ETV Bharat / bharat

Rahul Gandhi Detained: বিজয় চকে আটক রাহুলরা, চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল গাড়িতে - Rahul Gandhi and other congress leaders detained

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে তাঁকে আটক করে পুলিশ (Rahul Gandhi was stopped in Vijaya Chowk ) ৷

Rahul Gandhi Detained
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ
author img

By

Published : Aug 5, 2022, 1:24 PM IST

Updated : Aug 5, 2022, 3:37 PM IST

নয়া দিল্লি, 5 অগস্ট: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে সনিয়া-পুত্রকে আটক করে পুলিশ (Rahul Gandhi and other congress leaders detained) ৷ আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধিও ৷ চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল পুলিশের গাড়িতে ৷ দলের অন্য নেতারাও আটক হয়েছেন ৷

কয়েকদিন আগে থেকেই শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল কংগ্রেস ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো ইস্যুতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় দল ৷ সকালে সাংবাদিকদের সে ইঙ্গিতও দিয়েছিলেন রাহুল ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশকে পাশে বসিয়ে রাহুল জানান রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাবেন ৷ তবে এর আগেই কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লি পুলিশের কাছে কর্মসূচি করতে চেয়ে আবেদন করেছিলেন ৷ কিন্তু তা খারিজ করে দেয় পুলিশ ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

এরপরই আজ সকালে সাংবাদিকদের কাছে দলের পরিকল্পনা প্রকাশ করেন রাহুল ৷ পাশাপাশি বলেন, দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে ৷ গত 8 বছরের শাসনে দেশে গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই ৷ নামা না করেই বলেন, "এখন দেশে কেবল 4 জনের স্বৈরাচারি শাসন চলছে ৷"

রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কংগ্রেস সাংসদরা ৷ কিন্তু বিজয় চকের আগে যেতে পারেননি তাঁরা ৷ পরিস্থিত আঁচ করে রাজধানীতে আগে থেকেই 144 ধারা জারি করেছিল দিল্লি পুলিশ ৷ বাদ ছিল শুধু যন্তরমন্তর ৷ যদিও নিজেদের লক্ষ্যে স্থির ছিলেন রাহুলরা ৷ দলের নেতা প্রমোদ তিওয়ারি বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার আমাদের আছে ৷ তিনিই সংসদের অধিবেশন আহ্বান করেছিলেন ৷ কিন্তু যে উদ্দেশে সংসদ বসেছিল তাই যখন পূরণ হচ্ছে না তখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা আমাদের কর্তব্য ৷ "

পুলিশ আটকে দিলেও তাঁরা যে আন্দোলন থেকে সরে আসছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা ৷ অন্যদিকে কংগ্রেস সাংসদদের প্রতিবাদে সামিল হয়ে রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানান, জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাঁরা ৷

নয়া দিল্লি, 5 অগস্ট: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আটক করল পুলিশ ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছেন কংগ্রেস সাংসদরা ৷ তাঁদের সকলেরই পরনে ছিল কালো পোশাক ৷ রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার সময় বিজয় চকে সনিয়া-পুত্রকে আটক করে পুলিশ (Rahul Gandhi and other congress leaders detained) ৷ আটক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধিও ৷ চ্যাংদোলা করে প্রিয়াঙ্কাকে তোলা হল পুলিশের গাড়িতে ৷ দলের অন্য নেতারাও আটক হয়েছেন ৷

কয়েকদিন আগে থেকেই শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল কংগ্রেস ৷ জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো ইস্যুতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয় দল ৷ সকালে সাংবাদিকদের সে ইঙ্গিতও দিয়েছিলেন রাহুল ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশকে পাশে বসিয়ে রাহুল জানান রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাবেন ৷ তবে এর আগেই কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লি পুলিশের কাছে কর্মসূচি করতে চেয়ে আবেদন করেছিলেন ৷ কিন্তু তা খারিজ করে দেয় পুলিশ ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, বেকারত্ব-মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজধানী অচলের ডাক কংগ্রেসের

এরপরই আজ সকালে সাংবাদিকদের কাছে দলের পরিকল্পনা প্রকাশ করেন রাহুল ৷ পাশাপাশি বলেন, দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে ৷ গত 8 বছরের শাসনে দেশে গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই ৷ নামা না করেই বলেন, "এখন দেশে কেবল 4 জনের স্বৈরাচারি শাসন চলছে ৷"

রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কংগ্রেস সাংসদরা ৷ কিন্তু বিজয় চকের আগে যেতে পারেননি তাঁরা ৷ পরিস্থিত আঁচ করে রাজধানীতে আগে থেকেই 144 ধারা জারি করেছিল দিল্লি পুলিশ ৷ বাদ ছিল শুধু যন্তরমন্তর ৷ যদিও নিজেদের লক্ষ্যে স্থির ছিলেন রাহুলরা ৷ দলের নেতা প্রমোদ তিওয়ারি বলেন, "রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অধিকার আমাদের আছে ৷ তিনিই সংসদের অধিবেশন আহ্বান করেছিলেন ৷ কিন্তু যে উদ্দেশে সংসদ বসেছিল তাই যখন পূরণ হচ্ছে না তখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা আমাদের কর্তব্য ৷ "

পুলিশ আটকে দিলেও তাঁরা যে আন্দোলন থেকে সরে আসছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা ৷ অন্যদিকে কংগ্রেস সাংসদদের প্রতিবাদে সামিল হয়ে রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানান, জিএসটি থেকে শুরু করে মূল্যবৃদ্ধি বা বেকারত্বের মতো ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাঁরা ৷

Last Updated : Aug 5, 2022, 3:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.