মেঘালয়, 25 নভেম্বর : মেঘালয় কংগ্রেসের অন্দরে তুমুল হইচই ৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী (former CM of Meghalaya) তথা কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা ৷ তাঁর সঙ্গে আরও 11 জন বিধায়কও তৃণমূলে নাম লিখিয়েছেন (Mukul Sangma along with 11 MLAs join TMC) ৷
সূত্র মারফত জানা গিয়েছে, আজ দুপুর 1 টা নাগাদ একটি সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হবে ৷ রাজধানী শিলং থেকে এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষ মেতবাহ লিংডোহ-র কাছে কংগ্রেস বিধায়কেরা তাঁদের বিধায়ক পদ ছাড়ার কথা জানিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন ৷ বুধবার গভীর রাতে এক তৃণমূল কংগ্রেস নেতা জানান, মুকুল সাংমা-সহ মোট 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন ৷
আরও পড়ুন : Kirti Azad joins TMC : দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকে প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে জানালেন কীর্তি
মুকুল সাংমার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক (Congress and Mukul Sangma)
মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) মুকুল সাংমার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ইদানীং ভাল যাচ্ছিল না ৷ এক মাস আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সম্প্রতি ভিনসেন্ট এইচ পালাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হয় ৷ এ বিষয়ে মুকুল সাংমার সঙ্গে আগে থেকে কোনও আলোচনা হয়নি বলে সূত্রে জানা গিয়েছে ৷ তাতেই স্বভাবত অসন্তুষ্ট হয়েছিলেন কংগ্রেস বিধায়ক ৷ আর প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতির সঙ্গে তাঁর বনিবনাও হচ্ছিল না ৷ হয়তো এসব কারণেই হাতের সঙ্গ ছাড়লেন সাংমা ৷
আরও পড়ুন : Tripura Municipal Election : বাংলার পর ত্রিপুরাতেও যুযুধান তৃণমূল-বিজেপি
নভেম্বরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে বিহারের কংগ্রেস নেতা কীর্তি আজাদ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রাক্তন উপদেষ্টা পবন বর্মা, হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তানওয়ার তৃণমূলে যোগ দিয়েছেন ৷
2023-এ মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election) ৷ তার আগে কংগ্রেস থেকে এত জন বিধায়কের তৃণমূল যোগ দেওয়া হাত চিহ্নের জন্য একটা বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তর-পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের জন্য এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ আজ ত্রিপুরায় পৌরনির্বাচনে তৃণমূল বনাম বিজেপি লড়াই তুঙ্গে ৷ এছাড়া গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারে তৃণমূল কংগ্রেস ৷