ETV Bharat / bharat

গড়িয়াবাদে সড়ক দুর্ঘটনায় মৃত 5, আহত 6 - গরিয়াবাঁদে সড়ক দুর্ঘটনা

গড়িয়াবাদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৷ ঘটনায় মৃত পাঁচ ৷ আহত ছয় ৷ মৃত ও আহতরা সবাই মহিলা ৷

road accident
road accident
author img

By

Published : Jun 13, 2021, 11:06 AM IST

Updated : Jun 13, 2021, 12:40 PM IST

গড়িয়াবাদ , 13 জুন : গড়িয়াবাদে সড়ক দুর্ঘটনায় মৃত পাঁচ ৷ আহত ছয় ৷ ঘটনাটি ঘটেছে 130 নম্বর জাতীয় সড়কে ৷

শনিবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল 130 নম্বর জাতীয় সড়ক ৷ এক অনুষ্ঠান থেকে ফেরার সময়ই দুর্ঘটনার শিকার হয় একটি প্রাইভেট গাড়ি ৷ গাড়িতে উপস্থিত ছিলেন মোট এগারো জন মহিলা ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

যার মধ্যে ঘটনাস্থলেই মারা যান পাঁচ জন মহিলা ৷ বাকি ছ'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রায়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজিম থানার পুলিশ ৷ আহত মহিলারা জানান, ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন চালক ৷ তার ফলেই এই বিপত্তি ৷

গড়িয়াবাদ , 13 জুন : গড়িয়াবাদে সড়ক দুর্ঘটনায় মৃত পাঁচ ৷ আহত ছয় ৷ ঘটনাটি ঘটেছে 130 নম্বর জাতীয় সড়কে ৷

শনিবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল 130 নম্বর জাতীয় সড়ক ৷ এক অনুষ্ঠান থেকে ফেরার সময়ই দুর্ঘটনার শিকার হয় একটি প্রাইভেট গাড়ি ৷ গাড়িতে উপস্থিত ছিলেন মোট এগারো জন মহিলা ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

যার মধ্যে ঘটনাস্থলেই মারা যান পাঁচ জন মহিলা ৷ বাকি ছ'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রায়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজিম থানার পুলিশ ৷ আহত মহিলারা জানান, ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন চালক ৷ তার ফলেই এই বিপত্তি ৷

Last Updated : Jun 13, 2021, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.