ETV Bharat / bharat

Delhi Assembly: দিল্লি বিধানসভায় চার বিজেপি বিধায়ককে মার্শাল দিয়ে বের করলেন অধ্যক্ষ - আম আদমি পার্টি

বুধবার দিল্লি বিধানসভায় (Delhi Assembly) রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে আম আদমি পার্টি ৷ এই নিয়ে আলোচনা চায় তারা ৷ কিন্তু বিজেপি দুর্নীতির ইস্যুতে আলোচনার দাবিতে সরব (BJP on Corruption Issue) ৷ এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ তখন বিজেপির চার বিধায়ককে মার্শাল দিয়ে বের করার নির্দেশ দেন অধ্যক্ষ রামনিবাস গোয়েল ৷

Delhi Assembly
Delhi Assembly
author img

By

Published : Mar 29, 2023, 2:37 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কির জেরে বিজেপির চারজন বিধায়ককে বুধবার বের করে দেওয়া হল দিল্লি বিধানসভা থেকে (Four BJP MLAs marshalled out of Delhi Assembly) ৷ তাঁরা যে বিষয়ে নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন, সেই নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ রামনিবাস গোয়েল (Delhi Speaker Ram Niwas Goel) ৷ তার জেরেই ওই বিজেপি বিধায়করা অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ ৷ তার পরই মার্শাল দিয়ে তাঁদের বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ ৷

প্রসঙ্গত, এদিন দিল্লি বিধানসভার অধিবেশনে আম আদমি পার্টির তরফে রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় (AAP on Delhi Law and Order) ৷ অভিযোগ করা হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে একটি অনুষ্ঠান চলাকালীন ছাত্রীদের হেনস্তা করা হয়েছে ৷ সেই কারণেই দিল্লিতে নারীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার অভিযোগ তোলা হয় আপের তরফে ৷ এর দায় দিল্লির উপ-রাজ্যপালের উপরই চাপিয়েছে আপ ৷

আপ বিধায়ক ভাবনা গৌর এই বিষয়টি নিয়ে এদিন দিল্লি বিধানসভায় সরব হন ৷ তাঁর দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে ওই অনুষ্ঠান চলাকালীন কয়েকজন পুরুষ দেওয়াল টপকে ঢুকে পড়ে ৷ সেই কারণেই তিনি জাতীয় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি উত্থাপন করেন ৷ কিন্তু বিজেপি বিধায়করা এখন বাতিল হওয়া আবগারি নীতি-সহ দুর্নীতির বিষয়ে আলোচনার দাবিতে সরব হন ৷ কিন্তু অধ্যক্ষ সেই দাবি খারিজ হয়ে যায় ৷ তাঁর বক্তব্য, ওই ইস্যুতে আর আলোচনা করা সম্ভব নয় ৷ কারণ, এই নিয়ে আগেই আলোচনা হয়েছে ৷

গোয়েল বলেন, "আমাদের লজ্জিত হওয়া উচিত যে পুরুষরা মহিলা কলেজে অনুপ্রবেশ করেছিলেন ৷ ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । এটি গুরুতর সমস্যা । মহিলাদের নিরাপত্তা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় ? কলেজটি বিধানসভা ও মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে । রাজ নিবাসের একেবারে সামনেই ৷" কিন্তু বিজেপির বিধায়করা দুর্নীতি নিয়ে আলোচনার দাবিতে অনড় ছিলেন ৷

দিল্লিতে মহিলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ইস্যুতে আলোচনায় অংশ নিতে না চাইলে বিজেপি সদস্যদের অধিবেশন কক্ষ ছেড়ে যাওয়ার অনুরোধ করেন গোয়েল । বিজেপি বিধায়করা তার পর অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ তখন তাই জিতেন্দ্র মহাজন, অজয় মহাওয়ার, ও পি শর্মা ও মোহন সিং বিস্তকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় দিল্লি বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ৷

আরও পড়ুন: আদালত চত্বরে বিচারাধীন বন্দিকে লক্ষ্য করে গুলি করে খুন, গ্রেফতার আততায়ী

নয়াদিল্লি, 29 মার্চ: অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কির জেরে বিজেপির চারজন বিধায়ককে বুধবার বের করে দেওয়া হল দিল্লি বিধানসভা থেকে (Four BJP MLAs marshalled out of Delhi Assembly) ৷ তাঁরা যে বিষয়ে নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন, সেই নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ রামনিবাস গোয়েল (Delhi Speaker Ram Niwas Goel) ৷ তার জেরেই ওই বিজেপি বিধায়করা অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ ৷ তার পরই মার্শাল দিয়ে তাঁদের বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ ৷

প্রসঙ্গত, এদিন দিল্লি বিধানসভার অধিবেশনে আম আদমি পার্টির তরফে রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয় (AAP on Delhi Law and Order) ৷ অভিযোগ করা হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে একটি অনুষ্ঠান চলাকালীন ছাত্রীদের হেনস্তা করা হয়েছে ৷ সেই কারণেই দিল্লিতে নারীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার অভিযোগ তোলা হয় আপের তরফে ৷ এর দায় দিল্লির উপ-রাজ্যপালের উপরই চাপিয়েছে আপ ৷

আপ বিধায়ক ভাবনা গৌর এই বিষয়টি নিয়ে এদিন দিল্লি বিধানসভায় সরব হন ৷ তাঁর দাবি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে ওই অনুষ্ঠান চলাকালীন কয়েকজন পুরুষ দেওয়াল টপকে ঢুকে পড়ে ৷ সেই কারণেই তিনি জাতীয় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়টি উত্থাপন করেন ৷ কিন্তু বিজেপি বিধায়করা এখন বাতিল হওয়া আবগারি নীতি-সহ দুর্নীতির বিষয়ে আলোচনার দাবিতে সরব হন ৷ কিন্তু অধ্যক্ষ সেই দাবি খারিজ হয়ে যায় ৷ তাঁর বক্তব্য, ওই ইস্যুতে আর আলোচনা করা সম্ভব নয় ৷ কারণ, এই নিয়ে আগেই আলোচনা হয়েছে ৷

গোয়েল বলেন, "আমাদের লজ্জিত হওয়া উচিত যে পুরুষরা মহিলা কলেজে অনুপ্রবেশ করেছিলেন ৷ ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । এটি গুরুতর সমস্যা । মহিলাদের নিরাপত্তা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ নয় ? কলেজটি বিধানসভা ও মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে । রাজ নিবাসের একেবারে সামনেই ৷" কিন্তু বিজেপির বিধায়করা দুর্নীতি নিয়ে আলোচনার দাবিতে অনড় ছিলেন ৷

দিল্লিতে মহিলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ইস্যুতে আলোচনায় অংশ নিতে না চাইলে বিজেপি সদস্যদের অধিবেশন কক্ষ ছেড়ে যাওয়ার অনুরোধ করেন গোয়েল । বিজেপি বিধায়করা তার পর অধ্যক্ষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ তখন তাই জিতেন্দ্র মহাজন, অজয় মহাওয়ার, ও পি শর্মা ও মোহন সিং বিস্তকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় দিল্লি বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ৷

আরও পড়ুন: আদালত চত্বরে বিচারাধীন বন্দিকে লক্ষ্য করে গুলি করে খুন, গ্রেফতার আততায়ী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.