ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: কোভিড বিধি মেনে চলুন! নতুবা বন্ধ হোক ভারত জোড়ো যাত্রা, আর্জি কেন্দ্রের - Bharat Jodo Yatra Covid Infection News

ভারত জোড়ো যাত্রায় লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছেন ৷ এই অবস্থায় কোভিড বিধিনিষেধ মানতে হবে ৷ নাহলে জাতীয় স্বার্থে এই যাত্রা স্থগিত রাখার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister over Bharat Jodo Yatra) ৷

Rahul Gandhi
ETV Bharat
author img

By

Published : Dec 21, 2022, 11:02 AM IST

Updated : Dec 21, 2022, 12:55 PM IST

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: "হয় কোভিডের নিয়ম মেনে চলুন, নতুবা ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন", এমন পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ একটি চিঠিতে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জানান, তাঁর নেতৃত্বে এই মহামিছিলে কোভিড প্রোটোকল (Covid Protocols) বিধি লাগু করতে হবে ৷ আর তা সম্ভব না হলে দেশের এবং জাতীয় স্বার্থে এই যাত্রাকে থামাতে হবে ৷ মোদি মন্ত্রিসভার এই সদস্যের মতে, এর সঙ্গে মানুষের স্বাস্থ্যের মতো জরুরি বিষয়টি জড়িত (Union Health Minister Mansukh Mandaviya urged Congress leader Rahul Gandhi to adherence Covid protocols) ৷

চিন, জাপান, আমেরিকায় হঠাৎ করে আরও একবার ভয়াবহ রূপ নিয়েছে করোনা ৷ দেশেও যাতে ফের সেই অবস্থা ফিরে না-আসে, তার জন্য জিনোম সিকোয়েন্সিং বাড়াতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ এর মধ্যে ভারত জোড়ো যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 3 জন বিজেপি সাংসদ ৷ তাঁদের দাবি, এই যাত্রা থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে পারে ৷ তাই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি দেন ৷ তাতে তিনি আর্জি জানান, কোভিড বিধিনিষেধ না মানতে পারলে, ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার কথা ভাবুন রাহুল ৷

আরও পড়ুন: কংগ্রেস মানুষের কথা বলে, হরিয়ানায় ‘ভারত জড়ো যাত্রা’য় দাবি রাহুলের

চিঠিতে মাণ্ডব্য আরও জানিয়েছেন, রাজস্থানের তিনজন বিজেপি সাংসদ- পিপি চৌধুরী, নিহাল চন্দ এবং দেবজি প্যাটেল কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তাঁরা চান, এই মহামিছিলেন অংশগ্রহণকারী লক্ষ লক্ষ জনতা যেন মাস্ক পরেন এবং স্যানিটাইজার ব্যবহার করেন ৷ আর শুধুমাত্র যাঁদের কোভিড ভ্যাকসিনের ডোজ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাঁরাই যেন যাত্রায় যোগ দেন ৷ যাঁরা হাঁটছেন, তাঁদের যাত্রায় যোগ দেওয়ার আগে ও পরে আইসোলেশনে রাখা হোক (Isolation), এই দাবিও তুলেছেন বিজেপি সাংসদেরা ৷ বুধবার ভারত জোড়ো যাত্রা রাজস্থান থেকে হরিয়ানায় প্রবেশ করেছে ৷ জনস্বাস্থ্য নিয়ে চিন্তিত তিন বিজেপি সাংসদের স্বাক্ষর করা চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধি ও অশোক গেহলট যেন দ্রুত পদক্ষেপ করেন, আর্জি স্বাস্থ্যমন্ত্রীর ৷

20 ডিসেম্বরের এই চিঠিতে তিনজন গেরুয়া শিবিরের সাংসদ জানিয়েছেন, এই যাত্রা থেকে কীভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে (risk of Covid spread) ৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে এই যাত্রায় হাঁটতে রাজস্থানে আসছেন লক্ষ লক্ষ মানুষ ৷ তাঁদের দাবি, যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ ইতিমধ্যে এমন লক্ষণ দেখা দিতে শুরু করেছে ৷ তাঁরা এর সমর্থনে হিমাচলপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর (Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu) করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, তিনিও রাজস্থানে রাহুল গান্ধির সঙ্গে হেঁটেছিলেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সাংসদদের স্বাক্ষর করা চিঠিটি রাহুল গান্ধিকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ৷

