্রাসের চেহারা নিচ্ছে এইচআইভি

এই ঘটনা প্রসঙ্গে মৃতদের বাবা রমেশ দাস জানিয়েছেন, যে সময়ে এই আগুন লাগে তখন তিনি ও তাঁর স্ত্রী পাশের অন্য একটি ঝুপড়িতে ঘুমাচ্ছিলেন ৷ দমকল এসে আগুন নেভানোর আগেই তাঁর তিন ছেলে-মেয়ের আগুনে পুড়ে মৃত্যু হয় ৷ মারা যায় তাঁর আরও এক আত্মীয়ের ছেলে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে ৷ কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷

উনার পুলিশ সুপার অর্জিত সেন ঠাকুর জানিয়েছেন, 2টি ঝুপড়িতেই এদিন আগুন লাগে ৷ তাতেই অগ্নিদগ্ধ হয়ে ওই 4 নাবালক-নাবালিকার মৃত্যু হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ৷ মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে ৷

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে মৃত 7

উনা (হিমাচল প্রদেশ), 9 ফেব্রুয়ারি: হিমাচল প্রদেশের উনা জেলার আম্ব এলাকায় দুটি ঝুপড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হল 4 জনের ৷ সকলেই নাবালক- নাবালিকা ৷ এই চারজনের 3 জন সম্পর্কে ভাই-বোন ৷ তাদের বয়স 6 থেকে 17 বছরের মধ্যে ৷ পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে (Himachal Pradesh fire incident) ৷

পুলিশ জানিয়েছে, বুধবার রাত 11টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যে ঝুপড়ি দুটিতে আগুন লাগে সেগুলিতে পরিযায়ী শ্রমিকরা থাকতেন বলে খবর ৷ মৃতরা প্রত্যেকেই বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ৷ রাতে যখন আগুন লাগে তখন বাচ্চাগুলি ঘুমাচ্ছিল, ফলে তারা আর বাইরে বেরিয়ে আসতে পারেনি ৷ মৃতরা হল শিবম কুমার (6), গোলু কুমার (7), নীতু কুমারী (14), সোনু কুমার (17) (Four children died in fire in Una) ৷

আরও পড়ুন: প্রতিদিন নয়া আক্রান্ত 3! ত্রাসের চেহারা নিচ্ছে এইচআইভি

এই ঘটনা প্রসঙ্গে মৃতদের বাবা রমেশ দাস জানিয়েছেন, যে সময়ে এই আগুন লাগে তখন তিনি ও তাঁর স্ত্রী পাশের অন্য একটি ঝুপড়িতে ঘুমাচ্ছিলেন ৷ দমকল এসে আগুন নেভানোর আগেই তাঁর তিন ছেলে-মেয়ের আগুনে পুড়ে মৃত্যু হয় ৷ মারা যায় তাঁর আরও এক আত্মীয়ের ছেলে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে ৷ কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷

উনার পুলিশ সুপার অর্জিত সেন ঠাকুর জানিয়েছেন, 2টি ঝুপড়িতেই এদিন আগুন লাগে ৷ তাতেই অগ্নিদগ্ধ হয়ে ওই 4 নাবালক-নাবালিকার মৃত্যু হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী ৷ মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে ৷

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে মৃত 7

Last Updated : Feb 9, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.