ETV Bharat / bharat

বিপ্লবের মন্তব্য়ে কড়া প্রতিক্রিয়া পড়শি নেপালের

শুধুমাত্র ভারত কেন, প্রতিবেশী নেপাল ও শ্রীলঙ্কাতেও সংগঠন তৈরি করবে বিজেপি ! সম্প্রতি এমনই দাবি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ তাঁর দাবি,বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন অমিত শাহ নিজে নাকি এই কথা বলেছিলেন তাঁকে ৷ বিপ্লবের এই মন্তব্য়ের তীব্র প্রতিবাদ জানাল কাঠমাণ্ডু ৷

"Formal Objection Conveyed": Nepal On Biplab Deb's "BJP Expansion" Remark
বিপ্লবের মন্তব্য়ে কড়া প্রতিক্রিয়া পড়শি নেপালের
author img

By

Published : Feb 17, 2021, 2:58 PM IST

কাঠমাণ্ডু, 17 ফেব্রুয়ারি: ফের একবার দলকে বিড়ম্বনায় ফেললেন বিজেপিশাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ সম্প্রতি নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপির ক্ষমতা দখলের পরিকল্পনা সংক্রান্ত যে মন্তব্য় তিনি করেছিলেন, তার কড়া জবাব দিল কাঠমাণ্ডু ৷ নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি জানিয়েছেন, বিপ্লবের এই মন্তব্য়ের ‘‘সরকারিভাবে বিরোধিতা’’ করা হয়েছে ৷

বিপ্লবের মন্তব্য় টুইটারে পোস্ট করেছিলেন একজন ৷ তার জবাবে প্রদীপ বলেন, ‘‘আমরা বিষয়টা দেখেছি ৷ সরকারিভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে ৷’’

সম্প্রতি আগরতলায় দলের একটি কর্মিসভায় বিপ্লব দেব দাবি করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন তাঁকে নাকি বলেছিলেন, প্রতিবেশী নেপাল ও শ্রীলঙ্কাতেও সংগঠন তৈরি করবে ভারতীয় জনতা পার্টি ৷ নেপাল যে বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ সেই সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷

আরও পড়ুন: 10 মাস পরে খুলল ভারত-নেপাল সীমান্ত

দিল্লিতে নেপালের দূতাবাসের তরফেও এ নিয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ দূতাবাসের এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য ইতিমধ্যেই নেপাল ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত ভারতের যুগ্মসচিব অরিন্দম বাগচিকে ফোন করেছিলেন ৷ বিপ্লব দেবের মন্তব্য় নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি ৷

কাঠমাণ্ডু, 17 ফেব্রুয়ারি: ফের একবার দলকে বিড়ম্বনায় ফেললেন বিজেপিশাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ সম্প্রতি নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপির ক্ষমতা দখলের পরিকল্পনা সংক্রান্ত যে মন্তব্য় তিনি করেছিলেন, তার কড়া জবাব দিল কাঠমাণ্ডু ৷ নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি জানিয়েছেন, বিপ্লবের এই মন্তব্য়ের ‘‘সরকারিভাবে বিরোধিতা’’ করা হয়েছে ৷

বিপ্লবের মন্তব্য় টুইটারে পোস্ট করেছিলেন একজন ৷ তার জবাবে প্রদীপ বলেন, ‘‘আমরা বিষয়টা দেখেছি ৷ সরকারিভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে ৷’’

সম্প্রতি আগরতলায় দলের একটি কর্মিসভায় বিপ্লব দেব দাবি করেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন তাঁকে নাকি বলেছিলেন, প্রতিবেশী নেপাল ও শ্রীলঙ্কাতেও সংগঠন তৈরি করবে ভারতীয় জনতা পার্টি ৷ নেপাল যে বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ সেই সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷

আরও পড়ুন: 10 মাস পরে খুলল ভারত-নেপাল সীমান্ত

দিল্লিতে নেপালের দূতাবাসের তরফেও এ নিয়ে পদক্ষেপ করা হয়েছে ৷ দূতাবাসের এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য ইতিমধ্যেই নেপাল ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত ভারতের যুগ্মসচিব অরিন্দম বাগচিকে ফোন করেছিলেন ৷ বিপ্লব দেবের মন্তব্য় নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.