ETV Bharat / bharat

Flood Situation in Assam: কিছুটা নিয়ন্ত্রণে অসমের বন্যা পরিস্থিতি, এখনও আটকে 4 লক্ষ মানুষ

author img

By

Published : Jun 25, 2023, 2:22 PM IST

অসমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন প্রায় 4 লক্ষ মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে রয়েছেন ৷ এমনটাই জানাল রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপরে থাকায় প্রত্যন্ত এলাকাগুলি উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ৷

Flood Situation in Assam ETV BHARAT
Flood Situation in Assam

গুয়াহাটি, 25 জুন: কিছুটা উন্নতির পথে অসমের বন্যা পরিস্থিতি ৷ তবে, এখনও 15টি জেলার 4 লক্ষের কিছু বেশি মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে রয়েছেন ৷ এমনটাই জানিয়েছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার জলে ডুবে আরও 1 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নালাবাড়ি জেলায়। আর এ নিয়ে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জন ৷

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাজালি জেলায় এখনও পর্যন্ত 2 লক্ষ 22 হাজারের কাছাকাছি মানুষ বন্যার কবলে পড়েছেন ৷ বারপেতা জেলায় বন্যায় ভুক্তভোগীদের সংখ্যা 1 লক্ষের কিছু বেশি ৷ নলবাড়িতে 40 হাজার 668 জন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ লখিমপুরে 22 হাজার 60 জন, দাররাংয়ে 8 হাজার 493 জন এবং গোলাপারা জেলায় 4 হাজার 750 জন বন্যার কবলে পড়েছেন ৷"

বাজালি, বকসা, বারপেতা, চিরাং, দররাং, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, জোরহাট, কামরূপ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি ও তামুলপুর জেলার 42টি ব্লকের অধীনে 1118টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ উল্লেখ্য, সন্তিপুর জেলার তেজপুর ও জোরহাট জেলার নিয়ামতিঘাটে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ মূলত লাগাতার বৃষ্টির কারণে ব্রহ্মপুত্রের জলস্তর অনেক বেশি রয়েছে ৷ বৃষ্টি না কমা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে অসম প্রশাসন ৷

আরও পড়ুন: অসমের বন্যায় মৃত বেড়ে 134, শিলচরে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

অন্যদিকে, 8 হাজার 468.56 হেক্টর শস্যক্ষেত জলের তলায় চলে গিয়েছে ৷ ফলে চাষআবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ বন্যা কবলিত 14টি জেলায় মোট 101টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে ৷ পাশাপাশি 119টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে অসম সরকার ৷ এখনও পর্যন্ত 81 হাজার 352 জনকে উদ্ধার করে ওই ত্রাণ শিবিরগুলিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, বহু মানুষ বাড়িঘর ছেড়ে বড় রাস্তার উপরে আশ্রয় নিয়ে রয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে বন্যায় এখনও পর্যন্ত 4 লক্ষ 10 হাজার 55টি গবাদি পশু নিখোঁজ অথবা মারা গিয়েছে ৷

গুয়াহাটি, 25 জুন: কিছুটা উন্নতির পথে অসমের বন্যা পরিস্থিতি ৷ তবে, এখনও 15টি জেলার 4 লক্ষের কিছু বেশি মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে রয়েছেন ৷ এমনটাই জানিয়েছে অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর ৷ প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার জলে ডুবে আরও 1 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নালাবাড়ি জেলায়। আর এ নিয়ে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জন ৷

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাজালি জেলায় এখনও পর্যন্ত 2 লক্ষ 22 হাজারের কাছাকাছি মানুষ বন্যার কবলে পড়েছেন ৷ বারপেতা জেলায় বন্যায় ভুক্তভোগীদের সংখ্যা 1 লক্ষের কিছু বেশি ৷ নলবাড়িতে 40 হাজার 668 জন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ লখিমপুরে 22 হাজার 60 জন, দাররাংয়ে 8 হাজার 493 জন এবং গোলাপারা জেলায় 4 হাজার 750 জন বন্যার কবলে পড়েছেন ৷"

বাজালি, বকসা, বারপেতা, চিরাং, দররাং, ধুবরি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, জোরহাট, কামরূপ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি ও তামুলপুর জেলার 42টি ব্লকের অধীনে 1118টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ উল্লেখ্য, সন্তিপুর জেলার তেজপুর ও জোরহাট জেলার নিয়ামতিঘাটে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ মূলত লাগাতার বৃষ্টির কারণে ব্রহ্মপুত্রের জলস্তর অনেক বেশি রয়েছে ৷ বৃষ্টি না কমা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে অসম প্রশাসন ৷

আরও পড়ুন: অসমের বন্যায় মৃত বেড়ে 134, শিলচরে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

অন্যদিকে, 8 হাজার 468.56 হেক্টর শস্যক্ষেত জলের তলায় চলে গিয়েছে ৷ ফলে চাষআবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ বন্যা কবলিত 14টি জেলায় মোট 101টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে ৷ পাশাপাশি 119টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে অসম সরকার ৷ এখনও পর্যন্ত 81 হাজার 352 জনকে উদ্ধার করে ওই ত্রাণ শিবিরগুলিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, বহু মানুষ বাড়িঘর ছেড়ে বড় রাস্তার উপরে আশ্রয় নিয়ে রয়েছেন ৷ বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে বন্যায় এখনও পর্যন্ত 4 লক্ষ 10 হাজার 55টি গবাদি পশু নিখোঁজ অথবা মারা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.