ETV Bharat / bharat

Manmohan Singh : অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং

চলতি বছরের এপ্রিলে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন তিনি ৷ গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন ৷

Manmohan Singh
অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং
author img

By

Published : Oct 13, 2021, 7:14 PM IST

Updated : Oct 13, 2021, 8:12 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে ৷ তবে কংগ্রেস নেতা প্রণব ঝা এক টুইটে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরীক অসুস্থতার খবর একেবারেই ভিত্তিহীন ৷

তিনি সোশ্য়াল মিডিয়ার লিখেছেন, "মনমোহন সিং জি'র শারীরিক অসুস্থতা নিয়ে ভিত্তিহীন কিছু খবর ঘুরে বেড়াচ্ছে ৷ উনি স্থিতিশীল রয়েছেন ৷ হাসপাতালে ওনার রুটিন চিকিৎসা চলছে ৷ প্রয়োজনীয় কোনও আপডেট থাকলে নিশ্চয় শেয়ার করা হবে ৷ সংবাদমাধ্যম বন্ধুদের উদ্বেগের জন্য ধন্যবাদ ৷" যদিও প্রাথমিকভাবে জানা যায় গতকাল থেকে জ্বর এবং শারীরীক দুর্বলতা নিয়ে রাজধানীর এইমসে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

গত 26 সেপ্টেম্বর 89-এ পা দিয়েছেন ড: মনমোহন সিং ৷ চলতি বছরের এপ্রিলে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন তিনি ৷ গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন দেশের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : অজয় মিশ্রের অপসারণ চেয়ে কোবিন্দের কাছে দরবার রাহুল-প্রিয়ঙ্কা-অধীরদের

উল্লেখ্য, 2009 মনমোহন সিংয়ের করোনারি বাইপাস অস্ত্রোপচার হয়েছিল ৷ এর আগেও 2004-এ তাঁর হৃদযন্ত্রে স্টেন বসেছিল ৷ সুুতরাং, হৃদযন্ত্রে একাধিকবার অস্ত্রোপচারের ইতিহাস রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ নয়াদিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে ৷ তবে কংগ্রেস নেতা প্রণব ঝা এক টুইটে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরীক অসুস্থতার খবর একেবারেই ভিত্তিহীন ৷

তিনি সোশ্য়াল মিডিয়ার লিখেছেন, "মনমোহন সিং জি'র শারীরিক অসুস্থতা নিয়ে ভিত্তিহীন কিছু খবর ঘুরে বেড়াচ্ছে ৷ উনি স্থিতিশীল রয়েছেন ৷ হাসপাতালে ওনার রুটিন চিকিৎসা চলছে ৷ প্রয়োজনীয় কোনও আপডেট থাকলে নিশ্চয় শেয়ার করা হবে ৷ সংবাদমাধ্যম বন্ধুদের উদ্বেগের জন্য ধন্যবাদ ৷" যদিও প্রাথমিকভাবে জানা যায় গতকাল থেকে জ্বর এবং শারীরীক দুর্বলতা নিয়ে রাজধানীর এইমসে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ৷

গত 26 সেপ্টেম্বর 89-এ পা দিয়েছেন ড: মনমোহন সিং ৷ চলতি বছরের এপ্রিলে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন তিনি ৷ গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন দেশের ত্রয়োদশতম প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : অজয় মিশ্রের অপসারণ চেয়ে কোবিন্দের কাছে দরবার রাহুল-প্রিয়ঙ্কা-অধীরদের

উল্লেখ্য, 2009 মনমোহন সিংয়ের করোনারি বাইপাস অস্ত্রোপচার হয়েছিল ৷ এর আগেও 2004-এ তাঁর হৃদযন্ত্রে স্টেন বসেছিল ৷ সুুতরাং, হৃদযন্ত্রে একাধিকবার অস্ত্রোপচারের ইতিহাস রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ৷

Last Updated : Oct 13, 2021, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.