ETV Bharat / bharat

Trouble in IndiGo Flight: ইন্ডিগোর বিমানে বিপত্তি, মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী - Trouble in IndiGo Flight

গত 10 ডিসেম্বর চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমগামী ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রী মাঝ আকাশে আপৎকালীন দরজা খুলে দেন বলে অভিযোগ (IndiGo flight news) ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ ৷

ETV Bharat
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি
author img

By

Published : Jan 17, 2023, 4:01 PM IST

Updated : Jan 17, 2023, 4:10 PM IST

চেন্নাই, 17 জানুয়ারি: ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে ৷ এবার মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা বা ইমারজেন্সি ডোর খুলে দেওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে ৷ এর জেরে আতঙ্ক তৈরি হয় বিমানের অন্য যাত্রীদের মধ্যে ৷ পরে বিমানের কর্মীরা পরিস্থিতি সামাল দেন ৷ জানা গিয়েছে গত 10 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে ইন্ডিগোর 6ই-7339 বিমানে চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমে যাওয়ার সময় ৷ দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে (Emergency door of IndiGo flight opened) ৷

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন বিমানে মাঝ আকাশে যাত্রীদের দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে ৷ এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি ৷ এয়ার ইন্ডিয়ার বিমানের এই ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতারও করা হয় ৷ এছাড়াও প্রায় এক সপ্তাহ আগে ইন্ডিগোরই দিল্লি থেকে পটনাগামী একটি বিমানে দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় উঠে পড়েন বলে অভিযোগ ৷ সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি ৷ সেই ঘটনাতেও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনাটি ঘটেছিল ইন্ডিগোর 6E-6383 বিমানে ৷ চলতি মাসের 9 তারিখের ঘটনাটি সেটি ৷ এমনকি নীতিন কুমার ও রোহিত কুমার নামে ওই দুই মদ্যপ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ, তারা বিমানসেবিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ৷ পাইলটকেও মারধর করা হয় ৷ ধৃত 2 যাত্রীই হাজিপুরের বাসিন্দা বলে জানা যায় ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

তবে ইন্ডিগোর তরফে সেই দিনের ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি ৷ উলটে বেসরকারি এই বিমানসংস্থাটি বিবৃতি দিয়ে দাবি করে, এক শ্রেণির সংবাদমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে ৷ ঘটনাটি মিথ্যে বলেও দাবি করেছিল বিমানসংস্থাটি ৷ টুইটে তারা লেখে, "6E-6383 বিমানে যে ঘটনা ঘটেছে বলে এক শ্রেণির সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে সেরকম কিছু ঘটেনি ৷" এই ঘটনার রেশ কাটতে না-কাটতে এবার সামনে এল ইন্ডিগোর বিমানেরই গত 10 ডিসেম্বরের এই ঘটনা ৷

চেন্নাই, 17 জানুয়ারি: ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে ৷ এবার মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা বা ইমারজেন্সি ডোর খুলে দেওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে ৷ এর জেরে আতঙ্ক তৈরি হয় বিমানের অন্য যাত্রীদের মধ্যে ৷ পরে বিমানের কর্মীরা পরিস্থিতি সামাল দেন ৷ জানা গিয়েছে গত 10 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে ইন্ডিগোর 6ই-7339 বিমানে চেন্নাই থেকে তিরুঅনন্তপুরমে যাওয়ার সময় ৷ দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে (Emergency door of IndiGo flight opened) ৷

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন বিমানে মাঝ আকাশে যাত্রীদের দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে ৷ এক বৃদ্ধা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সম্প্রতি ৷ এয়ার ইন্ডিয়ার বিমানের এই ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতারও করা হয় ৷ এছাড়াও প্রায় এক সপ্তাহ আগে ইন্ডিগোরই দিল্লি থেকে পটনাগামী একটি বিমানে দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় উঠে পড়েন বলে অভিযোগ ৷ সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি ৷ সেই ঘটনাতেও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ এই ঘটনাটি ঘটেছিল ইন্ডিগোর 6E-6383 বিমানে ৷ চলতি মাসের 9 তারিখের ঘটনাটি সেটি ৷ এমনকি নীতিন কুমার ও রোহিত কুমার নামে ওই দুই মদ্যপ যাত্রীর বিরুদ্ধে অভিযোগ, তারা বিমানসেবিকাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ৷ পাইলটকেও মারধর করা হয় ৷ ধৃত 2 যাত্রীই হাজিপুরের বাসিন্দা বলে জানা যায় ৷

আরও পড়ুন: মাঝ আকাশে কলকাতাগামী বিমানে যাত্রীদের হাতাহাতি !

তবে ইন্ডিগোর তরফে সেই দিনের ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি ৷ উলটে বেসরকারি এই বিমানসংস্থাটি বিবৃতি দিয়ে দাবি করে, এক শ্রেণির সংবাদমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে ৷ ঘটনাটি মিথ্যে বলেও দাবি করেছিল বিমানসংস্থাটি ৷ টুইটে তারা লেখে, "6E-6383 বিমানে যে ঘটনা ঘটেছে বলে এক শ্রেণির সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে সেরকম কিছু ঘটেনি ৷" এই ঘটনার রেশ কাটতে না-কাটতে এবার সামনে এল ইন্ডিগোর বিমানেরই গত 10 ডিসেম্বরের এই ঘটনা ৷

Last Updated : Jan 17, 2023, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.