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, 21 ডিসেম্বর: "হয় কোভিডের নিয়ম মেনে চলুন, নতুবা ভারত জোড়ো যাত্রা বন্ধ করুন", এমন পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ একটি চিঠিতে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জানান, তাঁর নেতৃত্বে এই মহামিছিলে কোভিড প্রোটোকল (Covid Protocols) বিধি লাগু করতে হবে ৷ আর তা সম্ভব না হলে দেশের এবং জাতীয় স্বার্থে এই যাত্রাকে থামাতে হবে ৷ মোদি মন্ত্রিসভার এই সদস্যের মতে, এর সঙ্গে মানুষের স্বাস্থ্যের মতো জরুরি বিষয়টি জড়িত (Union Health Minister Mansukh Mandaviya urged Congress leader Rahul Gandhi to adherence Covid protocols) ৷

চিন, জাপান, আমেরিকায় হঠাৎ করে আরও একবার ভয়াবহ রূপ নিয়েছে করোনা ৷ দেশেও যাতে ফের সেই অবস্থা ফিরে না-আসে, তার জন্য জিনোম সিকোয়েন্সিং বাড়াতে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ এর মধ্যে ভারত জোড়ো যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 3 জন বিজেপি সাংসদ ৷ তাঁদের দাবি, এই যাত্রা থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে পারে ৷ তাই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি দেন ৷ তাতে তিনি আর্জি জানান, কোভিড বিধিনিষেধ না মানতে পারলে, ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার কথা ভাবুন রাহুল ৷

আরও পড়ুন: কংগ্রেস মানুষের কথা বলে, হরিয়ানায় ‘ভারত জড়ো যাত্রা’য় দাবি রাহুলের

চিঠিতে মাণ্ডব্য আরও জানিয়েছেন, রাজস্থানের তিনজন বিজেপি সাংসদ- পিপি চৌধুরী, নিহাল চন্দ এবং দেবজি প্যাটেল কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ তাঁরা চান, এই মহামিছিলেন অংশগ্রহণকারী লক্ষ লক্ষ জনতা যেন মাস্ক পরেন এবং স্যানিটাইজার ব্যবহার করেন ৷ আর শুধুমাত্র যাঁদের কোভিড ভ্যাকসিনের ডোজ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাঁরাই যেন যাত্রায় যোগ দেন ৷ যাঁরা হাঁটছেন, তাঁদের যাত্রায় যোগ দেওয়ার আগে ও পরে আইসোলেশনে রাখা হোক (Isolation), এই দাবিও তুলেছেন বিজেপি সাংসদেরা ৷ বুধবার ভারত জোড়ো যাত্রা রাজস্থান থেকে হরিয়ানায় প্রবেশ করেছে ৷ জনস্বাস্থ্য নিয়ে চিন্তিত তিন বিজেপি সাংসদের স্বাক্ষর করা চিঠির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধি ও অশোক গেহলট যেন দ্রুত পদক্ষেপ করেন, আর্জি স্বাস্থ্যমন্ত্রীর ৷

20 ডিসেম্বরের এই চিঠিতে তিনজন গেরুয়া শিবিরের সাংসদ জানিয়েছেন, এই যাত্রা থেকে কীভাবে করোনা সংক্রমণ বাড়তে পারে (risk of Covid spread) ৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে এই যাত্রায় হাঁটতে রাজস্থানে আসছেন লক্ষ লক্ষ মানুষ ৷ তাঁদের দাবি, যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ ইতিমধ্যে এমন লক্ষণ দেখা দিতে শুরু করেছে ৷ তাঁরা এর সমর্থনে হিমাচলপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর (Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu) করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, তিনিও রাজস্থানে রাহুল গান্ধির সঙ্গে হেঁটেছিলেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সাংসদদের স্বাক্ষর করা চিঠিটি রাহুল গান্ধিকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন ৷

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার সেঞ্চুরি, যোগ দিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী

Last Updated : Dec 21, 2022, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.