ETV Bharat / bharat

Oscar Fernandes : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান - Oscar Fernandes

বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান ৷ সোমবার ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷

former union minister and congress leader oscar fernandes passes away
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্ন্ডাডেজের জীবনাবসান
author img

By

Published : Sep 13, 2021, 3:08 PM IST

Updated : Sep 13, 2021, 3:34 PM IST

ম্যাঙ্গালুরু, 13 সেপ্টেম্বর : বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের (Oscar Fernandes) জীবনাবসান ৷ সোমবার ম্যাঙ্গালুরুর (Mangaluru) একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷

চলতি বছরের জুলাই মাসে যোগাভ্যাস করার সময় তিনি পড়ে যান ৷ তখন তাঁর মাথায় আঘাত লাগে ৷ তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয় ৷

আরও পড়ুন : Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

তাঁকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন অনেক রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা সিদ্ধারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটিল ৷

অস্কার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ তিনি রাজীব গান্ধির (Rajib Gandhi) সংসদীয় সচিব হিসেবে কাজ করেছেন ৷ পরের দিকে তিনি রাহুল গান্ধিরও (Rahul Gandhi) আস্থাভাজন হয়েছিলেন ৷

আরও পড়ুন : CJI Ramana : ইন্দিরা গান্ধির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায় দারুণ সাহসিকতার, বললেন প্রধান বিচারপতি

তাছাড়া 1980 থেকে 1996 পর্যন্ত তিনি কর্নাটকের উদিপি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন ৷ 1998 ও 2004 সালে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷

2004 থেকে 2009, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ৷ এছাড়া দলেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 ৷ রেখে গেলেন স্ত্রী, পুত্র ও কন্যাকে ৷

আরও পড়ুন : Independence Special : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

ম্যাঙ্গালুরু, 13 সেপ্টেম্বর : বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের (Oscar Fernandes) জীবনাবসান ৷ সোমবার ম্যাঙ্গালুরুর (Mangaluru) একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেখানেই গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷

চলতি বছরের জুলাই মাসে যোগাভ্যাস করার সময় তিনি পড়ে যান ৷ তখন তাঁর মাথায় আঘাত লাগে ৷ তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল ৷ সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয় ৷

আরও পড়ুন : Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

তাঁকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন অনেক রাজনৈতিক নেতা ৷ সেই তালিকায় ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা সিদ্ধারামাইয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটিল ৷

অস্কার গান্ধি পরিবারের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ তিনি রাজীব গান্ধির (Rajib Gandhi) সংসদীয় সচিব হিসেবে কাজ করেছেন ৷ পরের দিকে তিনি রাহুল গান্ধিরও (Rahul Gandhi) আস্থাভাজন হয়েছিলেন ৷

আরও পড়ুন : CJI Ramana : ইন্দিরা গান্ধির বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায় দারুণ সাহসিকতার, বললেন প্রধান বিচারপতি

তাছাড়া 1980 থেকে 1996 পর্যন্ত তিনি কর্নাটকের উদিপি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন ৷ 1998 ও 2004 সালে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷

2004 থেকে 2009, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন ৷ সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব ৷ এছাড়া দলেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 ৷ রেখে গেলেন স্ত্রী, পুত্র ও কন্যাকে ৷

আরও পড়ুন : Independence Special : বার্মার ব্রিটিশ কারাগারে একাকী মৃত্যুবরণ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের

Last Updated : Sep 13, 2021, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.