ETV Bharat / bharat

চলতি মাসে প্রথমবার 6 হাজারের নীচে মুম্বইয়ের দৈনিক সংক্রমণ

author img

By

Published : Apr 25, 2021, 4:05 PM IST

চলতি এপ্রিল মাসে এই প্রথম মুম্বইয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল 6 হাজারের নীচে ৷ রবিবার নতুন করে খোঁজ মিলল 5 হাজার 867 জন কোভিড রোগীর ৷ যদিও মনে করা হচ্ছে, গত শুক্র ও শনিবার কোভিড পরীক্ষার সংখ্যা কমাতেই দৈনিক সংক্রমণের এই অবনমন ঘটেছে ৷

For the first time this month, daily covid cases in Mumbai below 6,000
চলতি মাসে প্রথমবার 6 হাজারের নীচে মুম্বইয়ের দৈনিক সংক্রমণ

মুম্বই, 25 এপ্রিল : এক মাসের মধ্যে এই প্রথমবার কিছুটা ভালো খবর মুম্বইয়ের জন্য ৷ চলতি মাসে এই প্রথমবার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারের নীচে ৷ রবিবারের তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে 5 হাজার 867 জন কোভিড রোগীর ৷ গত 4 এপ্রিল বাণিজ্যনগরীতে দৈনিক কোভিড রোগীর সংখ্যা ছিল 11 হাজার 206 ৷ তার প্রেক্ষিতে এদিনের পরিসংখ্যান কিছুটা হলেও আশাব্যঞ্জক ৷

যদিও দৈনিক সংক্রমণের এই অবনমনের পিছনে অন্য কারণ থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ আসলে শুক্রবার এবং শনিবার সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কোভিড পরীক্ষা যথেষ্ট কম হয় ৷ যেমন গত শুক্রবার ও শনিবার যথাক্রমে 39 হাজার 584 এবং 45 হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর ফলেই দৈনিক সংক্রমণে এই অবনমন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, গত শনিবার গোটা মহারাষ্ট্রে নতুন করে 67 হাজার 160 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 676 জনের ৷ এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন 42 লাখ 28 হাজার মানুষ ৷ কোভিডের বলি হতে হয়েছে 63 হাজার 928 জনকে ৷

আরও পড়ুন : এখন জন কি বাত জরুরি, মোদিকে তোপ রাহুলের

এর মধ্যে শুধুমাত্র চলতি এপ্রিল মাসেই মহারাষ্ট্রের 14 লাখেরও বেশি মানুষের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর ভয়ঙ্কর ভাইরাস জীবন কেড়েছে 9 হাজার রাজ্যবাসীর ৷ গত বছরের মার্চ মাসে দেশে কোভিডের আত্মপ্রকাশের পর এই পরিসংখ্যান সর্বাধিক ৷

মুম্বই, 25 এপ্রিল : এক মাসের মধ্যে এই প্রথমবার কিছুটা ভালো খবর মুম্বইয়ের জন্য ৷ চলতি মাসে এই প্রথমবার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারের নীচে ৷ রবিবারের তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় নতুন করে খোঁজ মিলেছে 5 হাজার 867 জন কোভিড রোগীর ৷ গত 4 এপ্রিল বাণিজ্যনগরীতে দৈনিক কোভিড রোগীর সংখ্যা ছিল 11 হাজার 206 ৷ তার প্রেক্ষিতে এদিনের পরিসংখ্যান কিছুটা হলেও আশাব্যঞ্জক ৷

যদিও দৈনিক সংক্রমণের এই অবনমনের পিছনে অন্য কারণ থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷ আসলে শুক্রবার এবং শনিবার সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কোভিড পরীক্ষা যথেষ্ট কম হয় ৷ যেমন গত শুক্রবার ও শনিবার যথাক্রমে 39 হাজার 584 এবং 45 হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এর ফলেই দৈনিক সংক্রমণে এই অবনমন ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, গত শনিবার গোটা মহারাষ্ট্রে নতুন করে 67 হাজার 160 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 676 জনের ৷ এখনও পর্যন্ত রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন 42 লাখ 28 হাজার মানুষ ৷ কোভিডের বলি হতে হয়েছে 63 হাজার 928 জনকে ৷

আরও পড়ুন : এখন জন কি বাত জরুরি, মোদিকে তোপ রাহুলের

এর মধ্যে শুধুমাত্র চলতি এপ্রিল মাসেই মহারাষ্ট্রের 14 লাখেরও বেশি মানুষের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আর ভয়ঙ্কর ভাইরাস জীবন কেড়েছে 9 হাজার রাজ্যবাসীর ৷ গত বছরের মার্চ মাসে দেশে কোভিডের আত্মপ্রকাশের পর এই পরিসংখ্যান সর্বাধিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.