চণ্ডিগড়, 5 জানুয়ারি: হরিয়ানার বালি ও খাদান দুর্নীতি মামলায় প্রায় 20টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আর সেই অভিযানে বিপুল পরিমাণে নগদ, সোনা, বিদেশি মদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, আইএনএলডির প্রাক্তন বিধায়ক দিলবাগ সিং এবং সোনিপতের কংগ্রেস বিধায়ক সুরেন্দর পানওয়ারের বিরুদ্ধে যমুনানগরে অভিযান চালায় ইডি ৷
সংবাদসংস্থা পিটিআই ইডি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, বৃহস্পতিবার ওই মামলার সঙ্গে যোগ রয়েছে এমন প্রায় 20টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ যমুনানগর, সোনিপত, মোহালি, ফরিদাবাদ, চণ্ডিগড় ও কারনাল জেলায় তল্লাশি চালায় ইডি ৷ সেই অভিযানে 5 কোটি টাকা নগদ, 100টির বেশি বিদেশি মদের বোতল, বিদেশে তৈরি বেআইনি আগ্নেয়াস্ত্র, তিনশো রাউন্ড কার্তুজ ও 4-5 কেজি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ৷ জানা গিয়েছে, এখনও বেশ কয়েকটি জায়গায় ইডি-র এই তল্লাশি চলছে ৷
মূলত, হরিয়ানার যমুনানগরে বালি ও পাথর খাদান দুর্নীতিতে হাওয়ালা মারফত টাকা পাচারের মামলার তদন্ত করছে ইডি ৷ যে মামলায় প্রাক্তন আইএনএলডি বিধায়ক দিলবাগ সিং এবং সোনিপতের কংগ্রেস বিধায়ক অভিযুক্তের তালিকায় রয়েছে ৷ বেআইনি পাথর খাদান মামলার তদন্তে হরিয়ানা পুলিশ আগেই দিলবাগ সিংয়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে ৷ এমনকি আশপাশের জেলায় বালি ও নুড়ি পাচার করার অভিযোগও রয়েছে দিলবাগ এবং কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ৷ লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ওই খাদানগুলি থেকে বেআইনিভাবে পাথর, বালি ও নুড়ি তোলার অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুন: