নয়াদিল্লি, 25 মে: তিহাড় সংশোধনাগারের শৌচালয়ে পড়ে গিয়ে হাসপাতালে ভরতি হতে হল দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ৷ বৃহস্পতিবার সকালে তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে তাঁকে এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ।
তিহাড় সংশোধনাগারের ডিজি জানিয়েছেন, কারাগার প্রাঙ্গণে 7 নম্বর সেলে বন্দি ছিলেন সত্যেন্দ্র জৈন ৷ বৃহস্পতিবার সকাল 6 টার দিকে শৌচালয়ে পড়ে যান তিনি । তাঁকে দুর্বলতার জন্য প্রথমে পর্যবেক্ষণে রাখা হয় । চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন । তাঁর পালস বিট স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে । তবে পিঠে, বাম পা ও কাঁধে ব্যথার কারণে তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয় । এরপর অবস্থার অবনতি হলে সতেন্দ্র জৈনকে দিল্লির এলএনজেপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
গত সপ্তাহেও সত্যেন্দ্র জৈন শৌচালয়ে পড়ে গিয়েছিলেন এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন । সোমবার তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে একজন নিউরোসার্জন তাঁর চিকিৎসা করেন ৷ সেই সময়ই তাঁর ছবি সামনে আসে, যেখানে তাঁকে খুব দুর্বল দেখাচ্ছিল । চিকিৎসকের মতে, তাঁর ওজন 35 কেজি কমে গিয়েছে ।
অর্থ পাচারের মামলায় গ্রেফতার হওয়ার পর সত্যেন্দ্র জৈন প্রায় এক বছর ধরে তিহাড় সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ গত এক বছর ধরে তিনি শুধু ফলই খেয়েছেন, নিয়মিত খাবারও গ্রহণ করেননি বলে জানা গিয়েছে । সত্যেন্দ্র জৈন এর আগে আদালতে আবেদন করেছিলেন যে, তিনি ধর্মীয় ঐতিহ্য অনুসরণ করছেন এবং সে জন্য মন্দিরে না গিয়ে রান্না করা খাবার খান না তিনি । তিনি জানিয়েছেন, তাঁরা প্রতিদিন প্রথমে মন্দিরে যান, তারপর রান্না করা খাবার খান ।
জানা গিয়েছে, গত এক বছরে সত্যেন্দ্র জৈনের মেরুদণ্ড সংক্রান্ত দুটি অস্ত্রোপচার হয়েছে । তা সত্ত্বেও প্রায় 358 দিন রান্না করা খাবার ত্যাগ করেছেন তিনি । শুধু ফলমূল ও কাঁচা শাকসবজি খেয়েই রয়েছেন তিনি । চিকিত্সকদের মতে, রান্না করা খাবার না খাওয়ায় তাঁর পেশির মারাত্মক ক্ষতি হয়েছে । এর কারণেই গত এক বছরে সত্যেন্দ্র জৈনের ওজন প্রায় 35 কেজি কমে গিয়েছে ।
আরও পড়ুন: কারাকক্ষে জেল সুপারের সঙ্গে বৈঠকে সত্যেন্দ্র, ফের প্রকাশ্যে ভিডিয়ো