ETV Bharat / bharat

Shraddha Murder Case: শ্রদ্ধার আংটি মনোবিদ বান্ধবীকে দিয়েছিলেন আফতাব ! - ছুরি

শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) ব্যবহৃত হতে পারে এমন পাঁচটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ উদ্ধার করা হয়েছে শ্রদ্ধার আংটি ৷ কার কাছে ছিল আফতাবের (Aaftab Amin Poonawalla) দেওয়া সেই উপহার ?

five Sharp Weapons which may used in Shraddha Murder Case are recovered
Shraddha Murder Case: শ্রদ্ধার আংটি মনোবিদ বান্ধবীকে দিয়েছিলেন আফতাব !
author img

By

Published : Nov 28, 2022, 6:28 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walker) খুনের পর তাঁর শরীর 35 টুকরো করতে একাধিক ধারাল অস্ত্র (Sharp Weapons) ব্যবহার করেছিলেন আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ তার মধ্যে কয়েকটি অস্ত্র ইতিমধ্য়েই উদ্ধার করা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ সোমবার সংশ্লিষ্ট সূত্রের তরফে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ৷ একইসঙ্গে উদ্ধার করা হয়েছে শ্রদ্ধার আংটিও ৷ সূত্রের দাবি, ওই আংটিটি শ্রদ্ধার হাতে থাকলেও পরে তার হাতবদল হয় ৷ শ্রদ্ধাকে খুনের পর সেই আংটি অন্য একটি মেয়েকে উপহার দেন আফতাব !

তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ওই আংটিটি আফতাবই প্রথমে শ্রদ্ধাকে উপহার দিয়েছিলেন ৷ শ্রদ্ধাকে খুনের কয়েক দিন পর আরও এক তরুণীকে তাঁর ফ্ল্যাটে আমন্ত্রণ জানান আফতাব ৷ সেই তরুণীকে নিহত শ্রদ্ধার আংটি উপহার দেন তিনি ! পুলিশের দাবি, শ্রদ্ধার খুনের (Shraddha Murder Case) পর প্রথম যিনি ওই ফ্ল্যাটে এসেছিলেন, তিনিই হচ্ছেন এই তরুণী ৷ কিন্তু, তখনও পর্যন্ত শ্রদ্ধার খুনের কথা কার্যত কাক-পক্ষীও টের পায়নি ৷

আরও পড়ুন: প্রথমপক্ষের ছেলেকে নিয়ে স্বামীকে 10 টুকরো করলেন স্ত্রী ! ফের ঘটনাস্থল দিল্লি

প্রসঙ্গত, শ্রদ্ধার সঙ্গে একটি মোবাইল ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল আফতাবের ৷ শ্রদ্ধার আংটি তিনি যাঁকে উপহার দিয়েছিলেন, সেই তরুণীর সঙ্গেও ওই একই অ্য়াপের মাধ্যমেই আলাপ হয় আফতাবের ৷ সোমবার সংশ্লিষ্ট একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, দু'দিন আগেই এই তরুণীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ ৷ ওই তরুণী আবার একজন পেশাদার মনোবিদ !

এদিকে, গত সপ্তাহে আফতাবের ভাড়ার ফ্ল্য়াট থেকে পাঁচটি ধারাল ছুরি উদ্ধার করে পুলিশ ৷ এরপর গত বুধবার আফতাবের ছাতারপুরের বাড়িতেও যায় দিল্লি পুলিশের একটি প্রতিনিধিদল ৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, "উদ্ধার হওয়া ছুরিগুলি শ্রদ্ধার দেহ টুকরো করতে আদৌ ব্যবহার করা হয়েছিল কিনা, সেটা এখনও স্পষ্ট নয় ৷ এর উত্তর পেতে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷"

অন্যদিকে, আফতাবের পলিগ্রাফ টেস্টের পূর্ব প্রক্রিয়াও শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ ৷ প্রসঙ্গত, গত শুক্রবার আফতাবের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ আফতাবকে লাগাতার জেরা করছে দিল্লি পুলিশ ৷ ফলে এখনও পর্যন্ত তাঁকে পলিগ্রাফ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ কিন্তু, দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে ৷

নয়াদিল্লি, 28 নভেম্বর: প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walker) খুনের পর তাঁর শরীর 35 টুকরো করতে একাধিক ধারাল অস্ত্র (Sharp Weapons) ব্যবহার করেছিলেন আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ তার মধ্যে কয়েকটি অস্ত্র ইতিমধ্য়েই উদ্ধার করা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ সোমবার সংশ্লিষ্ট সূত্রের তরফে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ৷ একইসঙ্গে উদ্ধার করা হয়েছে শ্রদ্ধার আংটিও ৷ সূত্রের দাবি, ওই আংটিটি শ্রদ্ধার হাতে থাকলেও পরে তার হাতবদল হয় ৷ শ্রদ্ধাকে খুনের পর সেই আংটি অন্য একটি মেয়েকে উপহার দেন আফতাব !

তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ওই আংটিটি আফতাবই প্রথমে শ্রদ্ধাকে উপহার দিয়েছিলেন ৷ শ্রদ্ধাকে খুনের কয়েক দিন পর আরও এক তরুণীকে তাঁর ফ্ল্যাটে আমন্ত্রণ জানান আফতাব ৷ সেই তরুণীকে নিহত শ্রদ্ধার আংটি উপহার দেন তিনি ! পুলিশের দাবি, শ্রদ্ধার খুনের (Shraddha Murder Case) পর প্রথম যিনি ওই ফ্ল্যাটে এসেছিলেন, তিনিই হচ্ছেন এই তরুণী ৷ কিন্তু, তখনও পর্যন্ত শ্রদ্ধার খুনের কথা কার্যত কাক-পক্ষীও টের পায়নি ৷

আরও পড়ুন: প্রথমপক্ষের ছেলেকে নিয়ে স্বামীকে 10 টুকরো করলেন স্ত্রী ! ফের ঘটনাস্থল দিল্লি

প্রসঙ্গত, শ্রদ্ধার সঙ্গে একটি মোবাইল ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল আফতাবের ৷ শ্রদ্ধার আংটি তিনি যাঁকে উপহার দিয়েছিলেন, সেই তরুণীর সঙ্গেও ওই একই অ্য়াপের মাধ্যমেই আলাপ হয় আফতাবের ৷ সোমবার সংশ্লিষ্ট একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, দু'দিন আগেই এই তরুণীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ ৷ ওই তরুণী আবার একজন পেশাদার মনোবিদ !

এদিকে, গত সপ্তাহে আফতাবের ভাড়ার ফ্ল্য়াট থেকে পাঁচটি ধারাল ছুরি উদ্ধার করে পুলিশ ৷ এরপর গত বুধবার আফতাবের ছাতারপুরের বাড়িতেও যায় দিল্লি পুলিশের একটি প্রতিনিধিদল ৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, "উদ্ধার হওয়া ছুরিগুলি শ্রদ্ধার দেহ টুকরো করতে আদৌ ব্যবহার করা হয়েছিল কিনা, সেটা এখনও স্পষ্ট নয় ৷ এর উত্তর পেতে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷"

অন্যদিকে, আফতাবের পলিগ্রাফ টেস্টের পূর্ব প্রক্রিয়াও শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ ৷ প্রসঙ্গত, গত শুক্রবার আফতাবের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা থাকলেও তা হয়নি ৷ আফতাবকে লাগাতার জেরা করছে দিল্লি পুলিশ ৷ ফলে এখনও পর্যন্ত তাঁকে পলিগ্রাফ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ কিন্তু, দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.