ETV Bharat / bharat

দেশদ্রোহিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ডিআরডিও’র প্রাক্তন ফোটোগ্রাফারের - আইএসআই

চাঁদিপুর থেকে গ্রেপ্তার হওয়া ডিআরডিও-র ফোটোগ্রাফার ঈশ্বর গুপ্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বালাসোরের আদালত ৷ তাঁর বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-কে দেশের গুরুত্বপূর্ণ নথি বিক্রি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল ৷ আজ সেই মামলার রায় ঘোষণা হল ৷

former-drdo-chandipur-photographer-gets-life-sentence-on-the-charge-of-spying-for-pakistans-intelligence-agency-isi
দেশদ্রোহিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ডিআরডিও’র প্রাক্তন ফোটোগ্রাফারের
author img

By

Published : Feb 11, 2021, 5:22 PM IST

বালাসোর, 11 ফেব্রুয়ারি : আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে দোষী সাব্যস্ত ডিআরডিও-র চাঁদিপুরের ফোটোগ্রাফার ঈশ্বর বেহরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ৷ আজ বালাসোরের অতিরিক্ত জেলা জর্জ কোর্ট এই সাজা শুনিয়েছে ৷ 2015 সালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে ঈশ্বর বেহরাকে গ্রেপ্তার করা হয় ৷

ঈশ্বর বেহরা চুক্তিভিত্তিক ফোটোগ্রাফার হিসেবে ডিআরডিও-র সঙ্গে কাজ করত ৷ 2014 সালে ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখা তাকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ ছিল, ডিআরডিও-র বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নথি পাক গুপ্তচর সংস্থার কাছে বিক্রি করেছিল সে ৷ ঈশ্বর বেহরা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কান্তিপুরের বাসিন্দা ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ডিআরডিও-র সঙ্গে কাজ করার সময় ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তির মেরুটে আলাপ হয় ৷ তারপরেই সে দেশের বেশকিছু সংবেদনশীল ও গোপন তথ্য আইএসআইয়ের কাছে বিক্রি করেছিল বলে জানা যায় ৷ ঈশ্বর বেহরার মোবাইল ট্র্যাক করে এই তথ্য পায় তদন্তকারীরা ৷ এই তথ্যের ভিত্তিতে এবং অপরাধ দমন শাখার নির্দেশে চাঁদিপুর পুলিশ 2014 সালে 22 ডিসেম্বর ঈশ্বর বেহরাকে গ্রেপ্তার করে ৷ তার বিরুদ্ধে, অপরাধমূলক ষড়যন্ত্র, দেশদ্রোহ, গোপনীয় তথ্য জনসমক্ষে আনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ ৷

আরও পড়ুন : QRSAM ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল DRDO

আজ সেই মামলায় ঈশ্বর বেহরাকে দেশদ্রোহীতার অপরাধে যাবজ্জীবন সাজা শোনালো আদালত ৷

বালাসোর, 11 ফেব্রুয়ারি : আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে দোষী সাব্যস্ত ডিআরডিও-র চাঁদিপুরের ফোটোগ্রাফার ঈশ্বর বেহরাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ৷ আজ বালাসোরের অতিরিক্ত জেলা জর্জ কোর্ট এই সাজা শুনিয়েছে ৷ 2015 সালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে চরবৃত্তি করার অভিযোগে ঈশ্বর বেহরাকে গ্রেপ্তার করা হয় ৷

ঈশ্বর বেহরা চুক্তিভিত্তিক ফোটোগ্রাফার হিসেবে ডিআরডিও-র সঙ্গে কাজ করত ৷ 2014 সালে ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখা তাকে গ্রেপ্তার করে ৷ অভিযোগ ছিল, ডিআরডিও-র বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল নথি পাক গুপ্তচর সংস্থার কাছে বিক্রি করেছিল সে ৷ ঈশ্বর বেহরা ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কান্তিপুরের বাসিন্দা ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ডিআরডিও-র সঙ্গে কাজ করার সময় ঈশ্বরের সঙ্গে এক ব্যক্তির মেরুটে আলাপ হয় ৷ তারপরেই সে দেশের বেশকিছু সংবেদনশীল ও গোপন তথ্য আইএসআইয়ের কাছে বিক্রি করেছিল বলে জানা যায় ৷ ঈশ্বর বেহরার মোবাইল ট্র্যাক করে এই তথ্য পায় তদন্তকারীরা ৷ এই তথ্যের ভিত্তিতে এবং অপরাধ দমন শাখার নির্দেশে চাঁদিপুর পুলিশ 2014 সালে 22 ডিসেম্বর ঈশ্বর বেহরাকে গ্রেপ্তার করে ৷ তার বিরুদ্ধে, অপরাধমূলক ষড়যন্ত্র, দেশদ্রোহ, গোপনীয় তথ্য জনসমক্ষে আনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ ৷

আরও পড়ুন : QRSAM ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল DRDO

আজ সেই মামলায় ঈশ্বর বেহরাকে দেশদ্রোহীতার অপরাধে যাবজ্জীবন সাজা শোনালো আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.