ETV Bharat / bharat

Gambhir got another threat mail : ইমেলে গম্ভীরের গোটা পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি - গম্ভীরকে খুনের হুমকি দিয়ে ইমেল

এই নিয়ে দ্বিতীয়বার খুনের হুমকি মেল (another Death threat to Gautam Gambhir) পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ৷ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

gautam gambhir
gautam gambhir
author img

By

Published : Nov 24, 2021, 8:22 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর : ফের খুনের হুমকি ভরা ইমেল পাঠানো হল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে (another Death threat to Gautam Gambhir) ৷ বুধবার দুপুরের ওই মেলে তাঁর গোটা পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে ৷ হুমকি মেলে লেখা রয়েছে, মঙ্গলবারই তাঁকে খুন করার পরিকল্পনা ছিল ৷ কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন গম্ভীর ৷ দ্বিতীয়বার এমন মেল পাওয়ার পর উদ্বিগ্ন গম্ভীর পুরো বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছেন ৷ বিজেপি সাংসদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে (security tightened outside gautam gambhir's residence) ৷

গত মঙ্গলবার রাতে খুনের হুমকি দিয়ে গৌতম গম্ভীরকে ইমেল পাঠানো হয় ৷ আইসিস কাশ্মীর তাঁকে এই হুমকি পাঠিয়েছে বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন সাংসদ ৷ পূর্ব দিল্লির বিজেপি সাংসদ পরিবার নিয়ে রাজেন্দ্রনগর এলাকায় থাকেন । পুলিশের কাছে তাঁর অভিযোগ, আইসিস কাশ্মীর থেকে একটি ইমেল ​​পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । তাঁর পরিবারেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Death threat to Gautam Gambhir : গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইসিস কাশ্মীরের

অভিযোগ পেতেই গম্ভীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি তাঁর বাড়ির বাইরেও বেশি করে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ এসবের মধ্যেই আজ দুপুরে ফের তাঁকে খুনের হুমকি দিয়ে মেল পাঠানো হয় ৷ মেলের কথা অনুযায়ী, মঙ্গলবারই গম্ভীরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল ৷ যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ৷ নিজের প্রাণ এবং পরিবার প্রিয় হলে কাশ্মীর নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে তাঁকে ৷ সূত্রের খবর, মেলের সঙ্গেই একটি ভিডিয়ো পাঠানো হয়েছে ৷ যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু নিশ্চিত করা হয়নি ৷

সাংসদকে এমন হুমকি দেওয়ায় হইচই পড়ে গিয়েছে দিল্লি পুলিশের অন্দরে ৷ শুধুমাত্র মধ্য জেলা পুলিশই নয়, দিল্লির স্পেশাল সেলের টিমও তদন্তে নেমে পড়েছে ৷ মেল কোথা থেকে পাঠানো হয়েছে তাঁর খোঁজ চলছে ৷ বাস্তবে আইসিস কাশ্মীরের তরফে এই মেল করা হয়েছে নাকি কেউ শুধুমাত্র মজা করার জন্য এই কাজ করছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Lashkar-e-Taiba Threat : ওড়ানো হবে বহু স্টেশন, হরিয়ানার মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে খুনের হুমকি লস্করের

নয়াদিল্লি, 24 নভেম্বর : ফের খুনের হুমকি ভরা ইমেল পাঠানো হল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে (another Death threat to Gautam Gambhir) ৷ বুধবার দুপুরের ওই মেলে তাঁর গোটা পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে ৷ হুমকি মেলে লেখা রয়েছে, মঙ্গলবারই তাঁকে খুন করার পরিকল্পনা ছিল ৷ কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন গম্ভীর ৷ দ্বিতীয়বার এমন মেল পাওয়ার পর উদ্বিগ্ন গম্ভীর পুরো বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছেন ৷ বিজেপি সাংসদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে (security tightened outside gautam gambhir's residence) ৷

গত মঙ্গলবার রাতে খুনের হুমকি দিয়ে গৌতম গম্ভীরকে ইমেল পাঠানো হয় ৷ আইসিস কাশ্মীর তাঁকে এই হুমকি পাঠিয়েছে বলে অভিযোগ ৷ বিষয়টি নিয়ে দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন সাংসদ ৷ পূর্ব দিল্লির বিজেপি সাংসদ পরিবার নিয়ে রাজেন্দ্রনগর এলাকায় থাকেন । পুলিশের কাছে তাঁর অভিযোগ, আইসিস কাশ্মীর থেকে একটি ইমেল ​​পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । তাঁর পরিবারেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Death threat to Gautam Gambhir : গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইসিস কাশ্মীরের

অভিযোগ পেতেই গম্ভীরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ পাশাপাশি তাঁর বাড়ির বাইরেও বেশি করে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ এসবের মধ্যেই আজ দুপুরে ফের তাঁকে খুনের হুমকি দিয়ে মেল পাঠানো হয় ৷ মেলের কথা অনুযায়ী, মঙ্গলবারই গম্ভীরকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল ৷ যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ৷ নিজের প্রাণ এবং পরিবার প্রিয় হলে কাশ্মীর নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে তাঁকে ৷ সূত্রের খবর, মেলের সঙ্গেই একটি ভিডিয়ো পাঠানো হয়েছে ৷ যদিও এই বিষয়ে পুলিশের তরফে কিছু নিশ্চিত করা হয়নি ৷

সাংসদকে এমন হুমকি দেওয়ায় হইচই পড়ে গিয়েছে দিল্লি পুলিশের অন্দরে ৷ শুধুমাত্র মধ্য জেলা পুলিশই নয়, দিল্লির স্পেশাল সেলের টিমও তদন্তে নেমে পড়েছে ৷ মেল কোথা থেকে পাঠানো হয়েছে তাঁর খোঁজ চলছে ৷ বাস্তবে আইসিস কাশ্মীরের তরফে এই মেল করা হয়েছে নাকি কেউ শুধুমাত্র মজা করার জন্য এই কাজ করছে সেটিও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Lashkar-e-Taiba Threat : ওড়ানো হবে বহু স্টেশন, হরিয়ানার মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে খুনের হুমকি লস্করের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.