ETV Bharat / bharat

Anil Antony Joins BJP: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কংগ্রেসের অ্যান্টনির পুত্র অনিল যোগ দিলেন বিজেপিতে - PM Narendra Modi

বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি ৷ মনমোহন সিংয়ের সরকারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁর ছেলে অনিল বৃহস্পতিবার যোগ দিলেন বিজেপিতে ৷

Anil Antony Joins BJP
Anil Antony Joins BJP
author img

By

Published : Apr 6, 2023, 4:21 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিলেন ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে গিয়ে তিনি পদ্ম শিবিরে শরিক হন ৷ তাঁকে বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল ৷

অনিল বাবার মতোই কংগ্রেসে ছিলেন ৷ কিন্তু মাস তিনেক আগে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ কারণ, গুজরাত দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার সমালোচনা করে তৈরি হওয়া বিবিসির তথ্যচিত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ টুইট করে তিনি লিখেছিলেন, বিজেপির সঙ্গে মতপার্থক্য থাকলেও বিবিসির তথ্যচিত্র ভারতের সার্বভৌমত্বে আঘাত করেছে ৷ যদিও কংগ্রেস ওই তথ্যচিত্রের বিরুদ্ধে কথা বলেনি ৷ বরং দলের নেতারা এই নিয়ে মোদি ও বিজেপিকে কটাক্ষ করেছেন একাধিকবার ৷

তাই দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অনিল শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়েন ৷ সেই পরিস্থিতিতে পিছু না হঠে গত জানুয়ারিতে তিনি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল ৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শোনা গিয়েছিল ৷ বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল ৷ এদিন তিনি যখন গেরুয়া শিবিরে সামিল হলেন, সেই সময় কেরালায় বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরুলিধরণও উপস্থিত ছিলেন ৷

বস্তুত, অনিলের বিজেপি যোগ ঘিরে হইচই পড়েছে জাতীয় রাজনীতিতে ৷ কেরালার রাজনীতিতেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ তার মূল কারণ, অনিলের বাবা এ কে অ্যান্টনি ৷ তিনি বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ তিন দফায় তিনি কেরালায় কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ শেষবার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2004 সালে ৷

তাছাড়া কেন্দ্রীয় সরকারেও তিনি মন্ত্রী হয়েছেন ৷ 2006 সালে তাঁকে প্রথম ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী করা হয় ৷ তার পর 2014 সাল পর্যন্ত মনমোহন সিংয়ের সরকারে তিনিই এই মন্ত্রক সামলে এসেছেন ৷ তাই তাঁর ছেলের বিজেপিতে যোগদান স্বাভাবিক ভাবে আলোড়ন তো তুলবেই ৷ তুলেওছে ৷ তবে এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ কংগ্রেসের কেউ এখনও এই নিয়ে মুখ খোলেনি ৷ তাই কংগ্রেস বা অ্যান্টনি নিজে এই নিয়ে কী বলছেন, সেই দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির

নয়াদিল্লি, 6 এপ্রিল: প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা এ কে অ্যান্টনির পুত্র অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিলেন ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে গিয়ে তিনি পদ্ম শিবিরে শরিক হন ৷ তাঁকে বিজেপিতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েল ৷

অনিল বাবার মতোই কংগ্রেসে ছিলেন ৷ কিন্তু মাস তিনেক আগে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ কারণ, গুজরাত দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার সমালোচনা করে তৈরি হওয়া বিবিসির তথ্যচিত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ টুইট করে তিনি লিখেছিলেন, বিজেপির সঙ্গে মতপার্থক্য থাকলেও বিবিসির তথ্যচিত্র ভারতের সার্বভৌমত্বে আঘাত করেছে ৷ যদিও কংগ্রেস ওই তথ্যচিত্রের বিরুদ্ধে কথা বলেনি ৷ বরং দলের নেতারা এই নিয়ে মোদি ও বিজেপিকে কটাক্ষ করেছেন একাধিকবার ৷

তাই দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অনিল শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়েন ৷ সেই পরিস্থিতিতে পিছু না হঠে গত জানুয়ারিতে তিনি কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল ৷ তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও শোনা গিয়েছিল ৷ বৃহস্পতিবার সেই জল্পনাই সত্যি হল ৷ এদিন তিনি যখন গেরুয়া শিবিরে সামিল হলেন, সেই সময় কেরালায় বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ ও কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরুলিধরণও উপস্থিত ছিলেন ৷

বস্তুত, অনিলের বিজেপি যোগ ঘিরে হইচই পড়েছে জাতীয় রাজনীতিতে ৷ কেরালার রাজনীতিতেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ তার মূল কারণ, অনিলের বাবা এ কে অ্যান্টনি ৷ তিনি বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ তিন দফায় তিনি কেরালায় কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ শেষবার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2004 সালে ৷

তাছাড়া কেন্দ্রীয় সরকারেও তিনি মন্ত্রী হয়েছেন ৷ 2006 সালে তাঁকে প্রথম ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী করা হয় ৷ তার পর 2014 সাল পর্যন্ত মনমোহন সিংয়ের সরকারে তিনিই এই মন্ত্রক সামলে এসেছেন ৷ তাই তাঁর ছেলের বিজেপিতে যোগদান স্বাভাবিক ভাবে আলোড়ন তো তুলবেই ৷ তুলেওছে ৷ তবে এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷ কংগ্রেসের কেউ এখনও এই নিয়ে মুখ খোলেনি ৷ তাই কংগ্রেস বা অ্যান্টনি নিজে এই নিয়ে কী বলছেন, সেই দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে হনুমানই অনুপ্রেরণা, বিজেপির প্রতিষ্ঠা দিবসে দাবি মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.